অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছেটা সবার মাঝেই কম বেশি বিদ্যমান রয়েছে। অনেকেরই ধারণা অনলাইন থেকে উপার্জন করতে হলে হয়তো অনেক বেশি এক্সপার্ট হতে হবে অথবা অনেক বেশি জানলেওয়ালা হতে হবে। আজকে তারই ধারাবাহিকতায় আপনাদেরকে জানাবো Amazon থেকে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত।
আপনারা ইতিমধ্যে অবগত যে অ্যামাজন বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অ্যামাজন (Amazon) এর ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল অ্যাপস থেকে ক্রয় করতে পারেন। এখান থেকে শুধু কেনাকাটা সীমাবদ্ধ নয়, বরং আপনি অ্যামাজন (Amazon) থেকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
আপনি হয়তো জানবেন বর্তমান সময়ে এমাজন লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের উৎস। তারা সর্বোপরি অ্যামাজন (Amazon) কেই ভরসা করে তাদের সবকিছু চালিয়ে যাচ্ছেন। তাহলে চলুন আমরা জেনে আসি Amazon থেকে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত সব তথ্য।
এত এত মানুষ অ্যামাজনে বিভিন্ন প্রজেক্টে কাজ করে টাকা উপার্জন করছেন। অ্যামাজনে শুধু একটি প্রজেক্ট নয় বরং এখানে আপনি মাল্টিপল প্রজেক্টে কাজ করে টাকা উপার্জন করার সুযোগ পাচ্ছেন। মজার বিষয় হচ্ছে আমাজন আপনার টাকা নিয়ে কোন ধরনের সমস্যা করে না। যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ই-কমার্স কোম্পানি তাই আপনি নির্দ্বিধায় এখানে উপার্জনের জন্য পরিশ্রম করতে পারেন।
অনলাইনে কাজ করতে কি কি প্রয়োজন?
অনলাইন বলতে আমরা বুঝাই ইন্টারনেটের আওতাধীন আমরা রয়েছি তারই প্রেক্ষাপটে অনলাইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, তবে এক্ষেত্রে ব্রডব্যান্ড (Wi-Fi) আপনাকে বেশি সহায়তা করতে পারবে। পাশাপাশি যদি আপনি মোবাইল ডাটার ব্যবস্থা করতে পারেন তাহলে সমস্যা হবে না কাজে তেমন বেশি একটা।
প্রয়োজন হবে আপনার একটা ডেক্সটপ অথবা ল্যাপটপ। আর এগুলোর মাধ্যমেই মূলত আপনাকে কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল পপুলার ওয়েবসাইট অ্যামাজনে (Amazon)। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অ্যামাজন (Amazon) সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করতে হবে।
পাশাপাশি যদি আপনি একজন ই-কমার্স বিক্রেতা হয়ে থাকেন অর্থাৎ (আপনি প্রোডাক্ট সেল করেন অনলাইনে) এমনটি যদি আপনার কাজ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যামাজন (Amazon) আপনার জন্য আরো বেশি সহযোগী হতে পারে।
আপনার প্রোডাক্ট গুলো অ্যামাজনের মাধ্যমেই আপনি বিক্রি করার ভালো একটা সিস্টেম তৈরি করতে পারেন যেখানে আপনার বিক্রি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। অ্যামাজনের উপর নির্ভর করে বহুৎ ফ্রিল্যান্সার (Freelancer) ডিজিটাল মার্কেটের, ব্লগার, ইউটিউবার তাদের জীবিকা নির্বাহ করছেন। তাদের একমাত্র উপার্জনের রাস্তা অ্যামাজন (Amazon)। আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো কাজ ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে করতে পারবেন নিম্নলিখিত বিষয়গুলোর উপরে।
সম্পর্কিত অন্যান্য আর্টিকেল
অনলাইনে ইনকাম করার উপায়
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি
৭টি জনপ্রিয় অনলাইনে ইনকাম করার সাইট
কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানুন
অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
Amazon থেকে কিভাবে আয় করা যায় এই নিয়ে ইংরেজিতে অনেক ভালো ভালো রিসোর্স থাকলেও বাংলায় বিনামূল্যে তেমন ভালো রিসোর্স পাওয়া অনেক বেশি কষ্টকর। ইনকামের লক্ষ্যে সবাই ইংলিশ নিয়ে লেখালেখি করছে কিন্তু বাংলাদেশীদের বিষয় চিন্তা করে তারা বাংলা নিয়ে তেমন বেশি আগ্রহ প্রকাশ করছে না। আজকে আপনাদের এমাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার উপায়টি আমরা বাংলাতেই আপনাদের সাথে শেয়ার করব।
