বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৮ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৯ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ১নং প্রশ্ন: রহমান সাহেব দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। এ সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে এন্ডোস্কোপি করতে বললেন। অন্যদিকে রহমান সাহেবের ছেলে সুমন হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে হাতে আঘাত পায় এবং হাত ভেঙে যায়। পরবর্তী সময়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এক্স-রে করার পরামর্শ দেন।

ক. MRI এর পূর্ণরূপ লিখ।
খ. রেডিওথেরাপি বলতে কী বুঝায়?
গ. ডাক্তার সুমনকে এক্স-রে করার পরামর্শ দিলেন কেন?
ঘ. রহমান সাহেবের রোগ নির্ণয়ে এন্ডোস্কোপি কতটুকু কার্যকর? মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ২নং প্রশ্ন: রশিদ সাহেব অফিস থেকে বাসায় ফিরছিলেন। হঠাৎ গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। সহকর্মীরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে সিটি স্ক্যান করতে বলেন। কিছুদিন পর রশিদ সাহেবের ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। পরবর্তী সময়ে ডাক্তারের কাছে গেলে তিনি ECG করার পরামর্শ দিলেন।

ক. এনজিওগ্রাফি কী?
খ. আলট্রাসনোগ্রাফি বলতে কী বুঝায়?
গ. রশিদ সাহেবকে ডাক্তার সিটি স্ক্যান করতে বললেন কেন?
ঘ. রশিদ সাহেবের ভাইয়ের চিকিৎসায় ECG এর ভূমিকা বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৩নং প্রশ্ন: মি. হক হাসপাতালের প্যাথলজি বিভাগে গিয়ে দেখলেন ১ম কক্ষে এক ব্যক্তির মাথার সিটিস্ক্যান করা হচ্ছে। ২য় কক্ষে ও ৩য় কক্ষে দুইজন রোগীকে ক্যান্সার নিরাময়ের জন্য রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

ক. আল্ট্রাসনোগ্রাফি কী?
খ. এন্ডোসকপি করা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ৩য় কক্ষে প্রদত্ত থেরাপির কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ১ম ও ২য় কক্ষে দেখা বিষয় দুটির মধ্যে কোনটি শরীরের জন্য বেশি ঝুঁকিপূর্ণ? বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৪নং প্রশ্ন: ডাক্তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিম্নোক্ত সমস্যাগুলো শনাক্ত করলেন। প্রথমত : জীবনের দীর্ঘদিন ধরে মাথা ব্যথা থাকায় মাথায় টিউমার। দ্বিতীয়ত : কাসেমের দেহের কোষ বিভাজনের গতি অস্বাভাবিকভাবে বাড়ছে। তৃতীয়ত : মোহনের বুকে বেশি ব্যথা থাকায় রক্তনালিকা বন্ধ হয়ে গেছে।

ক. X-Ray কাকে বলে?
খ. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে শরীরের কঠিন অংশের সমস্যা চিহ্নিত করা যায় না কেন? ব্যাখ্যা কর।
গ. জীবনের রোগ শনাক্তকরণের পরীক্ষাটির কার্যপ্রণালি বর্ণনা কর।
ঘ. কাসেম ও মোহনের রোগ দুটির মধ্যে কোনটি আলোর প্রতিসরণকে কাজে লাগিয়ে শনাক্ত করা যায়? বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৫নং প্রশ্ন: সুমন ও তার বন্ধু সুবির মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে সুমন মাথায় ও সুবির বুকে আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুমন ও সুবিরকে ভিন্ন ভিন্ন টেস্ট করার পরামর্শ দেন।

ক. দীর্ঘদৃষ্টি কাকে বলে?
খ. মাইক্রোফোন ও স্পিকারের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. সুমনের চিকিৎসার কার্যপদ্ধতি বর্ণনা কর।
ঘ. সুমন ও সুবিরের চিকিৎসা পদ্ধতির ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৬নং প্রশ্ন: সালাম সাহেব জটিল রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন, দুটি পদ্ধতিতে এর চিকিৎসা করা যায়। প্রথমটিতে ফোটন কণা বা তেজস্ক্রিয় বিকিরণ এবং দ্বিতীয়টিতে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে।

