এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম (SSC) পরীক্ষার্থীদের জন্য ১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
✨ ২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
✨ ৩য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
✨নবম-দশম শ্রেণী
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ১নং প্রশ্ন: ইরিন ও জেরিন সহপাঠী। তারা ভূগোল ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করছিল। আলোচনা প্রসঙ্গে তারা বলে ভূগোল ও পরিবেশ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূগোল হচ্ছে পৃথিবীর বর্ণনা করা এবং পরিবেশ হচ্ছে পৃথিবীতে অবস্থিত প্রকৃতি তথা পরিবেশের বর্ণনা করা। বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে এ সম্পর্কিত ধারণা ব্যক্ত করেছেন।
ক. পরিবেশের উপাদান কয়টি?
খ. পার্কের পরিবেশ সম্পর্কিত মতবাদটি ব্যাখ্যা কর।
গ. ইরিন ও জেরিনের আলোচিত ভূগোল সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ কর।
ঘ. ইরিন ও জেরিনের উক্তিটির তাৎপর্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ২নং প্রশ্ন: দশম শ্রেণির ছাত্রী রাবেয়া এমন একটি বিষয় পাঠ করছিল যা পৃথিবীর বিজ্ঞান হিসেবে পরিচিত। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ও নতুন নতুন আবিষ্কারের ফলে বিষয়টির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. ভূগোলের সংজ্ঞা দাও।
খ. পরিবেশ উন্নয়নের জন্য ভূগোলের জ্ঞান প্রয়োজন কেন?
গ. রাবেয়ার পঠিত বিষয়টির পরিধি ব্যাখ্যা কর।
ঘ. বিষয়টি পাঠে রাবেয়া কীরূপ জ্ঞান অর্জন করতে পারবে? বিশ্লেষণ কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৩নং প্রশ্ন:
ক বিভাগ | খ বিভাগ |
১. ভূমিরূপ বিদ্যা |
১. রাজনৈতিক ভূগোল ২. জনসংখ্যা ভূগোল ৩. নগর ভূগোল ইত্যাদি |
ক. Geography শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
খ. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. ‘খ’ বিভাগের উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. মানবজীবনে বিভাগ ক ও খ এর প্রভাব বিশ্লেষণ কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৪নং প্রশ্ন: ৯ম শ্রেণিতে মানবিক বিভাগের ক্লাসে শিক্ষক আমিন সাহেব ‘X’ নামক একটি বিষয়ে ‘সৌরজগৎ’ শিরোনামে পাঠদান করছিলেন। প্রধান শিক্ষক উক্ত ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন ঐ শিক্ষক বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জনসংখ্যা, মানব বসতি ইত্যাদি বিষয় চমৎকার পাঠদান করে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষার পরিসর দিন দিন বাড়িয়ে তুলছেন।
ক. পরিবেশ সম্পর্কে পরিবেশ বিজ্ঞানী আর্মস প্রদেয় সংজ্ঞাটি লেখ।
খ. পরিবেশ ‘জীব উপাদান’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের ‘প্রাকৃতিক’ অংশের পরিধি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ‘X’ বিষয়টি পাঠের গুরুত্ব লেখ।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৫নং প্রশ্ন: মর্জিনা ভূগোলশাস্ত্র পাঠের মাধ্যমে দেখতে পেল, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। তাই ভূগোলকে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা আবার কেউ বলেছেন প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান।
ক. শিল্প ভূগোলের আলোচ্য বিষয়গুলো কী?
খ. প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিষয়টি পাঠ প্রসঙ্গে তোমার যুক্তি উপস্থাপন কর।
ঘ. উদ্দীপকে বলা হয়েছে “ভূগোল প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৬নং প্রশ্ন: একটি স্কুলের শিক্ষার্থীরা পৃথিবী ও এর পরিবেশ রক্ষা বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে বক্তারা বলেন ভূগোল ও পরিবেশ একে অপরের সাথে সম্পর্কিত। বিতর্কের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক খণ্ডানোর পর শিক্ষার্থীরা উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব অনুধাবন করে।
ক. ভূগোল কাকে বলে?