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার প্রথম উদাহরণ হচ্ছে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা। আপনি হয়তো জেনে থাকবেন যে অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিং করে আপনি যদি অ্যামাজনের কোন প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন সে ক্ষেত্রে আপনি ২০%-৫০% কমিশন পেতে পারেন।
মূল বিষয়টি হচ্ছে কিভাবে আপনি অ্যামাজন (Amazon) এফিলিয়েট মার্কেটিং করবেন। আপনার যদি একটি ভালো প্রচার করার মত মাধ্যম থাকে যেমন- ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যম।
আপনি এমাজন থেকে কাঙ্খিত প্রোডাক্টের এফিলিয়েট লিংক তৈরি করে সেই লিংক যদি আপনি অন্যদের মাঝে শেয়ার করেন। এবং ওই লিংক থেকে ক্লিক করে ওই প্রোডাক্ট যদি কেউ কিনে নেয় সে ক্ষেত্রে আপনার ব্যালেন্সে অ্যামাজন (Amazon) থেকে একটা নির্দিষ্ট কমিশন এড হয়ে যায়।
Amazon থেকে কিভাবে আয় করা যায়
বর্তমানে অ্যামাজন ১১ টি দেশের তার এফিলিয়েট প্রোগ্রাম থেকে ব্যবসা রান করছেন। এভাবে আপনি এফিলিয়েট লিংক অথবা প্রোডাক্ট প্রচার করে খুব ভালোভাবে অ্যামাজনের এফিলিয়েট থেকে হিউজ ইনকাম পেতে পারেন। তবে হ্যাঁ, Amazon থেকে কিভাবে আয় করা যায় তা জেনে থাকলেও হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না কিভাবে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে হবে।
মূলত, অ্যামাজনে আপনার একটি এফিলিয়েট একাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এফিলিয়েট বিভাগে। সবকিছু সুন্দরভাবে তাদের রুলস অনুযায়ী তৈরি করতে হবে। অতঃপর আপনার এফিলিয়েট একাউন্ট তৈরি হয়ে গেলে প্রত্যেকটি প্রোডাক্ট এর জন্য তারা লিঙ্ক প্রোভাইড করে থাকবে।
এবং সেই লিংক সংগ্রহ করে আপনি সেই লিংকের মাধ্যমে কোন প্রোডাক্ট ক্রয় করাতে পারলে তখনই আপনি অ্যামাজন (Amazon) থেকে একটা নির্দিষ্ট কমিশন উপার্জন করতে পারবেন। বিঃদ্রঃ এখানে আপনি যত বেশি লিংক প্রচার করতে পারবেন তত বেশি ইনকামের সম্ভাবনা বাড়তে থাকে। আপনার লিংক থেকে যত বেশি মানুষ প্রোডাক্ট ক্রয় করবে আপনার কমিশন তত বেশি বৃদ্ধি পাবে। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার অন্যতম উদাহরন এটি।
Amazon Mechanical Turk থেকে উপার্জন
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার পরবর্তী উত্তর হচ্ছে Amazon Mechanical Turk ব্যবহার করে আপনি মান্থলি অনেক টাকা উপার্জন করতে পারেন। মূলত, Amazon Mechanical Turk হচ্ছে একটি প্রোগ্রাম পরিচালনা করায়। এই প্রোগ্রামের মাধ্যমে অ্যামাজন থেকে অনেক ফ্রিল্যান্সার কাজ পেয়ে থাকেন।
প্রযুক্তি যতই সহজ হোক না কেন কিছু কিছু কাজ থেকেই যায় যেগুলো হিউম্যানের বাইরে সম্ভব নয়। যারা Amazon Mechanical Turk বিভাগে যুক্ত আছেন তারা অ্যামাজনের সাথে সংযুক্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের কাজ করে থাকেন। মূলত এদের কাজ হচ্ছে ডুপ্লিকেট পণ্যের সন্ধান করা, বিভিন্ন পণ্যের জন্য তথ্য সংগ্রহ করা, সোশ্যাল মিডিয়ায় পণ্যের প্রচার করা।
সোশ্যাল মিডিয়ায় পণ্যের প্রচারের জন্য টিউটোরিয়াল তৈরি কর এবং পুরনো পোস্ট কে ওয়েব থেকে মুছে ফেলা সহ আরো কিছু কাজ। ‘Amazon Mechanical Turk’ এ যারা কাজ করেন তারা অডিও ডেটা ট্রান্সক্রিপশন এবং ডেটা এনালাইসিস কাজে সহায়তা করে। এছাড়াও আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন সেক্ষেত্রে সফটওয়্যার ডেভলপার টিমে কাজ করার সুযোগ পেয়ে থাকবেন।
আপনি যদি অ্যামাজনের সঙ্গে এই সমস্ত কাজগুলো করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অ্যামাজনের Amazon Mechanical Turk বিভাগে যুক্ত হতে পারেন এবং অ্যামাজন থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন। বিঃদ্রঃ এ কাজের জন্য আপনাকে প্রচুর এক্সপার্ট হতে হবে এবং যে বিষয়ের উপর আপনি কাজ করতে আগ্রহী সে বিষয়ের উপর আপনাকে পরীক্ষা দিতে পারে।
