Tension Paragraph 2024 বাংলা অর্থসহ

Tension Paragraph 2024 বাংলা অর্থসহ

Posted on

Tension Paragraph : Tension means the disturbed and turbulent state of mind. Frustration, failure, diseases, quarrel, fears, unemployment, poverty, expectations etc. create tension in human beings. It has terrible consequences. It keeps man in agitation. The heart beat and blood circulation of man grows higher up if he is in the grip of tension.

It makes a man distracted and restless. He cannot concentrate on his normal work. He passes time in extreme fears. Palpitation and anxiety always engulf him. Tension may even lead one to heart-disease and stroke. It destroys essential human forces. It imperils life. Everyone in our society more or less suffer from some sort of tension. Tensions may be personal, national or international. Even countries have tensions between them. It costs much. Therefore every body must try to avoid tension.

Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ
✨ Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)
Chikungunya Disease Paragraph 2024 বাংলা অর্থসহ
Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

Tension Paragraph Topic sentences :

  • Tension is the turbulent state of mind
  • It results from different sources
  • It keeps man in agitation and perturbation
  • It must be avoided
  • Tension Paragraph (স্নায়বিক চাপ/মানসিক উত্তেজনা)
See also  Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ

Tension Paragraph বাংলা অর্থ : মানসিক উত্তেজনা বলতে মনের বিশৃঙ্খল ও অশান্ত অবস্থাকে বুঝায়। নৈরাশ্য, ব্যর্থতা, অসুখ, ঝগড়া, আতঙ্ক, বেকারত্ব, দরিদ্রতা, প্রত্যাশা ইত্যাদি মানব জাতির মধ্যে মানসিক চাপের সৃষ্টি করে। এর ভয়াবহ পরিণতি আছে। এটি মানুষকে উদ্বেগের মধ্যে রাখে। মানুষের হৃদস্পন্দন ও রক্ত চলাচল বৃদ্ধি পাবে, যদি মানসিক উত্তেজনা তাকে আঁকড়ে ধরে। এটি একজন মানুষকে বিহ্বল ও অশান্ত করে তোলে।

সে তার স্বাভাবিক কাজকর্মে মনোনিবেশ করতে পারে না। সে অত্যন্ত আতঙ্কের মধ্যে সময় কাটায়। বুকধড়ফড়ানি ও উদ্বিগ্ন সর্বদা তাকে গ্রাস করে। মানসিক উত্তেজনায় কারো হৃদরোগ ও রোগাঘাত হতে পারে। এটি প্রয়োজনীয় মানবিক শক্তিকে ধ্বংস করে। এটি জীবনকে বিপন্ন করে। আমাদের সমাজের কমবেশি প্রত্যেকেই কয়েকরকম মানসিক চাপে ভুগছে। মানসিক চাপ ব্যক্তিগত জাতীয় অথবা আন্তর্জাতিক হতে পারে। এমনকি দেশগুলোতেও তাদের মধ্যে মানসিক উত্তেজনা থাকতে পারে। এর মূল্য অনেক। অতএব, প্রত্যেককে অবশ্যই মানসিক উত্তেজনা পরিহার করতে হবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Tension Paragraph তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে। 

Leave a Reply