Progress of Science Paragraph 2024 (বাংলা অর্থসহ)

Progress of Science Paragraph 2025 (বাংলা অর্থসহ)

Posted on

Progress of Science Paragraph : Modern age is an age of science. From our waking to sleep, we perceive the presence of science. Science has got immense progress. It is offering newer and newer forms of embellishments for human life. It has brought great blessings to us. Progress of Science helps man to make our life comfortable and easy. Scientific knowledge and technology has enabled man to come out of his helplessness. In agriculture, communication, medical science and electric field, science has progressed a lot.

Electricity, telephone and mobile, radio, television, computer etc. are the wonderful inventions of science. With the help of science, man is exploring into space and other planets. These progresses of science have come as great wonders to us. Science is working like the Aladdin’s magic lamp. The contribution of science in our daily life is limitless. Human beings owe to the votaries of science. But the use of science in evil purposes is very disastrous. It may wipe out our existence. So, the progress of science should be directed to our better interest.

Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ
✨ Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)
Chikungunya Disease Paragraph 2024 বাংলা অর্থসহ
Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

Progress of Science Paragraph Topic sentences :

  • Science has done immense progress
  • This has embellished the life of man
  • The inventions of science should be directed for the betterment of human being
  • Progress of Science Paragraph (বিজ্ঞানের অগ্রগতি)
See also  Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)

Progress of Science Paragraph বঙ্গানুবাদ: আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বৈদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে।

বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারী। কিন্তু অসৎ উদেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে পরিচালনা করা উচিত।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Progress of Science Paragraph তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে। 

Leave a Reply