প্রিয় HSC শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ২০২৩সালে HSC পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার ফলাফল আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাব্য ডেট রয়েছে। অনেকের মনে প্রশ্ন কিভাবে HSC Result Check 2023 করবেন (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম)। যারা HSC পরীক্ষার ফলাফল অনলাইন এর মাধ্যমে চেক করতে চান তাদের জন্য এই আর্টিকেলটি। শুধুমাত্র অনলাইন নয় আপনি অফলাইনেও হ্যান্ডসেট দিয়ে SMS এর মাধ্যমেও জানতে পারবেন আপনার পরীক্ষার ফলাফল।
HSC Result Check 2023 চেক করার নিয়ম সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা বিস্তারিত শেয়ার করব আর্টিকেলের মাঝেই সুতরাং কোনভাবেই স্কিপ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হবেন। (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) HSC Result Check 2023 চেক করার বেশ কিছু মাধ্যম থাকলেও অনলাইন এবং অফলাইনে দুটি মাধ্যম খুব বেশি পপুলার।
১- মাধ্যমে হচ্ছে, সরকারি এডুকেশন ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া। ২- মাধ্যম হচ্ছে যে কোন ফোন থেকে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া। আর আজকে আপনাদের এই দুটো মাধ্যম আমরা কমপ্লিটলি শিখিয়ে দিব। প্রত্যেকটা পরীক্ষায় আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করে পরীক্ষার ফলাফল পেতে পারেন সবার আগে। (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) HSC Result Check 2023 এই নিয়ম দুটো ফলো করলে আপনি সবার আগে ঘরে বসেই আপনার পরীক্ষার রেজাল্ট দিতে পারবেন।
অনলাইনে এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম
প্রথমত আপনার একটি স্মার্ট ফোন প্রয়োজন হবে, এবং স্মার্টফোনের একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন “educationboardresults.gov.bd” লিখে, তাহলে সর্বপ্রথম সরকারি এডুকেশন যে ওয়েবসাইট পাবেন তার ইন্টারফেস হবে ঠিক এরকম যেমনটা আপনি প্রথমেই দেখতে পেয়েছেন স্ক্রিনশট। (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) HSC Result Check 2023 অনলাইনে দেখার জন্য উপরে দেখানো স্ক্রিনশটের মত একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে।
অতঃপর উপরে যে ফর্মগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিলআপ করতে হবে। এই ফর্মগুলো ফিলাপ করার ক্ষেত্রে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে, আপনার ইনফরমেশন সঠিক না হলে সে ক্ষেত্রে আপনার পরীক্ষার ফলাফল আপনি পাবেন না। এজন্য নিচের দেওয়া মাধ্যমটি ভালো করে অনুসরণ করুন এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনার ফলাফল পেতে পারেন।
প্রথমত “Examination” লেখা যে ফ্রম রয়েছে সেটি ফিলাপ করুন, এখানে আপনার পরীক্ষার ধরন, কি সেটা উল্লেখ করতে হবে, “HSC, SSC, JSC, JDC, যেটাই হোক না কেন সেটা এখান থেকে সঠিক পদ্ধতিতে সিলেক্ট করুন। যদি আলিম কিংবা দাখিল হয়ে থাকে তাও এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে।
HSC Result Check 2023 (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) “Year” সিলেক্ট করে আপনার পরীক্ষার বছর এখান থেকে সিলেক্ট করে দিন। আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সেই বছরটি এখান থেকে সিলেক্ট করুন। এবং দ্বিতীয় নাম্বারে আপনার বোর্ড সিলেক্ট করুন। নোটঃ এখানে আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই বোর্ডের জায়গায় মাদ্রাসা সিলেক্ট করতে হবে, আর যদি কোন কলেজ থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার কাঙ্খিত বোর্ড সিলেক্ট করবেন।
এবার এখানে “Roll” সিলেক্ট করতে হবে, HSC Result Check 2023 চেক করার ক্ষেত্রে রোল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম), এখানে যদি রোল নাম্বার কোনভাবে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, তাই রোল নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ এবং সুন্দরভাবে এডমিটের সাথে মিলিয়ে লিখুন। এডমিট এর মধ্যেই রয়েছে আপনার রোল নাম্বার।
“Reg: No” লেখার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করুন, HSC Result Check 2023 চেক করার জন্য রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কোনভাবে যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখুন। (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার এডমিট কার্ডের উপরে দেয়া রয়েছে। এডমিট কার্ড অনুযায়ী এখানে ফিলাপ করুন।
