আমাদের অনেকেরই ফোন হারিয়ে যাওয়ার কম বেশী অভিজ্ঞতা আছে এবং অধিকাংশ ক্ষেত্রে ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা আমরা ছেড়েই দেই। কিন্তু গুগল আমাদের হারানো মোবাইল খুঁজে পাওয়ার জন্য নিয়ে এসেছে Find My Device নামক একটি ফিচার।
যা ব্যবহার করে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি খুজে পেতে পারেন। চলুন জেনে নেই হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়- Find My Device ফিচারটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজে বের করবেন এবং কিভাবে Find My Device ফিচারটি চালু করবেন।
এই ফিচারটি মূলত আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেলে শুধু খুজে বের করা ছাড়াও আপনার মোবাইল ফোনটি লক করে দেওয়া এবং আপনার মোবাইল ফোনের সকল ডাটা মুছে দেওয়া বা ডিলিট করে দেওয়ার কাজ ও করতে পারবেন।
হারানো মোবাইল খুঁজে পাওয়ার শর্তঃ
Find My Device ফিচারটি ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আপনি যেকোন মোবাইল বা কম্পিউটারের সাহায্যে খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীগণ Find My Device ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে হারানো মোবাইলটি খুঁজে পেতে হলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে যেসকল বিষয় সম্পর্কে নিশ্চিত হতে হবে।
✨ ইংরেজি হাতের লেখা সুন্দর করার উপায় 2023
✨ ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২৩
✨ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩
- হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অবশ্যই অন বা চালু থাকতে হবে।
- হারানো মোবাইল ফোনটিতে অবশ্যই গুগল একাউন্ট লগ ইন করা থাকতে হবে।
- আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অবশ্যই ওয়াইফাই বা মোবাইল ডেটা কানেক্টেড থাকতে হবে।
- ফোনে গুগল প্লে স্টোর চালু থাকতে হবে।
- আপনার হারানো ফোনে অবশ্যই লোকেশন সার্ভিস চালু করা থাকতে হবে।
- Find My Device ফিচারটি চালু থাকতে হবে।
Google Find My Device ফিচার চালু কিভাবে করবেন?
ফিচারটির সুবিধা পেতে হলে আপনকে অবশ্যই উপরোক্ত শর্তগুলো মানতে হবে। এবার জেনে নেয়া যাক কিভাবে আপনি Find My Device ফিচারটি চালু করবেনঃ
- আপনার মোবাইল ফোনের ওয়াইফাই বা মোবাইল ডেটা চালু করতে হবে।
- আপনার মোবাইল ফোনের Settings অপশনে প্রবেশ করতে হবে।
- এরপর কিছুটা নিচে স্ক্রল করে Google মেন্যুতে প্রবেশ করতে হবে।
- Google মেন্যুতে প্রবেশ করার পর কিছুটা নিচে চলে আসুন এবং “ফাইন্ড মাই ডিভাইস” অপশনটিতে প্রবেশ করুন এবং Find My Device অপশনটি ON করে দিতে পারেন এবং আপনার মোবাইল ফোনে Find My Device ফিটারটি ON হয়েছে কিনা সেটা দেখার জন্য যেকোন ব্রাউজার থেকে play.google.com/settings এ প্রবেশ করুন এবং এখানে আপনার Google Account যুক্ত করবেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন বন্ধ থাকলে কিভাবে খুঁজে বের করবেন?
আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে Find My Device ফিচারটি সর্বশেষ লোকেশন দেখাবে আপনাকে। কিন্তু আপডেট লোকেশন পেতে অবশ্যই মোবাইল ফোনটি অন থাকতে হবে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি কিভাবে খুঁজে পাবেন?
হারানো মোবাইল ফোনটি খুঁজে পেতে হলে আপনাকে একটি মোবাইল বা কম্পিউটার এর থেকে যেকোন ব্রাউজার দিয়ে https://android.com/find লিংক এ প্রবেশ করতে হবে। এরপর আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে যে Google Account টি লগ ইন করা ছিলো সেই একই Google Account টি লগ ইন করতে হবে।
এবার Find My Device ফিচারটির মাধ্যমে আপনার মোবাইল ফোনের লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। এবার গুগল ম্যাপে যদি আপনার মোবাইল ফোনের লোকেশন দেখতে পান সেক্ষেত্রে Play Sound অপশনটিতে ক্লিক করুন।
এতে করে আপনার মোবাইল ফোনটিতে রিংটোন বাজা শুরু হবে। এভাবে খুব সহজে আপনি আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুঁজে বের করতে পারবেন। Find My Device পেজের স্ক্রিনের উপরের বামদিকে আপনি যে Google Account লগিন করেছেন সেটির সাথে যে সকল ডিভাইস কানেক্টেড আছে সকল তালিকা দেখতে পারবেন।
একইসাথে আপনার ডিভাইসের মডেল, নাম, শেষ কখন এটিকে শনাক্ত করা হয়েছিল, আপনার ডিভাইজটি কোন নেটওয়ার্কে কানেক্টেড আছে এবং আপনার ডিভাইজে কতটুকু চার্জ আছে তাও দেখতে পারবেন।
হারানো মোবাইল ফোন লক করার নিয়মঃ
Find My Device ব্যবহার করে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি লক দিতে পারবেন। এতে করে কেউ আপনার মোবাইল ফোনটি হাতে পেলেও তা ব্যবহার করতে পারবেনা। চলুন লক করার নিয়ম জেনে নেই- যেকোন মোবাইল বা কম্পিউটারের ডিভাইস থেকে https://www.google.com/android/find লিংক এ প্রবেশ করে ডিভাইসটি খুজে বের করুন।
আপনার ডিভাইসটি খুঁজে পেলে SECURE DEVICE এ ক্লিক করুন। এরপর লকস্ক্রিনে দেখানোর জন্য একটি মেসেজ ও ফোন নাম্বার লিখে লক এ ক্লিক করলেই হারানো মোবাইলটি লক হয়ে যাবে।
হারানো মোবাইল ফোনের ডাটা ডিলিট করার নিয়মঃ
আপনার হারানো মোবাইল ফোনটি যদি একান্তই ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে নিরাপত্তার জন্য উক্ত ফোনে থাকা সকল ডাটা ডিলিট করতে পারবেন। তবে ভাল দিক হলো আপনার হারানো মোবাইল ফোনটি যদি অফলাইনে থাকে সেক্ষেত্রে ইন্টারনেট কানেক্টেড হওয়ার সাথে সাথেই সকল ডাটা রিসেট হয়ে যাবে।
ডাটা ডিলিট করতে হলে আপনাকে https://www.google.com/android/find লিংক এ প্রবেশ করে আপনার হারানো ডিভাইসটি খুঁজে বের করতে হবে। এরপর ERASE DEVICE এ ক্লিক করুন। এত করে আপনার সকল ডাটা ক্লিয়ার হয়ে যাবে।
হারানো মোবাইল ফোনটি খুঁজে পেতে হলে আপনার নিকটস্থ থানায় ডায়েরি বা জিডি করুন।
উপরোক্ত নিয়মে যদি আপনার হারানো মোবাইল ফোনটি খুঁজে বের করতে না পারেন সেক্ষেত্রে দ্রুত আপনার নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে পারেন। থানায় জিডি করতে হলে জিডি করার জন্য একটি আবেদন প্রয়োজন হবে। এছাড়াও জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্য নিতে পারবেন।
nice,, slot gacor legenda555