একুশে পদক অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Posted on
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “একুশে পদক” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয় । যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
 
একুশে পদক অনুচ্ছেদঃ
বাংলাদেশে প্রচলিত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে একুশে পদক। ১৯৭৬ সালে ৫২’র ভাষা সৈনিকদের স্মরণে এই পুরস্কার প্রদানের ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে প্রতিবছর এই পদক দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের বিশিষ্টা সাহিত্যিক, বুদ্ধিজীবী, ভাষা সৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এ পুরস্কারের আর্থিক মূল্য প্রথমে ২৫,০০০ টাকা দেওয়া হলেও বর্তমানে এর মুল্যমান বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে। এই নগদ অর্থের পাশাপাশি ১৮ ক্যারেটের একটি স্বর্ণের মেডেল অর্থাৎ স্বর্ণপদক এবং একটি সম্মাননা সনদ প্রদান করা হয়। ২০১৪ সাল পর্যন্ত ৩৭ জন গুণী ব্যক্তিকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া দুটি প্রতিষ্ঠানও এ পুরস্কার পায়। 
 
১৯৭৬ সালে প্রথমবারের মতো সারান গুণী ব্যক্তিকে জাতীয় পর্যায়ে অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়। তাঁরা হলেন কাজী নজরুল ইসলাম (সাহিত্য), আব্দুল কাদির (সাহিত্য), ইব্রাহীম (নাটক), সুফিয়া কামাল (নাটক), আবু লা সুদী (নাটক), ফাজল হোসেন মানিক মিয়া (সাংবাদিকতা), আবদুস সালাম। (সাংবাদিকতা)। এ পুরস্কার প্রদান করার ক্ষেত্রে সংখ্যার হেরফের ঘটে। যেমন কোনো কোনো বছর মাত্র একজনকে পুরস্ক দেওয়া হয়েছে আবার কোনো বছর এ পুরস্কারের জন্য সর্বোচ্চ পনেরজন ও নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে একুশে পুরস্কার পান ১০ জন গুণী ব্যক্তি। সর্বশেষ এ পুরস্কার প্রদান করা হয় ২০১৫ সালে। এ বছরও ১৫ জন গুণী ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়। একুশে পদক জাতীয় কৃতী সন্তানদের সম্মানিত করার এক মহৎ উদ্যোগ হিসেবে সর্বমহলে স্বীকৃত।