১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম (SSC) পরীক্ষার্থীদের জন্য ২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম-দশম শ্রেণী

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ১নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. চন্দ্র কী?
খ. নিরক্ষরেখা বলতে কী বোঝায়?
গ. ‘P’ চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাস উপযোগী কেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘Q’ ও ‘R’ চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ২নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. উত্তর গোলার্ধে বড় দিন কোনটি?
খ. অধিবর্ষ বলতে কী বোঝায়?
গ. ‘W’ অবস্থানে দিনরাত্রির কী ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবীর পরিক্রমণকালে ‘W’ এবং ‘X’ অবস্থান কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।

See also  SSC ৪র্থ অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল প্রশ্ন

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৩নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. মহাবিশ্ব কাকে বলে?
খ. রাত ও দিন ছোট বড় হয় কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্রে A চিহ্নিত বস্তুটি কী? ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে B ও C শনাক্ত করে এদের মধ্যকার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৪নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. নক্ষত্রমণ্ডলী কাকে বলে?
খ. দিন ও রাত্রি হয় কেন?
গ. ‘A’ গ্রহটির বর্ণনা দাও।
ঘ. ‘B’ ও ‘C’ গ্রহ দুটির মধ্যে কোনটিতে প্রাণীর অস্তিত্ব টিকে থাকা সম্ভব? যুক্তি দাও।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৫নং প্রশ্ন: দৃশ্যকল্প-১ : মেহজাবিন Discovery Channel থেকে একটি গ্রহ সম্পর্কে জানল, যেটির ভূত্বক বরফে ঢাকা। দৃশ্যকল্প-২ : রিতা সন্ধ্যাবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল একটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। সে শিক্ষকের কাছ থেকে জানল এটি আসলে তারা নয়, এটি একটি গ্রহ। দৃশ্যকল্প-৩ : ঝিনুক বই পড়ে জানল একটি গ্রহের ব্যাস প্রায় ১২,৬৬৭ কি.মি. এবং গ্রহটির একটি উপগ্রহও আছে।

ক. সেক্সট্যান্ট যন্ত্র কাকে বলে?
খ. তথ্য আদান-প্রদানে কোন উপগ্রহটি ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ মেহজাবিন কোন গ্রহ সম্পর্কে জানল? ব্যাখ্যা কর।
ঘ. বসবাসের জন্য দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত গ্রহটির মধ্যে কোন গ্রহটি উপযোগী বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত উপস্থাপন কর।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৬নং প্রশ্ন:

গ্রহ গ্রহের বৈশিষ্ট্য
A গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি
B উপরিভাগে তাপ কম এবং অভ্যন্তরে অত্যন্ত বেশি
C ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়ো-থেবড়ো
See also  ৩য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ক. বার্ষিক গতি কাকে বলে?
খ. জোয়ারভাটার সময় কেন পরিবর্তন হয়? ব্যাখ্যা কর।
গ. ‘A’ গ্রহটির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. ‘B’ ও ‘C’ গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটি বৃহত্তম গ্রহ? যুক্তিসহ তোমার মতামত দাও।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৭নং প্রশ্ন: সিয়াম ‘ক’ নামক স্থানের বাসিন্দা। স্থানটির দ্রাঘিমা ১৫০° পূর্ব দ্রাঘিমার উপর অবস্থিত। ব্যবসায়িক প্রয়োজনে সিয়াম বিমানে করে ১৫০° পশ্চিম দ্রাঘিমার উপর অবস্থিত ‘খ’ নামক স্থানে যাত্র করল। মাঝ পথে বিমানে ঘোষণা দেওয়া হলো, আমরা একটা রেখা অতিক্রম করছি ফলে আপনারা সময় একদিন যোগ করে নিন।

ক. ছায়াপথ কী?
খ. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহটির বর্ণনা দাও।
গ. উদ্দীপকে ‘ক’ নামক স্থানে সকাল ১০ টা বাজলে ‘খ’ নামক স্থানে ক’টা বাজবে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত রেখাটির গুরুত্ব বিশ্লেষণ কর।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৮নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. অক্ষাংশ কাকে বলে?
খ. একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তার বর্ণনা দাও।
গ. A ও B স্থানের দ্রাঘিমার পার্থক্য ১২০°। A স্থানে সোমবার সকাল ৭ টা হলে B স্থানের বার ও সময় নির্ণয় কর।
ঘ. A ও B স্থানের ঋতুর পার্থক্য হওয়ার কারণ বিশ্লেষণ কর।

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ৯নং প্রশ্ন:

গ্রহের নাম ব্যাস দূরুত্ব
A ১৪২৮০০ ৭৭.৮
B ১২৬৬৭ ১৫.০

ক. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
খ. মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন?
গ. ‘A’ গ্রহটি প্রাণী বসবাসের উপযোগী নয় কেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘B’ গ্রহটি ‘A’ গ্রহের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ- যুক্তিসহ ব্যাখ্যা কর।

See also  মৌসুমী চিরহরিৎ বনভূমি কি?

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ ১০নং প্রশ্ন:

২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ

ক. পৃথিবীর গতি কত প্রকার?
খ. পৃথিবীর আহ্নিক গতির বেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্রে ‘X’ অবস্থানে পৃথিবীর উভয় গোলার্ধে দিন- রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটার কারণ ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবী পরিক্রমণকালে ‘X’ ও ‘Y’ অবস্থানে উত্তর গোলার্ধে কি একই ধরনের ঋতু বিরাজ করবে? যুক্তিসহকারে তোমার মতামত দাও।

প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল ও পরিবেশ বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা ২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

Leave a Reply