Bangabandhu Satellite Paragraph 2024 বাংলা অর্থসহ

Bangabandhu Satellite Paragraph 2025 বাংলা অর্থসহ

Posted on

Bangabandhu Satellite Paragraph : A satellite (man-made) refers to an artificial body placed in orbit round the earth or another planet in order to collect information for communication. The Bangabandhu Satellite-1 is the first Bangladeshi geostationary communications satellite. The satellite has been name after the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. It was designe and manufactured by Thales Alenia Space and its launch provider was SpaceX.

It was launche on May 11, 2018. Its launch station was Kennedy Space Center on Merritt Island, Florida, USA and the ground control stations are in Betbunia, Rangamati and Gazipur in Bangladesh. The satellite is located at the 119.1° East longitude geostationary slot. With a total mass of 3700 kg and powered by 2 deployable solar arrays and batteries, the expected longevity of the satellite is 15 years.

The satellite provides Ku-band and C-band television broadcast and data relay services across Bangladesh and neighboring areas. This satellite will bring about enormous development and uninterrupted telecommunication system in Bangladesh. At present, the country’s television channels have been renting bandwidth from Chinese, Indian and Singaporean satellites at a cost of about $14 million year.

It is expecte that Bangladesh will not only save such amount of money in the future, but also would earn a lot by letting other countries to lease the unused bandwidth. Besides, some other sectors like. telemedicine, e-learning, video conference, defence and disaster management system will be improve for this satellite in Bangladesh. The launch of satellite Bangabandhu-1 by Bangladesh brings both prospects and challenges as it is expecte to help the country save foreign currency, while the challenges remain in effectively running the venture.

Terrorism Paragraph 2024 বাংলা অর্থসহ
✨ Our School Library Paragraph 2024 (বাংলা অর্থসহ)
Chikungunya Disease Paragraph 2024 বাংলা অর্থসহ
Pahela Baishakh Paragraph (বাংলা অর্থসহ)

Bangabandhu Satellite Paragraph বাংলা অর্থ :

(মনুষ্যনির্মিত) স্যাটেলাইট (উপগ্রহ) বলতে পৃথিবী কিংবা অন্য কোনো গ্রহের কক্ষপথে প্রদক্ষিণরত কৃত্রিম বস্তুকে বোঝায় যা যোগাযোগের নিমিত্তে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কক্ষপথে স্থাপিত হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রথম বাংলাদেশি জিওস্টেশনারি (ভূ-সমলয়) যোগাযোগ স্যাটেলাইট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে স্যাটেলাইটির নামকরণ করা হয়।

থ্যালেস অ্যালেনিয়া স্কেস এটি নকশা ও প্রস্তুত করে এবং এর উৎক্ষেপক হলো স্কেস-এক্স। ২০১৮ সালের ১১ মে এটি উৎক্ষেপিত হয়। এর উৎক্ষেপন কেন্দ্র ছিল আমেরিকার ফ্লোরিডার মেরিট অ্যাইল্যান্ডের কেনেডি স্কেস সেন্টার এবং এর ভূস্থিত নিয়ন্ত্রণ কেন্দ্র হলো বাংলাদেশের রাঙ্গামাটির বেতবুনিয়া ও গাজীপুর। স্যাটেলাইটটি ১১৯.১০ পূর্ব দ্রাঘিমাংশের জিওস্টেশনারি স্লটএ অবস্থিত। ৩৭০০ কেজি ভরবিশিষ্ট এবং দুটি বিস্তৃত সোলার অ্যারে কর্তৃক শক্তিপ্রদত্ত স্যাটেলাইটটির প্রত্যাশিত আয়ুষ্কাল ১৫ বছর।

Bangabandhu Satellite Paragraph বাংলা অর্থসহ

স্যাটেলাইটটি টেলিভিশন ব্রডকাস্টের জন্য কঁ-ব্যান্ড এবং ঈ-ব্যান্ড প্রদান করবে এবং বাংলাদেশসহ এর আশেপাশের এলাকাসমূহে ডাটা রিলে সার্ভিস প্রদান করে। বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটটি আমূল পরিবর্তন এবং নিরবিচ্ছিন্ন প্রবাহ আনয়ন করবে। বর্তমানে দেশের টেলিভিশন চ্যালেনগুলোকে চীন, ভারত ও সিঙ্গাপুরের স্যাটেলাইটসমূহ থেকে ১৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্যান্ডউইথ ভাড়া করতে হয়।

আশা করা হচ্ছে, বাংলাদেশ শুধু এই অর্থই সাশ্রয় করবে না বরং অব্যবহৃত ব্যান্ডউইথ অন্যান্য দেশের কাছে ভাড়া দিয়ে বিপুল অর্থও আয় করবে। তাছাড়া, স্যাটেলাইটটির কারণে বাংলাদেশের আরও কিছু ক্ষেত্র যেমন- টেলিমিডিসিন, ই-লার্নিং, ভিডিও কনফারেন্স, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনারও উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রত্যাশা ও চ্যালেঞ্জ দুটিই আনবে কেননা আশা করা হচ্ছে এটি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা পালন করবে আর ঝুঁকি সামলিয়ে প্রকল্পটি পরিচালনাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Bangabandhu Satellite Paragraph Search

  • What is a satellite ?
  • Where was the Bangabandhu satellite designe and launched from?
  • What is the location of this satellite?
  • What is the longevity of it?
  • How will Bangaldesh be benefitte by this satellite?

Bangabandhu Satellite Paragraph Words

  • Bangabandhu Satellite (বঙ্গবন্ধু স্যাটেলাইট)
  • Development (উন্নয়ন)
  • Bandwidth (ব্যান্ডউইথ)
  • Management System (ব্যবস্থাপনা পদ্ধতি)
  • Satellite (উপগ্রহ)

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Bangabandhu Satellite Paragraph তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা নোট করে রেখেছো কিনা সে বিষয়ে আমাদের অবগত করবে।