বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৮ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৯ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়

১নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়:

ক. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ. অ্যানোড বলতে কী বোঝ?
গ. ‘B’ চিহ্নিত অংশে কী অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র ১২.১১ ও চিত্র ১২.১২ এর মধ্যে বাড়িতে সংযোগের ক্ষেত্রে কোনটি বেশি সুবিধাজনক? তোমার যৌক্তিক মতামত দাও।

২নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: তমাল কিছুদিন হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কাজ করা হয় এমন একটি কোম্পানিতে চাকরি করছে। তমালদের বাড়িতে ২৫ ওয়াটের ৫টি বাহু এবং ৬৫ ওয়াটের ২টি ফ্যান দৈনিক ৫ ঘণ্টা চলে।

ক. লোডশেডিং কাকে বলে?
খ. সিস্টেম লস কেন হয়?
গ. প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা হলে জুলাই মাসে তমালদের বাসার বিদ্যুৎ ব্যয় নির্ণয় কর।
ঘ. দৈনন্দিন জীবনে তমালদের কোম্পানির অনুসৃত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর।

৩নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: দৃশ্যকল্প-১ : সজল এমন একটি কারখানায় কাজ করে যেখানে কোনো নিকৃষ্ট ধাতুর উপর সোনা রুপার মতো মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়।

দৃশ্যকল্প-২ : সুমাইয়া রাতে পড়তে বসলে লক্ষ করে তাঁর এলাকায় প্রায়ই কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তাছাড়া সে আরো লক্ষ করল, তাদের পাশের বাড়ির লোকেরা মেইন লাইন থেকে তার টেনে বিদ্যুৎ ব্যবহার করে, যার হিসাব মিটারে উঠে না।

ক. তড়িৎ ক্ষমতা কাকে বলে?
খ. বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে কেন? ব্যাখ্যা কর।
গ. সজলের কারখানায় কিভাবে প্রলেপ দেওয়ার কাজটি করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. সুমাইয়ার লক্ষ করা প্রক্রিয়া দুটি কী আমাদের সামাজিক জীবনকে প্রভাবিত করে? বিশ্লেষণ কর।

৪নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়:

ক. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ. বৈদ্যুতিক লোডশেডিং কেন করা হয়?
গ. উদ্দীপকের ২নং চিত্রের তড়িৎ বর্তনীতে সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো দৈনিক গড়ে ১২ ঘণ্টা ব্যবহার করলে নভেম্বর মাসের বিদ্যুৎ বিল নির্ণয় কর। [১ ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা।
ঘ. চিত্রের কোন বৈদ্যুতিক বর্তনীটি বাড়িতে তড়িৎ সংযোগের ক্ষেত্রে উপযোগী? বিশ্লেষণ কর।

৫নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: মনোয়ার নিচের প্রতীকগুলো ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী একটি বর্তনী অঙ্কন করল। তাদের বাড়িতে (iv) নং- উপাদানটি এনার্জি সেভিং ব্যবহার করে।

ক. তড়িৎ প্রলেপন কাকে বলে?
খ. লোডশেডিং কেন হয়?
গ. উদ্দীপকে মনোয়ারের আঁকা বর্তনীটির চিত্র অঙ্কন কর।
ঘ. মনোয়ারদের বাড়িতে উদ্দীপকে উল্লিখিত যে উপাদানটি ব্যবহার করা হয় তা কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।

৬নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: পিয়াল একটি তড়িত্যন্ত্রের সাহায্যে লোহার পাত্রের উপর জিংক প্রলেপ দিল। এ যন্ত্রটি দ্বারা সে বর্তনীর মেরু নির্ণয় করতে পারে।

ক. কিলোওয়াট ঘণ্টা কাকে বলে? ধাতুর
খ. বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন?
গ. পিয়াল কীভাবে লোহার পাতে জিংকের প্রলেপ তৈরি করল?
ঘ. উদ্দীপকের যন্ত্রের সাহায্যে বর্তনীয় মেরু নির্ণয় বর্ণনা কর।

৭নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়:

ক. বেতার তরঙ্গ কাকে বলে?
খ. মাইক্রোফোন ও স্পিকারের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের বাল্ব ও ফ্যান দৈনিক ৮ ঘণ্টা করে চললে এপ্রিল মাসের ব্যয়িত বিদ্যুতের পরিমাণ কত?
ঘ. গৃহে বিদ্যুতায়নে উদ্দীপকের চিত্রটি উপযোগী কি-না? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

৮নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: ফজলুল হক সাহেব যে এলাকায় থাকেন সেখানে অনেক কলকারখানা। এখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। আবার হঠাৎ করেই বেশি ভোল্টেজে বিদ্যুৎ চলে আসে। এতে করে প্রায় সময়ই তাদের বাসার দু’ একটি বাল্ব নষ্ট হয় এবং বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়। কিন্তু অন্যান্য সরঞ্জামগুলো ঠিকই চলে।

ক. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ. CuSO4 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- ব্যাখ্যা কর।
গ. ফজলুল হক সাহেবের বাসার তড়িৎ সংযোগ ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত এলাকার সমস্যা সমাজে বিরূপ প্রভাব ফেলে- বিশ্লেষণ কর।

৯নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়: চিত্র দুটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ. বর্তমানে সাধারণ বাধের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন?
গ. চিত্র-১ এবং চিত্র-২ এর গঠন বর্ণনা কর।
ঘ. গৃহ বিদ্যুতায়নে উদ্দীপকের চিত্র দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক- তোমার মতামত দাও।

১০নং প্রশ্ন: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়:

ক. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী?
খ. লোডশেডিং বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. প্রাত্যহিক জীবনে প্রক্রিয়াটির গুরুত্ব কতটুকু? তোমার মতামত দাও।

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।