ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Posted on
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “ক্রিকেট বিশ্বে বাংলাদেশ” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয় । যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
 
ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনুচ্ছেদঃ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রিকেট খুবই জনপ্রিয়। এর অন্যতম প্রধান কারণ, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে একটা স্থান করে নিয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারতীয় উপমহাদেশের প্রামান্য উল্লেখ করার মতো। বর্তমানে বাংলাদেশও এ সারিতে যুক্ত হয়েছে। জনপ্রিয়তার বিচারে বর্তমানে বাংলাদেশে ক্রিকেট এক নম্বর খেলা। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে প্রথম বারের মতো অংশ নেয় ১৯৯৯ সালে। ১৯৯৭ সালে কেনিয়াকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার ফলে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পায় প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে পরাজিত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ। রাতারাতি পরিচিতি লাভ করে ক্রিকেট বিশ্বে। ২০০০ সালে আইসিসি টেস্ট স্ট্যাটাস প্রদান করলে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সহযোগী দেশগুলোকে নিয়ে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয় না বাংলাদেশকে। ১৯৯৯ সালের পর থেকে বাংলাদেশ সরাসরি প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করে। 
 
তবে এখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিটি বিশ্বকাপেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। বিগত এক দশকে বাংলাদেশের ক্রিকেটে অভূতপূর্ব উন্নতি হয়েছে যা বিশ্ব ক্রিকেট অবাক বিস্ময়ে দেখেছে। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ দল অসাধারণ ক্রীড়া-নৈপুণ্য প্রদর্শন করে প্রথমবারের মতো কোয়ার্টার মাইনালে খেলেছে। ক্রিকেটের নতুন সংস্করণ টি টোয়েন্টিতেও বাংলাদেশ অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। বাংলাদেশের এই একটি মাত্র খেলাই আন্তর্জাতিক মান অর্জনে সমর্থ হয়েছে। ২০১৪ সালে নিউজিল্যান্ডকে টানা দুই হোম সিরিজে ওয়ানডে ও টেস্টে হোয়াইটওয়াশ করে এদেশের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এছাড়া ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। একই বছরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলায় ওয়ানডে সিরিজ জিতেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের মর্যাদাবান প্রতিযোগিতা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

Leave a Reply