ক. জিন প্রকৌশল কাকে বলে?
খ. শরীরের একই জায়গায় বারবার এক্সরে করা ঝুঁকিপূর্ণ কেন?
গ. উদ্দীপকের দ্বিতীয় চিকিৎসা পদ্ধতির ঝুঁকি ও ঝুঁকি এড়ানোর কৌশল ব্যাখ্যা কর।
ঘ. সালাম সাহেবের রোগটি নিরাময় ঝুঁকিপূর্ণ- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৭নং প্রশ্ন: মিনহাজ গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গাছে পাকা আম ঝুলতে দেখে সে গাছের মগডালে উঠে যায়। হঠাৎ কালবৈশাখী শুরু হলে দ্রুত নামতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যায় এবং মাথা ও পায়ে প্রচণ্ড আঘাত পায়। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার মাথার সিটিস্ক্যান এবং পায়ের এক্স-রে করাতে বললেন।

ক. রেডিওথেরাপি কী?
খ. ইসিজি কেন করা হয়?
গ. মিনহাজের পায়ের যে পরীক্ষাটি করাতে বললেন তার কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তার মাথার আঘাতের জন্য এরকম পরীক্ষা করাতে বলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৮নং প্রশ্ন: রবিন খুব পেটে ব্যথা নিয়ে ডাক্তরের শরণাপন্ন হলে ডাক্তার তাকে পরীক্ষা করতে বললেন। উক্ত পরীক্ষায় শ্রবণোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। কিন্তু কিছুই ধরা পড়লো না। তিনি অন্য একটি পরীক্ষা দিলেন যেখানে বাঁকানো টেলিস্কোপ ব্যবহার করা হয়। এতে রোগ নির্ণয় করা সম্ভব হলো।

ক. এক্স-রে কী?
খ. রেডিওথেরাপি বলতে কী বোঝায়?
গ. প্রথম পরীক্ষাটি কীভাবে করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. কী কারণে ডাক্তার দ্বিতীয় পরীক্ষাটি করতে বললেন? যুক্তিসহ লেখ।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ৯নং প্রশ্ন: সিয়াম দুষ্টু প্রকৃতির ছেলে। আম গাছ থেকে মাটিতে পড়ে হাতে ব্যথা পেল। ডাক্তারের শরণাপন্ন হলো। এক্স-রে করে ডাক্তার নিশ্চিত হলেন যে, তার হাড় ভেঙে গেছে।

ক. এমআরআই কী?
খ. ক্যান্সার নিরাময়ে রেডিওথেরাপির ভূমিকা কী?
গ. ডাক্তারের গৃহীত ব্যবস্থাটির কার্যপ্রণালি বর্ণনা কর।
ঘ. গৃহীত ব্যবস্থায় ঝুঁকি ও ঝুঁকি এড়ানোর কৌশল বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় ১০নং প্রশ্ন: রহমান সাহেব দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাঁকে এন্ডোস্কোপি করতে বললেন। অন্যদিকে রহমান সাহেবের ছেলে সুমন হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে হাতে আঘাত পায়। এবং হাত ভেঙে যায়। ডাক্তার সুমনকে X-ray করার পরামর্শ দেন।

ক. MRI এর পূর্ণরূপ লেখ।
খ. ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি গুরুত্বপূর্ণ কেন?
গ. ডাক্তার সাহেব সুমনকে X-ray করার পরামর্শ দিলেন কেন? ব্যাখ্যা কর।
ঘ. রহমান সাহেবের রোগ নির্ণয়ে এন্ডোস্কোপি কতটুকু কার্যকর? তোমার মতামত বিশ্লেষণ কর।

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।