তোমাদের রানী আজকের পর্ব 27 জুলাই bd story

তোমাদের রানী আজকের পর্ব 27 জুলাই bd story

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব ২৭ জুলাই কি ঘটতে চলেছে। তোমাদের রানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।

পিংকি রানী কে বলে। তোমার কাছে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও। তুমি কেন, আনিসাকে ধরিয়ে দিচ্ছো না? আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। কিন্তু তুমি মরে যাও। সেটা কোনদিন চাইনি। তুমি বেঁচে আছো। এটা জানার পর আমি যে কি শান্তি পাচ্ছি। তোমাকে তা বোঝাতে পারবো না। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব রানী।

এদিকে আনিসা দুর্জয়ের ঘরে এসে রানীর সব জিনিসপত্র খুঁজতে থাকে। সেই মুহূর্তেই ঘরে দুর্জয় এসে আনিসাকে বলে তুই এখানে কি খুঁজছিস? আনিসা বলে রানীর জিনিসপত্র আবার তোকে ওই ঘর থেকে কে আনতে বলেছে। এরকম থাকলে তো তুই অতীতটাকে ভুলতে পারবি না। দুর্জয় বলে তুই কিভাবে জানলি যে, আমি রানীর জিনিসপত্র আমার ঘরে এনেছি। কি হলো চুপ করে আছিস কেন উত্তর দে। একথা শুনে তো আনিসা ঘাবড়ে যায়।

তারপর দুর্জয় সেখানে চিৎকার করে পিংকিকে ডাকে। পিংকি আসলে দুর্জয় বলে। আনিসাকে কে বলেছে আমি রানীর সমস্ত জিনিসপত্র এই ঘরে এনেছি। তুমি বলেছ নাকি। নাকি তোমরা আবার ওই শম্পা বলে মেয়েটাকে অনেক টাকা দিয়েছো। আমার উপর নজর রাখার জন্য। সেই মুহূর্তেই সেখানে রানী এসে বলে আসলে আমি মুখ ফোসকে বলে ফেলেছি। দুর্জয় তখন বলে আপনি কিন্তু এইবার একটু বেশিই বাড়াবাড়ি করছেন। কোন দিন কাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিবো। সেদিন কিন্তু কান্নাকাটি করলেও কোন কিছু করার থাকবে না। এই বলে দুর্জয় সেখান থেকে চলে যায়।

এরপর আনিসা রানীকে বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। রানী আনিসাকে বলে, আপনি কিভাবে জানলেন বাবু বউয়ের সব পুরনো জিনিস এখানে এনেছে। আনিসা এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে। তোমার বাবু হলো আমার হবু স্বামী। আর স্বামীকে কিভাবে হাতে রাখতে হয় সেটা আমার জানা আছে। এই বলে আনিসাও সেখান থেকে চলে যায়।

তারপর রানী পিংকিকে বলে আনিসা এতো কনফিডেন্ট নিয়ে কিভাবে কথাগুলো বলছে। ও কি পুরো বাড়ির উপর নজর রাখছে। নাকি শুধু দুর্জয়ের উপর নজর রাখছে। সবটা আনিসা কিভাবে জানছে সেটা আমার জানতে হবে। এরপর রানী দুর্জয়ের ঘরে এসে তথ্য সংগ্রহ করতে থাকে।

হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!