তোমাদের রানী আজকের পর্ব 30 জুলাই ফুল এপিসোড

তোমাদের রানী আজকের পর্ব 30 জুলাই ফুল এপিসোড

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব ৩০ জুলাই কি ঘটতে চলেছে। তোমাদের রানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।

রানী বাড়িতে না ফিরলেই। সবাই ভাববে যে, রাণী সমস্ত জিনিস চুরি করে পালিয়ে গেছে। তখনই মাধুরী এসে শুক্লাকে বলে। মেয়েটা কোন জিনিসই নেয়নি। দুর্জয় তখন বলে। রোজ রোজ এই মেয়েটাকে নিয়ে অশান্তি আমার ভালো লাগছে না। এটা বলার পর দুর্জয়ের পেটে একটা ব্যাথা ওঠে। শুক্লা দুর্জয় কে বলে। তুই আর বেশি কথা বলিস না। তোর শরীরটা এমনিতেই ভালো নেই। চল আয় ঘরে গিয়ে শুয়ে পড়বি।

ওদিকে রানী রিতম কে ফোন করে বলে। আমি রাতে বাড়ি ফিরতে পারবো না। রিতম রানীকে বলে তুমি বাড়িতে ফিরতে পারবে না কেন। রানী বলে সে অনেক কথা আমি বাড়ি ফিরলে দুর্জয়ের প্রাণ সংশয় হতে পারে। তোমরা কাল সকালে আমার সাথে দেখা করো। আমি তোমাদের সব বলবো। কিন্তু বাড়ির কেউ যেন না জানতে পারে। এই বলে রানী ফোনটা রেখে দেয়।

পরের দিন সকাল বেলায়। রিতম রানীর সাথে দেখা করতে আসলে। রানী বলে আনিসা দুর্জয়ের পেটে একটা ট্রান্সফরমার লাগিয়েছে। আমাকে যে করেই হোক দুর্জয়ের পেট থেকে ট্রান্সমিটার টা বের করতে হবে। এর জন্য তুমি চার ঘন্টার জন্য দুর্জয় কে আমার হাতে তুলে দিবে। আনিসা দির চোখের আড়ালে নিয়ে আসতে হবে। ওই চার ঘন্টাতে আমি অপারেশনটা করে ফেলব। এরপর রানী রিতমকে সমস্ত প্ল্যানটা বুঝিয়ে বলে।

See also  অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জুন ফুল এপিসোড

এরপর রিতম বাড়ি এসে দুর্জয় কে বলে। সামনেই তো তোর বিয়ে আমার কিন্তু নতুন জামা কাপড় চাই। প্রতিটা প্রোগ্রামের জন্য আমার আলাদা আলাদা পোশাক প্রয়োজন। চল আমাকে এক্ষুনি নতুন পোশাক কিনে দিবি। এই কথা শুনে আনিসা বলে ওঠে। তোমার যা লাগবে আমাকে বলো। আমি কিনে দিবো। কিন্তু দুর্জয় বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। আমাদের কিছু কাজ আছে। আর আমি চাইনা দুর্জয় বিয়ের আগে বাইরে বের হোক।

অন্যদিকে রানী ডক্টর ভূমি চ্যাটার্জির চেনা একজন ডাক্তারের কাছে আসে। ডক্টর রানী কে দেখে বলে। তুমি বেঁচে আছো! এটা দেখে আমার খুব ভালো লাগছে। বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ডক্টর আরো বলে, আচ্ছা এসব কিছুর পিছনে কি আনিসা রয়েছে। রানী এমন কথা শুনে ডাক্তার কে বলে। আপনি এই কথা কি সন্দেহ করে বলেন। ডাক্তার বলে, হ্যাঁ আমি সন্দেহ থেকেই বললাম। কারণ এর আগে আমি ডাক্তার ভূমি চ্যাটার্জির থেকে আনিসার ব্যাপারে আরো অনেক কথা শুনেছিলাম। আরো শুনলাম পুরো ডাক্তার সেক্টরকেই ওদের বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে। ক্ষমতা থাকলে তো তেল মারার অভাব হয় না। তাই সবাই হয়তো যাবে। রানী ডাক্তারকে বলে আপনাকে বললো বিয়েটা হবে। যে করেই হোক বিয়েটা আটকাতেই হবে।

হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!

Leave a Reply