প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে “স্বেচ্ছায় রক্তদান” অনুচ্ছেদ রচনাটি লিখতে হয়। যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
স্বেচ্ছায় রক্তদান অনুচ্ছেদঃ
স্বেচ্ছায় রক্তদান একটি মহৎকাজ। মানবজীবনে জনকল্যাণ কথাটির তাৎপর্য যুগে যুগে বিচিত্ররূপে প্রকাশিত হয়েছে। মানুষ সামাজিক জীব। পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে মানুষের জীবন বিকাশ লাভ করেছে। এই সহযোগিতার অন্যতম উপায় স্বেচ্ছায় রক্তদান। রক্ত ছাড়া মানবদেহ সচল থাকতে পারে না। অনেক মুমূর্ষু রোগীই মাঝে মাঝে রক্তের জন্য প্রাণ হারান, আর ভাই বিজ্ঞাপনে আমরা মাঝে মাঝেই রক্তদানের জন্য আকুল আবেদন দেখতে পাই। তাই সমর্থ ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদান করা উচিত। আর সেজন্য রয়েছে নানাধরনের স্বোচ্ছায় রক্তদান কর্মসূচী। এইরকমই একটি কর্মসূচি ‘বাধন’-এ অনেকেই স্বেচ্ছায় মাঝে মাঝে রক্তদান করে।
আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অন্যের জীবনের জন্য নিজের রক উৎসর্গ করতে পারলে নিজেকে সার্থক মনে হয় রক্তের গ্রুপ ও পজেটিভ’ হলে তাকে সার্বজনীন দাতা রক্ত গ্রুপ বলা হয়। রক্তদানের ক্ষেত্রে নিজের জীবনের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। বাংলাদেশের প্রতিটি সুস্থ ও সবল মানুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করলে বাংলাদেশে মৃত্যুহার কমানো সম্ভব । একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আমরা এ শ্লোগান নিয়ে নিজে রক্তদান করার সঙ্গে অন্যদেরও এ কাজে উৎসাহ প্রদান করবো।