International Women's day Paragraph for ssc 2025 বাংলা অর্থসহ

International Women’s day Paragraph for ssc 2025 বাংলা অর্থসহ

Posted on

international women’s day paragraph for ssc : Internationl women’s Day actually a recognition for the women who play a great role to the development of the civilisation through sufferings and torture. The role of the women in the society can not be expresse in words. They play their roles as a mother, sister or wife. In all the forms, their importance is great. Women as mother even sacrifice their life for the betterment of their, hildren. They have life-giving force. But it is a matter of great regret that despite all of their sacrifices, they are treate cruelly in the society. Through out the world, they are being exploite. The so called male dominated society is using women as their product.

But it is the matter of hope that women are starting to establish their right. Women from the every corner of the world are becoming united and organised. Patricularly the socialist Party of America organised a movement on Fubrary 28, 1909 in New York. The next year in 1910, International Women’s Confererence declared 8 March as International Women’s Day.

From then, the day is being celebrated with due respect. Now this day is observed by all the international organisations. In many counteries of the world, it is a public holiday. Indeed, International Women’s Day is a reminder for the society to give back the women their right. The day is a symbol of unity respect, equality and justice for the womens. The day still reminds the male dominated society about the contribution of the women.

See also  Chikungunya Disease Paragraph 2024 বাংলা অর্থসহ

✨ Chikungunya Disease Paragraph বাংলা অর্থসহ
✨ Terrorism Paragraph বাংলা অর্থসহ
✨ Prevention of Pollution Paragraph (বাংলা অর্থসহ)
✨ Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

international women’s day paragraph for ssc বাংলা অর্থ :

প্রকৃত পক্ষে আন্তর্জাতিক নারী দিবস হলো যে সকল নারী দুর্ভোগ ও অত্যাচারের মধ্য দিয়ে সভ্যতার উন্নয়নে মহান ভূমিকা পালন করে তার স্বীকৃতি । সমাজে নারীর ভূমিকা ভাষায় প্রকাশ করা যায় না। মা, বোন ও স্ত্রী হিসেবে তারা তাদের ভূমিকা পালন করে। সব রূপেই তাদের গুরুত্ব মহান। মা হিসেবে নারীরা তাদের সন্তানের জন্য জীবনও বিলিয়ে দিতে পারে। তাদের জীবনদানকারী শক্তি আছে। কিন্তু পরিতাপের বিষয় হলো- তাদের সকল আত্মত্যাগ সত্ত্বেও সমাজে তাদের নিষ্ঠুরভাবে ব্যবহার করা হয়। সমগ্র বিশ্বজুড়ে তাদের শোষিত করা হচ্ছে। তথাকথিত পুরুষ শাসিত সমাজ নারীদের তাদের পণ্য হিসেবে ব্যবহার করছে।

কিন্তু আশার কথা হলো নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে শুরু করেছে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে নারীরা সংগঠিত ও একত্রিত হচ্ছে। বিশেষভাবে আমেরিকান সোসালিস্ট পার্টি ১৯০৯ সালে নিউইয়র্কে একটি আন্দোলন গড়ে তোলে। পরবর্তী বছর ১৯১০ সালে আন্ত জার্তিক নারী সম্মেলন ৪ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি যথাযোগ্য সম্মানের সাথে পালিত হচ্ছে।

See also  Mother's Day Paragraph 2025 বাংলা অর্থসহ

এ দিনটি এখন সকল আন্ত জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত হচ্ছে। বিশ্বের অনেক দেশে দিনটি সরকারি ছুটির দিন। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক নারী দিবস নারীদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সমাজের প্রতি একটি স্মারক। দিনটি নারীদের জন্য একতা, সম্মান, সমতা ও ন্যায় বিচারের প্রতীক। দিনটি এখনো পুরুষ শাসিত সমাজকে নারীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেয়।

international women’s day paragraph for ssc

  • What is International Women’s Day?
  • What is the contrbution of women?
  • How are women treated?
  • When it is celebrated?
  • What is the significance of the day?
  • international women’s day paragraph for ssc

international women’s day paragraph for ssc Vocabulary (শব্দভাণ্ডার)

  • International – আন্তর্জাতিক
  • Worse – অধিকতর খারাপ
  • Disparity – বৈষম্য
  • Engaged – কাজে নিয়োজিত
  • Deprive – বঞ্চিত করা
  • Realise – উপলব্ধি করা
  • Equal – সমান
  • All spheres – সকল স্তরের
  • Occasion – উপলক্ষ
  • Represent – প্রতিনিধিত্ব করা/জ্ঞাত করা
  • international women’s day paragraph for ssc

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, international women’s day paragraph for ssc তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে। 

Leave a Reply