Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)

Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)

Posted on

Our School Library Paragraph: A library is where various kinds of books, newspapers, magazines, etc. are kept for readers. Mostly, students need) it to enrich their knowledge. We have a library in our school compound. It has a good collection of books. We use them for studying various books and preparing notes. We also use it to pass our leisure hours. The school library is situated on the first floor of our school. It is spacious and well-ventilated. It has books from different branches of knowledge like literature, history, science, business studies, geography, etc.

Every student has a library card. We can borrow two books at a time. We can keep the books for seven days. In the library, discipline is strictly maintained. There is an environment of quietness in the library. Our school library is constructive to improve our knowledge. It also provides us with the daily newspaper. Every school should have a school library.

Chikungunya Disease Paragraph বাংলা অর্থসহ
Terrorism Paragraph বাংলা অর্থসহ
Prevention of Pollution Paragraph (বাংলা অর্থসহ)
Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

Our School Library Paragraph বাংলা অর্থ

Our School Library Paragraph বাংলা অর্থ: পাঠাগার এমন একটি স্থান যেখানে বিভিন্ন প্রকার বই, পত্রিকা, ম্যাগাজিন প্রভৃতি পাঠকদের জন্য রাখা হয়। প্রধানত, শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করার জন্য এটি দরকার। আমাদের স্কুলে একটি পাঠাগার আছে এবং এতে বইয়ের ভালো সংগ্রহ রয়েছে। আমরা পাঠাগার ব্যবহার করি শুধু পড়ালেখা বা নোট প্রস্তুতির জন্য নয় অবসর কাটানোর জন্যেও। স্কুলের পাঠাগারটি দ্বিতীয় তলায় অবস্থিত। এটি বেশ প্রশস্ত এবং বায়ু চলাচলের ব্যবস্থাও ভালো। জ্ঞানের বিভিন্ন শাখা যেমন সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল ইত্যাদি বিষয়ের ওপর বই রয়েছে।

See also  Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ

প্রত্যেক ছাত্রের একটি লাইব্রেরি কার্ড আছে। একসাথে আমরা দুটি বই ধার করতে পারি। সাতদিনের জন্য আমরা সে বই রাখতে পারি। পাঠাগারে কঠোরভাবে শৃঙ্খলা মানা হয়। পাঠাগারের পরিবেশ নিস্তব্ধ। আমাদের স্কুলের পাঠাগার জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে বেশ সহায়ক। এখানে আমাদের জন্য দৈনিক সংবাদপত্রও রাখা হয়। প্রত্যেক স্কুলেরই একটি পাঠাগার থাকা উচিত।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Our School Library Paragraph তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে।

Leave a Reply