তোমাদের রানী আজকের পর্ব 29 জুলাই ফুল এপিসোড

তোমাদের রানী আজকের পর্ব 29 জুলাই ফুল এপিসোড

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব ২৯ জুলাই কি ঘটতে চলেছে। তোমাদের রানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।

ডক্টর সেন রানীকে বলে আমাকে ছেড়ে দিন। রানী ডক্টর সেনকে বলে। আমি তো আপনাকে ছেড়ে দিবই। এই বলে হাতে পায়ের দড়ি খুলে দেয়। তখন ডাক্তার সেন বলে আপনি কে? রানী বলে আমি কে, সেটা সময় হলেই জানতে পারবেন। এই কথা শুনে ডাক্তার সেন সেখান থেকে চলে যায়। রানী তখন বলতে থাকে। আজকেই আমাকে আনিসার মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। পিকলু দাদাকে সাথে নিয়ে ওই বাড়িতে যেতে হবে। এই বলে দুর্জয় কে ফোন করে চায়।

ঠিক সেই মতে সেখানে আনিসা হাজির হয়ে। বলতে থাকে দুর্জয় কে ফোন করার আগে, এর পরিণাম কি হতে পারে সেটা মাথায় রেখো। তুমি যে মারা যাওনি। বেঁচে আছো, আমি সেটা সেদিনই সন্দেহ করেছিলাম। যেদিন তুমি পিকলু কে বাঁচাতে ক্যারাটে করে মারপিট করলে আমার গুন্ডাদের সাথে। আর তুমি মৃত হয়ে থাকবে সবার কাছে। আর হ্যাঁ আমার মুখোশ খোলার আগে। দুর্জয়ের আমি কি করতে পারি সেটা তুমি শুনে যাও।

আনিসা তখন ল্যাপটপটা চালু করে বলে। এইতো দুর্জয়ের পেটের মধ্যে এটা দেখতে পাচ্ছো। এটা শুধু রেকর্ডার না এটা একটা বোমাও। আমি এখানে রিমোট টিপবো। আর একটা ছোট্ট ধামাকা হয়ে দুর্জয় স্বর্গবাসী হয়ে যাবে। এই কথা শুনে তো রানী ঘাবড়ে যায়।

See also  অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 27 জুন ফুল এপিসোড

এদিকে বাড়িতে রানীকে শুক্লা দেখতে না পেয়ে। সবাইকে বলে ওই মেয়েটা কোথায়। চলে গেছে নাকি বাড়ির সমস্ত জিনিস চুরি করে। এই কথা শুনে রিতম শুক্লা কে বলে আমার কাছে ওর বরের নাম্বার আছে। আমি ওর বরকে ফোন করছি। এই কথা বলে রিতম নিজের থেকেই ফেঁসে যায়। দেবু মনে মনে ভাবে একটা মানুষ দুইজন হয়ে কিভাবে কথা বলবে।

অন্যদিকে আনিসা রানীকে বলে। আমি তোমাকে দুটো অপশন দিলাম। এক, তুমি যদি আমার মুখোশটা সবার সামনে খুলে দাও। তাহলে আমি রিমোটটা টিপে দিব আর দুর্জয় শেষ। আর চুপচাপ আমার দুর্জয়ের বিয়েটা হতে দাও। তুমি এখান থেকে চলে যাও। তোমার কি মনে হচ্ছে। আমি তোমাকে ভয় দেখাচ্ছি। দাঁড়াও তোমাকে একটা ডেমো দেখাই। এই বলে ল্যাপটপে একটা ডেমো দেখায়। এবং চলে যাওয়ার সময় বলে ভেবে দেখো তুমি কি করবে। এই বলে আনিসা সেখান থেকে চলে যায়।

তারপর রানী ভাবে যে কিভাবে দুর্জয় কে বাঁচানো যাবে। ওদিকে সবাই মিলে রিতমকে রানীকে ফোন করার কথা বলে। এরপর দুর্জয় রিতমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রানীকে ফোন করে। রানীর কাছে ফোন এলে। রানী ভাবতে তাকে রিতম দাদা এই সময় ফোন করছে। কি করবো ফোনটা ধরবো।

হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!

Leave a Reply