এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায়
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ১নং প্রশ্ন: অমল বাবুর দুগ্ধজাত খাবার তৈরির একটি কারখানা আছে। একদিন একদল ছাত্র সেটা দেখতে এলে অমল বাবু দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জীব প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। খামারে থাকা ১৫ বছরের ছেলেটিকে দেখে জনৈক ভদ্রমহিলা তার ছেলে বলে দাবি করেন। তারপর তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত একটি টেস্টের মাধ্যমে ছেলেকে তার কাছে হস্তান্তর করেন।
ক. সেন্ট্রোমিয়ার কাকে বলে?
খ. উদ্ভিদে টিস্যুকালচার কেন করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেস্টের মাধ্যমে ভদ্রমহিলা কিভাবে তাঁর সন্তানকে ফিরে পেলেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তির ব্যবহার অমল বাবুর কারখানার জন্য গুরুত্বপূর্ণ কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ২নং প্রশ্ন: দৃশ্যকল্প-১ : রিক্তা বেগম ও সান্তা বেগম প্রমিকে তাদের নিজেদের সন্তান হিসেবে দাবি করেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তিনজনকে একটি বিশেষ পরীক্ষার নির্দেশ প্রদান করেন।
দৃশ্যকল্প-২: জিন প্রকৌশলী সাত্তার সাহেব একটি উদ্ভিদ থেকে জিন নিয়ে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে অন্য একটি উদ্ভিদে সংযোজন করেন এবং উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি করেন।
ক. ক্রোমোজোম কাকে বলে?
খ. ইন্টারফেরন উৎপাদন রোগ প্রতিরোধে প্রয়োজন- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিশেষ পরীক্ষাটি কী? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সাত্তার সাহেবের বিশেষ প্রযুক্তিটির কৃষিক্ষেত্রে ভূমিকা বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৩নং প্রশ্ন: গ্রীষ্মের ছুটিতে অর্ণব ঢাকার সাভারে কৃষি গবেষণা কেন্দ্রের খামারে গিয়ে দেখল যে, শসা, গাজর, টমেটো, বেগুনের গাছগুলো বেশ মোটা ও সতেজ। খুব বড় সাইজের শসা, বেগুন ও টমেটো দেখে অবাক হয়ে গেল। একটা পাকা টমেটো নিয়ে দেখল তার ফলত্বক বেশ মোটা। তখন সে কেন্দ্রের ভিতরে গিয়ে কর্মকর্তাদের কাছে জানতে পারল, এগুলো ট্রান্সজেনিক উদ্ভিদ।
ক. বর্ণান্ধতা কী?
খ. ডিএনএ টেস্ট বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকের উদ্ভিদগুলোতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আমাদের দেশে কৃষি উন্নয়নে উক্ত প্রযুক্তিটি কতটুকু সাফল্য বয়ে এনেছে?
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৪.নং প্রশ্ন: রাকিব সাহেব নির্দিষ্ট ধাপ অনুসরণ করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। এটি জীব প্রযুক্তি নামে পরিচিত।
ক. ক্লোনিং কী?
খ. DNA টেস্ট বলতে কী বোঝায়?
গ. রাকিব সাহেবের অনুসৃত ধাপগুলো বর্ণনা কর।
ঘ. ঔষধ শিল্পে উদ্দীপকের উল্লিখিত প্রযুক্তিটির গুরুত্ব মূল্যায়ন কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৫নং প্রশ্ন:
ক. হানটিংটন’স রোগের কারণ কী?
খ. মানব ক্লোনিং নিষিদ্ধ করা হয়েছে কেন?
গ. চিত্রের ‘P’ অঙ্গাণুর রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
ঘ. বংশগতিতে ‘P’ অঙ্গাণুটির ভূমিকা বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৬নং প্রশ্ন:
ক. সেল ক্লোনিং কী?
খ. জিনকে বংশগতির একক বলা হয় কেন?
গ. R তৈরি প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কৌশলে সৃষ্ট উদ্ভিদ কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৭নং প্রশ্ন:
ক. কোষের প্রাণকেন্দ্র কী ?
খ. DNA টেস্ট কী? বুঝিয়ে লিখ।
গ. উপরের চিত্রটি অঙ্কন করে গঠনগত বর্ণনা দাও।
ঘ. ‘C’ লিঙ্গ নির্ধারণে অধিক ভূমিকা রাখে। যুক্তিসহ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৮নং প্রশ্ন:
ক. কোষ কী?
খ. পুত্র সন্তানের জন্য পিতা দায়ী কেন?
গ. চিত্রের অঙ্গাণুটির ভৌত গঠন বর্ণনা কর।
ঘ. চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে চিত্রের অঙ্গাণুর গুরুত্ব বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ৯নং প্রশ্ন:
ক. DNA কী?
খ. ক্লোরোপ্লাস্ট সবুজ হয় কেন?
গ. চিত্রের B অংশকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?
ঘ. কোষ বেঁচে থাকার ক্ষেত্রে চিত্রটির ভূমিকা গুরুত্বপূর্ণ – যুক্তিসহ বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় ১০নং প্রশ্ন: রোগ-১ : মানুষের ২১তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে হয়। রোগ-২ : এই রোগটি স্ত্রী লোকদের সেক্স ক্রোমোজোমের নন ডিসজাংশনের কারণে হয় এবং স্ত্রীলোকটি XX ক্রোমোজোমের পরিবর্তে X ক্রোমোজোমবিশিষ্ট হয়।
ক. কাইনেটোকোর কী?
খ. RNA এর প্রকারভেদ লেখ।
গ. রোগ-১ ও রোগ-২ এর মধ্যকার বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ।
ঘ. রোগ-২ এ আক্রান্ত কোনো মহিলার সন্তানেরা কী এই রোগ দ্বারা আক্রান্ত হবে? মতামত দাও।
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।