Mother's Day Paragraph 2025 বাংলা অর্থসহ

Mother’s Day Paragraph 2025 বাংলা অর্থসহ

Posted on

Mother’s Day Paragraph : Mother is the most respectable person to her ofsprings. It is the duty of every son/daughter to help his/her mother. I help my mother in her homework. When she is in the kitchen, I support her by making the vegetables ready for cooking. I help her supplying oil and butter and this and that. I find delight in helping her. Mother’s Day as a symbol of expressing gratitude is observed all over the world. But Mother’s Day as a day of festival is not observed in our family.

We know that second Sunday of May is officially recognised holiday, but the custom of the observance is yet to be established. But it is a matter of sorrow that now Mother’s Day has become limited within celebration. Still today in our country mothrs area not duty dignified. In this regard I am proud that in our family everybody respects my mother seek counsel from her before we start anything new. We believe that our mothers, blessings on us in our new adventure is always an energy plus for us. She is omnipresent in our mind that can be compared with no other.

  • How is mother to her children ?
  • How do you help her?
  • When is mother’s day observed all over the world?
  • How her advice is blessings to us?
  • Mother’s Day Paragraph
  • ছেলেমেয়েদের কাছে মা কেমন?
  • তুমি কীভাবে তাকে সাহায্য কর?
  • বিশ্বব্যাপী কখন মা দিবস পালন করা হয়?
  • কীভাবে তাঁর উপদেশ আমাদের কাছে আশীর্বাদস্বরূপ?

Mother’s Day Paragraph Important Words

  • Vocabulary (শব্দভাণ্ডার)
  • Respectable (রেসপেক্ট্যাবল-শ্রদ্ধেয়)
  • Ofsprings (অফস্প্রিং-সন্তান)
  • Butter (বাটার-মাখন)
  • Delight (ডিলাইট-আনন্দ )
  • Gratitude (গ্রাটিচুড-কৃতজ্ঞতা)
  • Festival (ফেস্টিভল-উৎসব)
  • Recognised (রিকগনাইজড- স্বীকৃত)
  • Believe (বিলিভ- বিশ্বাস করা)
  • Blessings (ব্লিসিং আশীর্বাদ)
  • Mother’s Day Paragraph

✨ Chikungunya Disease Paragraph বাংলা অর্থসহ
✨ Terrorism Paragraph বাংলা অর্থসহ
✨ Prevention of Pollution Paragraph (বাংলা অর্থসহ)
✨ Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

Mother’s Day Paragraph বাংলা অর্থ

‘মা’ তাঁর সন্তানের কাছে সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি। মাকে সাহায্য করা প্রতিটি ছেলেমেয়ের কর্তব্য। আমি আমার মাকে ঘরের কাজে সাহায্য করি। যখন মা রান্নাঘরে থাকেন আমি রান্নার জন্য সবজি প্রস্তুত করে, তাঁকে সহায়তা করি। তেল, ঘি যোগান দিয়ে আমি তাঁকে সাহায্য করি। তাঁকে সাহায্য করে আমি আনন্দ পাই । মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক হিসেবে মা দিবস সারা বিশ্বব্যাপী পালিত হয়। কিন্তু আমাদের পরিবারে উৎসব হিসেবে মা দিবস পালন করা হয় না।

আমরা জানি, মে মাসের দ্বিতীয় রবিবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছুটির দিন। কিন্তু এটি উদযাপনের প্রথা এখনো প্রতিষ্ঠিত হয়নি । কিন্তু দুঃখের বিষয় মা দিবস এখন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত আমাদের দেশে মায়েরা এখনও মহিমান্বিত হয়নি। এক্ষেত্রে আমি গর্বিত যে, আমাদের পরিবারে প্রত্যেকেই আমার মাকে শ্রদ্ধা করে। কারণ প্রতিটি নতুন কিছু শুরু করার পূর্বে আমরা তাঁর পরামর্শ চাই। আমরা বিশ্বাস করি প্রতিটি অভিযাত্রায় আমাদের মায়ের আশীর্বাদ আমাদের জন্য শক্তিবর্ধক। তিনি আমাদের হৃদয়ের সর্বত্র বিরাজমান, যাঁকে অন্য কারো সাথে তুলনা করা যায় না।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Mother’s Day Paragraph তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে।