তুফান সিনেমার ইনকাম শাকিব খান

তুফান সিনেমার ইনকাম শাকিব খান

Posted on

সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের “তুফান” বাংলা সিনেমাটি। আর মুক্তির পর পরেই কাঁপিয়ে দিয়েছে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশনের রেকর্ড। তো জেনে নেওয়া যাক, তুফান সিনেমাটি এখন পর্যন্ত মোট ইনকাম কত করলো।

তুফান সিনেমার বক্স অফিস কালেকশনঃ

তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির বক্তব্য অনুযায়ী। তুফান সিনেমা মুক্তির 10 দিনে মোট ইনকাম করেছে প্রায় 30 কোটি টাকা। তুফান সিনেমার নির্মাণ ব্যয় ছিলো উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 8 থেকে 10 কোটি টাকা। এবং তুফান সিনেমাটি মুক্তি পেয়ে 23 দিন অতিবাহিত হয়েছে। ধারণা করা হচ্ছে এই 23 দিনে তুফান সিনেমার ইনকাম 50 কোটি টাকা পেরিয়ে গেছে। আশা করা হচ্ছে পুরো বিশ্বে মুক্তি পেলে সিনেমাটি ৮০ থেকে ১০০ কোটি টাকা ইনকাম করতে পারে।

Toofan Box Office Collection Wikipedia:

তুফান সিনেমাটি হচ্ছে বাংলা ভাষার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। তুফান বাংলা চলচ্চিত্রের মূল চরিত্র অভিনয় করেছে শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির সংগীত পরিচালনায় ছিল প্রীতম হাসান, আরাফাত মহসিন এবং নাভেদ পারভেজ।

তুফান সিনেমাটির বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন উইকিপিডিয়া পেজটি ভিজিট করে। এবং তুফান সিনেমাটির আইএমডিবি রেট দেখতে পারেন IMDB পেজ ভিজিট করে।

আশা করি আজকের পোস্টটি পড়ে তুফান সিনেমার ইনকাম সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। নিয়মিত বাংলা ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। ধন্যবাদ!!