Earthquake Paragraph For HSC : Earthquake is a sudden and violent shaking of the outer layer of the earth. It is a very dangerous natural calamity as it has no precautionary signaling system. It occurs when the nearby volcanoes emanate lava. Moreover, if there is any geographical fault line, a slight shaking of the earth can cause a great earthquake. In most cases, some gases try to come out of the depth of the earth and cause an earthquake. The result of an earthquake is death and destruction. Bangladesh is lying in an active earthquake zone. There are some geographical fault lines here. However most of our buildings have not been built by following the building code.
If any major earthquake occurs in Bangladesh, there will be heavy loss of life and properties; most of the cities will be destroyed. So, in order to protect us from the danger of great earthquake in future, govt. as early as possible, must destroy all the vulnerable buildings. We also must not build any new building avoiding the code. Moreover, govt. must procure necessary earthquake rescuing equipment for our fire-brigades as early as possible. Besides, people should be taught what to do before, during and after the earthquake. Different mass media should perform a constructive role regarding it.
✨ Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ
✨ Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)
✨ Chikungunya Disease Paragraph 2024 বাংলা অর্থসহ
✨ Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)
Earthquake Paragraph For HSC বাংলা অর্থ
পৃথিবীর বাইরের স্তরের হঠাৎ এবং ভয়ংকর ঝাঁকুনিই ভূমিকম্প। এটা ভয়ংকর এক প্রাকৃতিক দুর্যোগ কারণ এর পূর্ব-সতর্কতামূলক কোনো সংকেত ব্যবস্থা নেই। যখন নিকটবর্তী কোনো আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ করে তখন এটা সংগঠিত হয়। অধিকন্তু, যদি কোথাও ভূতাত্ত্বিক ত্রুটিরেখা থাকে, পৃথিবীর সামান্য ঝাঁকুনিতে সেখানে এক বিরাট ভূমিকম্প হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে, কিছু গ্যাস পৃথিবীর গভীর থেকে বাইরে বের হয়ে আসে এবং ভূমিকম্প ঘটায়। ভূমিকম্পের ফলাফল মৃত্যু ও ধ্বংস। বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। এখানে কিছু ভূতাত্ত্বিক ত্রুটিরেখা রয়েছে। অধিকন্তু এখানকার অধিকাংশ ভবন ‘নির্মাণ কোড’ অনুসরণ করে নির্মিত হয়নি।
যদি বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প ঘটে, জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হবে; অধিকাংশ নগরী ধ্বংস হয়ে যাবে। কাজেই আমাদেরকে ভবিষ্যতে সংগঠিত বড় কোনো ভূমিকম্পের বিপদ থেকে রক্ষা করতে হলে, সরকারের যত দ্রুত সম্ভব সব দুর্বল (ঝুঁকিপূর্ণ) ভবনগুলো ধ্বংস করে ফেলতে হবে। আমরা অবশ্যই ‘নির্মাণ কোড’ না মেনে নুতন কোনো ভবন তৈরি করব না। অধিকন্তু, সরকারকে অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের দমকল বাহিনীর জন্য প্রয়োজনীয় উদ্ধারকারী যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে। পাশাপাশি ভূমিকম্প পূর্ববর্তী, চলাকালিন এবং পরবর্তী সময় করণীয়গুলো জনগণকে শেখাতে হবে।
Earthquake Paragraph For HSC Words
- Earthquake : ভূমিকম্প
- constructive : গঠনমূলক
- destruction : ধ্বংস
- fire-brigades : ফায়ার ব্রিগেড
- violent shaking : হিংস্র ঝাঁকুনি
- dangerous natural : বিপজ্জনক প্রাকৃতিক
- Earthquake Paragraph For HSC : ভূমিকম্প অনুচ্ছেদ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Earthquake Paragraph For HSC তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে।