তোমাদের রানী আজকের পর্ব 06 জুলাই ফুল এপিসোড

তোমাদের রানী আজকের পর্ব 06 জুলাই ফুল এপিসোড

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব 06 জুলাই কি ঘটতে চলেছে। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।

রিতম দুর্জয় কে বলে। এই যে তুই সবার উপর রাগ দেখাচ্ছিস। আসলে রাগটা তোর নিজের উপর। কারণ রানী তোর উদ্যোক্তাকে পাত্তাই দিচ্ছে না। বড় বৌদি তোর আর আনিসার এনগেজমেন্ট পার্টির জন্য যেসব ইন্টেরিয়র ডেকোরেশন করছে। রানী তো হাফিলী সবটা মেনে নিচ্ছে। কোন প্রতিবাদ ও করছে না। আর তুই শুধু শুধু এসব করছিস রানীকে জেলাস ফিল করানোর জন্য। মনে হচ্ছে না রানীর সাথে রেষারেষি করতে গিয়ে তুই কিছু একটা হারিয়ে ফেলছিস।

দুর্জয় রিতম কে বলে আমি কোন কিছু হারাইনি। একটা কথা মাথায় রাখিস। তোদের রানী কিন্তু এখানে গেস্ট হিসেবে আছে। যেদিন সব সমস্যা মিটে যাবে সেদিন ও এই বাড়ি থেকে চলে যাবে।

সেই মুহূর্তে রানী সেখানে এসে বলে। হ্যাঁ অবশ্যই, গল্পের শেষটা সবার সামনে আসলে সেদিন আমি এই বাড়ি থেকে চলে যাবো। আর রিতমকে রানী বলে দেবু এখন ঠিক আছে। দেবুকে আর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই বলে রানী রিতমকে দেবুর কাছে নিয়ে যায়। রাত্রিবেলা ইন্ডাকশন ওভেন খারাপ হয়ে যাওয়ার জন্য রানী কিছু রান্না করতে পারে না।

তখনই দুর্জয় দুনীর জন্য খাবার নিয়ে এসে দুনীকে খাইয়ে দেয়। দুনীকে বলে আমরা এবার বাইরে ঘুরে ঘুরে খাবো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মাধুরী রানীর জন্য খাবার নিয়ে আসে। রানী মাধুরীকে বলে দুর্জয় যে এভাবে বদলে যাবে আমি কোনদিন ভাবিনি। আমি এই খাবারটা খেতে পারব না। তুমি এই খাবারটা নিয়ে এখান থেকে চলে যাও। মাধুরী বলে ঠিক আছে তোমাকে এই খাবারটা খেতে হবে না। কিন্তু আমি যেটা রান্না করে আনব সেটা তোমাকে খেতে হবে। এই বলে মাধুরী যখন খাবারটা নিয়ে যাবে।

তখনই দুর্জয় এসে মাধুরীকে বলে তুমি খাবারটা রেখে দুনীকে নিয়ে এখান থেকে যাও। আর খাবারটা রাখো ওখানে। এই বলে মাধুরীকে বের করে দেয় দুর্জয়। তারপর দুর্জয় জোর করে রানীকে খাইয়ে দেয়।

পরের দিন সকাল বেলায় আনিসা নার্সিংহোমে এনাউন্স করে যে গুপ্তা খুব ধার্মিক মানুষ ছিলেন তাই এই রথযাত্রায় আমরা নার্সিংহোমে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে প্রতিষ্ঠা করবো। খুব মজা করে এবারের রথযাত্রা টা পার করবো। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়।

এরপর রানী আনিসাকে পার্সোনালি বলে যে, আমি পিকলুদার সিকিউরিটি নিয়ে তোমার সাথে কথা বলতে চায়। আমি পিকলু দার ব্যাপারে পুলিশকে সব জানিয়ে দিয়েছি। আমার উপরে হওয়া আক্রমণের কথাও বলেছি। উনারা আমাকে কথা দিয়েছে। পিকলু দার কেবিনের বাইরে পুলিশ ডিউটিতে বসবে। আশা করি এই বিষয়ে তোমার কোন আপত্তি নেই। আনিসা বলে আমি তো তোমাকে বলেছি। এই ব্যাপারে তোমাকে সব রকম সাহায্য করবো আমার কোন আপত্তি নেই। আর আমি পিকলুর চিকিৎসার জন্য মুম্বাই থেকে আলাদা ডাক্তার আনবো। আর কি কি চিকিৎসা করলে পিকলু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সেই ব্যাপারে মনোযোগ দিবো।

হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে তোমরা এমনটাই দেখতে পাবে। আশা করেছি আজকের রিভিউটি তোমাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!