বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৮ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৯ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ১নং প্রশ্ন: আরজু জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একটি সুতি শার্টের উপর আর একটি সুতি শার্ট পরল। সে লক্ষ করল তাতেও তার বেশ ঠাণ্ডা লাগছে। কিন্তু তার মনে হলো তিন মাস আগে সে যখন শুধুমাত্র একটি শার্ট পরেই স্কুলে যেত, তখন এ ধরনের কোনো সমস্যা হতো না।

ক. নন সেলুলোজিক তন্তু কাকে বলে?
খ. লিনেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়?
গ. আরজুর কোন ধরনের কাপড় পরা দরকার ছিল? ব্যাখ্যা কর।
ঘ. একই কাপড়ে দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ২নং প্রশ্ন: মিলন সাহেবের একটি পিভিসি পাইপ তৈরির কারখানা আছে। তিনি ইমন ও মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বললেন। ইমন যে কাঁচামাল সরবরাহ করল সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে। আবার মামুনের সরবরাহকৃত কাঁচামালের ভৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটিকে যে কোনো আকার দেওয়া যায়। রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয়। তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল।

ক. মনোমার কী?
খ. মেলামাইনকে কেন পলিমার বলা হয়?
গ. ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামালগুলো কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? ব্যাখ্যা কর।
ঘ. পিভিসি পাইপ তৈরিতে মিলন সাহেবের কোন কাঁচামালটি ব্যবহার করা উচিত বলে তুমি মনে কর?

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৩নং প্রশ্ন: অন্বেষার জামাটি যে তন্তু দিয়ে তৈরি তাকে তন্তুর রানী বলা হয়। অন্যদিকে তার বোন আরিবার দুটি জামার একটি বীজ তন্তু থেকে অন্যটি পশুর লোম থেকে তৈরি।

ক. পলিমার কাকে বলে?
খ. রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন?
গ. অন্বেষার জামার তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, আরিবার দুটি জামা শীতকালে ব্যবহারের জন্য উপযোগী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৪নং প্রশ্ন: গফুর খুলনায় বেড়াতে এসে মার্কেটে যাওয়ার সময় দেখল রাস্তার পাশে ডাস্টবিনের ময়লা-আবর্জনা থেকে পরিচ্ছন্নতা কর্মী পলিথিন, পানির বোতল, বাচ্চাদের খেলনার ভাঙা টুকরা ইত্যাদি আলাদা করে ব্যাগে রাখছে। পরে সে মার্কেট থেকে গরমের জন্য আরামদায়ক একটি জামা কিনে বাড়িতে আসল।

ক. পলিমার কাকে বলে?
খ. রেশমকে তন্তুর রানী বলা হয় কেন?
গ. গফুরের ক্রয়কৃত জামাটির তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে পরিচ্ছন্নতা কর্মীর কর্মকাণ্ড অর্থনৈতিকভাবে লাভজনক ও পরিবেশবান্ধব কি না? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৫নং প্রশ্ন:

ক. পলিথিন কাকে বলে?
খ. প্লাস্টিকের জগ থার্মোপ্লাস্টিকস কেন?
গ. উদ্দীপকের A তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের B ও C উভয়ই কী পরিবেশের ভারসাম্য নষ্ট করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৬নং প্রশ্ন: আরাফ ও ইব্রাহীম দুই বন্ধু। আরাফ তার কারখানায় এক ধরনের সুতা তৈরি করে যা ফাইব্রেয়ন নামক প্রোটিন দিয়ে তৈরি। এটি উষ্ণ এবং কম পরিসরে রাখা যায়। অপরদিকে ইব্রাহীমের কারখানায় এমন বস্তু তৈরি করে যা পচনশীল নয়, বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না এবং পানিতে অদ্রবণীয়।

ক. স্লাইভার কাকে বলে?
খ. পশুর লোমের তৈরি পোশাক শীতকালে ব্যবহার করা হয় কেন?
গ. আরাফ ব্যবসার কাঁচামাল কিভাবে উৎপাদন করে? ব্যাখ্যা কর।
ঘ. ইব্রাহীমের উৎপাদিত বস্তুটি পরিবেশের জন্য প্রতিবন্ধক- বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৭নং প্রশ্ন: এবার ঈদে জামালী সাহেব দুটি পাঞ্জাবী কিনেন। একটি পাঞ্জাবী ফ্রাইব্রেয়নের তৈরি। অন্যটি যে তন্তু দিয়ে তৈরি তা অণুবীক্ষণ যন্ত্রের নিচে নলের মতো দেখায় যা এক ধরনের পদার্থ দ্বারা পূর্ণ থাকে।

ক. কটন লিন্ট কাকে বলে?
খ. ফ্লাইং প্যানের হাতল কৃত্রিম পলিমার ব্যাখ্যা কর।
গ. জামালী সাহেবের ক্রয়কৃত প্রথম পাঞ্জাবীটির তৈরিকৃত উপাদানটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পাঞ্জাবী দুটির মধ্যে কোনটি আরামদায়ক হবে? তোমার মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৮নং প্রশ্ন: শ্যামল এস.এস.সি পাস করে ঢাকার অদূরে টঙ্গী শিল্প নগরীতে। এর প্লাস্টিক কারখানায় চাকরি নিল। কারখানায় তৈরি মগ, বালতি মেলামাইনের থালা-বাসন, পিভিসি পাইপসহ অনেক জিনিসের কাঁচামাল বিদেশ থেকে আমদানি হলেও বর্তমানে দেশীয় প্রযুক্তির কাঁচামালও ব্যবহার করা হচ্ছে।

ক. পলিমারকরণ প্রক্রিয়া কী?
খ. সুতা তৈরিতে কার্ডিং এবং কম্বিং কেন করা হয়?
গ. শ্যামলের কারখানার কাঁচামালের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের তৈরি জিনিসপত্রগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হলেও পরিবেশ বান্ধব নয়- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ৯নং প্রশ্ন: ডিসেম্বরের এক সকালে প্রজ্ঞা ঘরের বাইরে বের হলো। তার পরনে ছিল পলু পোকা নামক এক প্রজাতির গুঁটি থেকে তৈরি পোশাক। তাই তার বেশ ঠাণ্ডা লাগছিল।

ক. তন্তু কী?
খ. সুতি বস্ত্র বলতে কী বোঝায়?
গ. প্রজ্ঞার পরিধেয় বস্ত্রে ব্যবহৃত তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. প্রজ্ঞার কোন ধরনের তন্তুর পোশাক পরার দরকার ছিল? যুক্তিসহ মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ১০নং প্রশ্ন: আমরা গ্রীষ্ম ও শীতকালে দুই ধরনের পোশাক পরিধান করি। গ্রীষ্মকালে সাধারণত সুতির বস্ত্র এবং শীতকালে পশমি বস্ত্র পরিধান করি। উভয় সুতা তন্তুর মাধ্যমে সংগ্রহ করা হয়।

ক. ভিনেগারের রাসায়নিক সংকেত লিখ।
খ. টেস্টিং ‘সল্ট’ বলতে কী বুঝায়?
গ. গ্রীষ্মকালে ব্যবহৃত বস্ত্রটির তন্তু হতে কীভাবে সুতা সংগ্রহ করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. শীতকালে ব্যবহৃত বস্ত্রটির তন্তুর বৈশিষ্ট্য কী? পোশাকটি কীভাবে শীত নিয়ন্ত্রণ করে? মতামত দাও।

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।