ক্লান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে তুলা বেশি চাষ হয় কেন?

Posted on
ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে তুলা চাষের জন্য অনুকূল জলবায়ু ও মৃত্তিকা থাকায় এ অঞ্চলে তুলা বেশি চাষ করা হয়। তুলা চাষের জন্য সমতল ভূমি বা মালভূমি, চুনমিশ্রিত উর্বর কৃষ্ণমাটি, ২১° থেকে ২৮° সেলসিয়াস তাপমাত্রার, ৫০-১০০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এসব নিয়ামকসমূহ ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে পরিলক্ষিত হয়। এ কারণে এ অঞ্চলে অধিক তুলা চাষ করা হয়।
See also  বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় অবস্থিত?

Leave a Reply