খ. মানুষের অর্থনৈতিক কার্যাবলির ওপর পরিবেশের প্রভাব উল্লেখ কর।
গ. উদ্দীপকে ভূগোল ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনাটি ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষার্থীরা কীসের গুরুত্ব অনুধাবন করল বিশ্লেষণ কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৭নং প্রশ্ন:
ক-বিভাগ | কৃষিকাজ, শিল্প, খনি, ব্যবসায় বাণিজ্যের বিবর্তন |
খ-বিভাগ | পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্ৰহ |
ক. জীব কী?
খ. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. খ-বিভাগের উপাদানগুলো কোন পরিবেশের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. ক-বিভাগ ও খ-বিভাগের উপাদান সম্পর্কিত পরিবেশের তুলনামূলক আলোচনা কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৮নং প্রশ্ন: তানিয়ার ছোট বোন তার ‘ভূগোল ও পরিবেশ’ বইটি দেখছিল। বইয়ের সূচিপত্রে সে দেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে বইটিতে। মহাবিশ্ব, জনসংখ্যা, বায়ুমণ্ডল, বাংলাদেশের সম্পদ আরও কত কী? বিষয়টি নিয়ে আলোচনা করলে তানিয়া বলল- ‘প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়।
ক. অধ্যাপক Carl Ritter প্রদত্ত ভূগোলের সংজ্ঞাটি উল্লেখ কর।
খ. ভূগোলের পরিধি ব্যাখ্যা কর।
গ. মানুষ ও পরিবেশের কার্যকারণ সম্পর্ক নিয়ে ভূগোলের যে শাখা আলোচনা করে, শ্রেণিবিভাগসহ উক্ত শাখা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে তানিয়ার উক্তিটির যথার্থতা যাচাই কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ৯নং প্রশ্ন: মজনু মিয়া গ্রামের একজন অশিক্ষিত গরিব কৃষক। তিনি বর্গাচাষে অধিক ফসল ফলানোর জন্য মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করেন। ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পায়। আশানুরূপ ফল না পাওয়ায় কয়লা খনিতে শ্রমিকের কাজ নেন।
ক. পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’ সংজ্ঞাটি কোন ভূগোলবিদের?
খ. জীব উপাদান বলতে কী বোঝায়?
গ. ভূগোলের কোন উপশাখা সম্পর্কে জ্ঞান থাকলে মজনু মিয়া আশানুরূপ ফল পেত- ব্যাখ্যা কর।
ঘ. মজনু মিয়ার কাজগুলো ভূগোলের কোন উপশাখার বিষয়বস্তু- আলোচনা কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ১০নং প্রশ্ন: সুহেল BTV তে একটি শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারে ভূগোল ও পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূগোলকে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা আবার কেউ বলেছেন প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান। পরিবেশের বিজ্ঞানের সম্পৃক্ততা ছাড়া ভূগোলকে ভাবা যায় না।
ক. শিল্প ভূগোলের আলোচ্য বিষয়গুলো কী?
খ. প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের পার্থক্য ব্যাখ্যা কর।
গ. ভূগোল পাঠ প্রসঙ্গে তোমার বুদ্ধি উপস্থাপন কর।
ঘ. “ভূগোল প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান” উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ১১নং প্রশ্ন: দিদার সাহেব ভূগোল ও পরিবেশবিষয়ক ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ কারণে ভূগোল পাঠের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার মানবীয় ও প্রাকৃতিক উভয় পরিবেশই ভূগোলের বিষয়বস্তু হওয়ায় বর্তমান সময়ে এর গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
ক. জীব ভূগোল কী?
খ. ভূগোল ও পরিবেশকে কেন সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয়?
গ. দিদার সাহেবের ক্লাস থেকে ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে কোন বিষয় সম্বন্ধে ধারণা লাভ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. “মানবীয় পরিবেশ মানবীয় ভূগোলকে সমৃদ্ধ করেছে।”- উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল ও পরিবেশ বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা ১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।