এবার হচ্ছে ফাইনাল খেলা, সর্বশেষ নিচে যে ফরম দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্যাপচার পূরণ করতে হবে। এখানে বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে সেটা যোগ করে ফলাফল সামনের খালি ঘরে দিয়ে দিবেন। বিভিন্ন সময় এখানে যোগ কিংবা ভিডিও থাকতে পারে সেটা ভালো করে লক্ষ্য করবেন এবং সঠিক উত্তর খালি ঘরে দিয়ে সম্পূর্ণ ফিলাপ করবেন।
সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আপনার ইনফরমেশন গুলো সব ঠিক আছে কিনা সেগুলো আরো একবার চেক করে নেবেন। কারণ আপনার ইনফরমেশন ভুল থাকলে কখনো আপনার রেজাল্ট আসবে না। এবার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কাঙ্খিত ফলাফল চলে আসবে। আশা করি আপনি ভালো ফলাফল অর্জন করতে পেরেছেন আপনার জন্য শুভকামনা। (প্যারাগ্রাফ করতে চাইলে ক্লিক করুন)
HSC Result Check 2023 Mobile SMS
HSC পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে দেখার জন্য নিচের মাধ্যমটি অনুসরণ করুন। HSC Result Check 2023 Online চেক করার মাধ্যমটি ইতোমধ্যে আমরা উপরে শেয়ার করেছি (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম)। এবার আমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করব। মনে রাখবেন SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার নাম্বারে টাকা থাকার প্রয়োজন রয়েছে।
নিচের দেখানো মাধ্যমটি অনুসরণ করুন: প্রথমে আপনার মোবাইল থেকে SMS অপশনে গিয়ে লিখুন-“HSC (Space) Board Short Name (Space) Roll (Space) Year and Send To 16222″ আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা করে আমরা এসএমএস অপশন তৈরি করে রেখেছি এটা ফলো করতে পারেন।
Dhaka Board | HSC <space> DHA <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Comilla Board | HSC <space> COM <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Chattagram Board | HSC <space> CHA <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Barisal Board | HSC <space> BAR <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Dinajpur Board | HSC <space> DIN <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Rajshahi Board | HSC <space> RAJ <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Jessore Board | HSC <space> JES <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Sylhet Board | HSC <space> SYL <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Madrasah Board | HSC <space> MAD <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
Technical Board | HSC <space> TEC <space> Roll Number <space> 2023 and Send to 16222 |
শিক্ষার্থী বন্ধুরা, উপরে দেওয়া এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের কাঙ্খিত HSC পরীক্ষার রেজাল্ট ঘরে বসেই পেতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্টের সময় অনলাইনে দেখার জন্য সার্ভার ডাউন থাকতে পারে এক্ষেত্রে আপনাকে বারবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করার ফলে আপনিও দেখতে পারবেন অন্যথায় আপনাকে কিছুক্ষণ পরাবার চেষ্টা করতে হবে।
তবে সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে মোবাইলের এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখে, আপনি মাত্র ২.৫০ টাকা খরচ করে ঝামেলা ছাড়াই SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। আর অনলাইনে রেজাল্ট চেক করার জন্য কোন প্রকার টাকার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার ফোনে ডাটা থাকতে হবে এবং আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে।
এছাড়াও আপনি যদি রেজাল্ট বের করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড নাম লিখে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আপনার রেজাল্ট চেক করে জানিয়ে দিব। অথবা চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করবো এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট বের করতে সক্ষম হয়েছেন। (এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম) এছাড়াও কোন ভাবে যদি পরীক্ষার রেজাল্ট বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।