প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন তো আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী সিরিয়ালের ২৬ মে ফুল এপিসোড রিভিউ।
রানী বি হেলদি নার্সিংহোমে আসে পিকলুর সেই ভিডিওটা দূর্জয় কে দেখাতে। এদিকে আনিসা দুর্জয় কে জোরাজোরি করতে থাকে যে সে দূর্জয়ের সঙ্গে আমেরিকা যেতে চায়। এই নিয়ে দুজন কথা বলতে থাকে। তখনই আনিসা চেয়ারে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে দূর্জয় অনিসাকে ধরে নেয়। আর সেটা রানী এসে দেখে নেয়। ওই অবস্থাতেই আনিসা দূর্জয়কে বলে আমাকে নেনা তোর সাথে আমেরিকার পথে। দরকার পড়লে আমাদের পুরনো সম্পর্কের দোহাই দিয়ে যাবো যে আমি তোর স্ত্রী। সে কথা শুনে রানী দুঃখ পায় আর মনে মনে বলে পুরানো সম্পর্ক জোড়া লেগে গেছে দেখছি। আবার আনিসা দিদির সাথে আমেরিকা যাওয়ার চিন্তা করছো। এই নাকি তুমি আমাকে আর আমার মেয়েকে ভালোবাসো। ঠিক আছে তুমি যেভাবে ভালো থাকো সেভাবেই থাকো। রানী আর কখনো তোমার সামনে আসবে না।
এদিকে দুর্জয় দেখে রানী পর্দায় হাত দিয়ে আছে। সেটা দেখে দুর্জয় রানী বলে চিৎকার করে। ততক্ষণে রাণী সেখান থেকে চলে গেছে। বাইরে এসে দূর যায় রানীকে খুঁজতে থাকে। কিন্তু আর দেখতে পায় না। এরপর ডাক্তার চক্রবর্তীকে দুর্জয় রানীর ছবিটা দেখায় যে এই মেয়েটাকে এখানে দেখেছেন নাকি। তখন ডাক্তার চক্রবর্তী দুর্জয় কে বলে হ্যাঁ এই মেয়েটাকে তো আমি দেখেছি এই মেয়েটা তো সেদিন আমার একটা রোগী নিয়ে এসেছিল তারপর হঠাৎ ফোন এলো আর চলে গেল আমার চেম্বার থেকে। আমার মনে হচ্ছিল কোনো কিছু নিয়ে একটু অস্থির আছে মেয়েটা। দুর্জয় ডাক্তার চক্রবর্তীকে বলে রোগীর নামটা বলুন আর রোগীর ঠিকানাটা দিন। ঠিকানা নিয়ে রানীকে খুঁজতে বেরোয় আর মনে মনে বলে এটাই আমার শেষ খোঁজা।
এরপর দুর্জয় সেই ঠিকানাই আসে। তারপর সিকিউরিটি গার্ডের থেকে অনুমতি নিয়ে দুর্জয় বাড়ির ভিতরে চলে যায়। দুর্জয় ভিতরে এসে মনে মনে ভাবে রানীর আবার এখানে কে থাকে। তারপর দুর্জয় এসে দেখে যে রানীর হাত পুড়ে যাওয়াই আদিত্য তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। সেটা দুর্জয় লুকিয়ে থেকে দেখে বলে রানী এত কাছে গিয়ে কিভাবে এর সাথে কথা বলছে। নাকি এটা ওর কোন পুরনো সম্পর্ক। তারপর দুর্জয় এই সমস্ত কিছু দেখে রানীর মুখোমুখি চলে আসে।
হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে এমনটাই ঘটতে চলেছে। তো বন্ধুরা আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং নিয়মিত ভিজিট করবেন এমন তথ্যবহুল রিভিউ পড়তে। ধন্যবাদ!!