সম্পর্কিত অন্যান্য আর্টিকেল
অনলাইনে ইনকাম করার উপায়
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি
৭টি জনপ্রিয় অনলাইনে ইনকাম করার সাইট
কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানুন
অ্যামাজন Kindle থেকে উপার্জন
মূলত, অ্যামাজন Kindle হচ্ছে অ্যামাজনের আরেকটি বিভাগ এখান থেকে সবাই চাইলেই উপার্জন করতে পারবেনা। এ বিভাগটি তাদের জন্য যারা লেখালেখি করতে পছন্দ করেন অথবা যাদের ইতিমধ্যে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে কিংবা যারা নতুন বই প্রকাশ করতে চাচ্ছেন। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার তৃতীয় নাম্বার উত্তর হচ্ছে Amazon Kindle (কাইন্ডলি)।
আপনি যদি একজন সত্যিকারের লেখক অথবা কবি হয়ে থাকেন অথবা এ ব্যাপারে বিশেষজ্ঞ অথবা যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনার এই লেখাগুলো নিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে Amazon Kindle এর মাধ্যমে পৌঁছতে পারেন। আপনি আপনার লেখা অথবা অভিজ্ঞতা কে সারা বিশ্বের মানুষের মাঝে ভাগ করে নিতে পারবেন Amazon Kindle এর মাধ্যমে।
Amazon Kindle Direct Publishing এর সাহায্যে আপনি যে কোন বই ডিজিটাল ভাবে লিখে কয়েক মুহূর্তের মধ্যে অনলাইনে প্রকাশ করতে পারেন। এবং আপনার প্রকাশিত এই বইটি অ্যামাজন (Amazon) গ্লোবাল নেটওয়ার্কে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অ্যামাজনের ই-কমার্স এর মাধ্যমে অনলাইনে প্রচুর বিক্রি করার জন্য প্রস্তুত হবে। যারা লেখালেখি করে amazon থেকে উপার্জন করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভালো একটি মাধ্যম।
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার উত্তর আশা করি পেয়েছেন। আপনি নিজেই অ্যামাজন (Amazon) KDF এর সাহায্যে সাহিত্য, উপন্যাস, সাইন্স ফিকশন, রোমান্স, হিস্টরি সহ আরো অনেক ক্যাটাগরির বই প্রকাশ করতে পারবেন। আর এখানে আপনি নিজেই আপনার বইগুলোর দাম নির্ধারিত করে দিতে পারবেন এবং বই বিক্রির টাকা আপনার পেপাল বা ব্যাংক অ্যাকাউন্টে উইদ্র করতে পারবেন। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার অন্যতম উদাহরণ।
অ্যামাজন সেলার হয়ে টাকা আয়
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার অন্যতম একটি উত্তর হচ্ছে অ্যামাজন সেলার হয়ে টাকা উপার্জন করুন। আমরা পূর্বেই যেটা বলেছিলাম যে আপনার নিজের যদি একটি ই-কমার্স প্রতিষ্টান থাকে তাহলে আপনি সেই প্রোডাক্ট গুলো অ্যামাজনের মাধ্যমেও বিক্রি করতে পারেন।
“Amazon Seller Center” নামে একটি বিভাগ রয়েছে যেখানে নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি অ্যামাজন (Amazon) এ রেজিস্ট্রেশন করতে পারেন। অ্যামাজনে যে কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। হয়তো আপনার প্রতিষ্ঠান অনেকেই চিনবেনা তাই আপনি এমাজনের সহযোগিতায় আপনার প্রোডাক্ট গুলো বিক্রি করলে আপনার বিক্রি যেভাবে বাড়বে সেই সাথে আপনার পরিচিতি লাভ পাবে।
আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি বেটার থাকে সে ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটি আপনি এমাজনের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন। অ্যামাজনে আপনি আপনার বাসায় বসেও যে কোন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। ইভেন, মাটির জিনিসপত্র, জামা কাপড়, হস্তশিল্পী সহ যাবতীয় টুকটা ক প্রোডাক্ট গুলো আপনি অ্যামাজন (Amazon) এ বিক্রি করতে পারবেন। আপনি যদি কোন প্রোডাক্ট বিক্রিতে আগ্রহী হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমাজনে একটি বিক্রেতা বিভাগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আপনাকে যে কাজগুলো করতে হবে-
- বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে।
- আপনার প্রোডাক্টের বিবরণী অ্যামাজনে এ জমা দিতে হবে।
- আপনাকে GST রেজিস্ট্রেশন করতে হবে
বিঃদ্রঃ যদি আপনার কোন দোকান অথবা শোরুম থাকে তবে আপনি ওই দোকানকে অ্যামাজন (Amazon) এ লিস্টিং করে অফ লাইনের পাশাপাশি অনলাইনে গ্রাহকদের পণ্য বিক্রি করতে পারবেন। (সেক্ষেত্রে আমাজনকে সামান্য কিছু কমিশন দিতে হবে)
Amazon থেকে কিভাবে আয় করা যায় আশা করি বুঝতে পেরেছেন। অ্যামাজনের সেলার হয়ে আয় করার এই মাধ্যমটি আপনি কাজে লাগিয়ে আপনার পণ্যগুলো লক্ষ লক্ষ মানুষের মাঝে প্রচার-প্রচারণা করতে পারেন।
অ্যামাজনের ডেলিভারি ম্যান হয়ে টাকা উপার্জন
যেহেতু, অ্যামাজন (Amazon) একটি ই-কমার্স প্ল্যাটফর্ম সুতরাং তাদের প্রোডাক্টগুলো ক্রেতার মাঝে পৌঁছে দেয়ার জন্য ডেলিভারি ম্যান এর প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ডেলিভারি ম্যান হয়ে থাকেন অথবা আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে ডেলিভারি ম্যান হিসেবেও আপনি অ্যামাজন (Amazon) এ কাজ করার সুযোগ পেতে পারেন।
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ডেলিভারি ম্যান হিসেবে আমার জন্য কাজ করা। এখন মানুষ শহরে গিয়ে প্রোডাক্ট রিসিভ করে না বরং সবার দরজায় নাড়া দিয়ে প্রোডাক্ট পৌঁছে দেয় ডেলিভারি ম্যান।
অ্যামাজন (Amazon) ডেলিভারি এজেন্টের নিয়োগ করে তখন আপনি তাদের নিয়োগপত্র সারা দিয়ে আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন ডেলিভারি ম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন।
আপনি যদি এই ধরনের কাজ করতে সক্ষম হন তাহলে আপনি একজন আমাজন ডিলার হয়ে ভাল আয় করতে পারবেন বলে আশা করছি। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার অন্যতম প্রেক্ষাপট হচ্ছে আমাজন ডিলার অথবা এমাজন সেলার হয়ে কাজ করা। এখানে আপনি যত বেশি ডেলিভারি করতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে। তাহলে অ্যামাজন সম্পর্কে আশা করি অনেকটাই আপনি অর্জন করতে পেরেছেন।
অ্যামাজন ভার্চুয়াল চাকরি করে আয়
আপনি যদি দক্ষতার সম্পূর্ণ একজন মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও পেতে পারেন অ্যামাজনে ভার্চুয়াল চাকরি। Amazon থেকে কিভাবে আয় করা যায় তার উত্তরে এটি অন্যতম প্রেক্ষাপট হিসেবে কাজ করে। বাংলাদেশের অনেক তরুন-তরুণীরা অ্যামাজনে ভার্চুয়াল চাকরি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন।
আপনার যে দক্ষতাই রয়েছে সেটা আপনি কাজে লাগিয়ে অনলাইন থেকে উপার্জন করতে পারেন। তবে ইন্টারন্যাশনাল ই-কমার্স অ্যামাজন থেকে উপার্জন করতে হলে আপনার দক্ষতা গুলো আরো পরিপূরক হতে হবে। অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলা সহ ইংলিশে আরো এডভান্স হতে হবে।
আপনি যদি কাস্টমার সাপোর্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপিং, মার্কেটিং এবং গ্রাফিক্স সহ কিছু কাজ জেনে থাকেন। তাহলে এই কাজগুলোর স্কিল দিয়েই আপনি অ্যামাজন (Amazon) এ নিজের ক্যারিয়ার তৈরি করে নিতে পারেন। তবে হ্যাঁ, অ্যামাজনে চাকরির জন্য সব কান্ট্রি এভেলেবেল নাও হতে পারে। তাই আপনি অ্যামাজন (Amazon) ওয়েবসাইটের ভার্চুয়াল চাকরির লিংকটি ভিজিট করেই বিস্তারিত জেনে নিন।
সম্পর্কিত অন্যান্য আর্টিকেল
অনলাইনে ইনকাম করার উপায়
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি
৭টি জনপ্রিয় অনলাইনে ইনকাম করার সাইট
কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানুন
আপনার জন্য সাজেশন
ইতিমধ্যে আমরা Amazon থেকে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে বেশ কয়েকটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করেছি। কাজ জেনেও যারা বেকারত্বে ভুগছেন তাদের জন্য এই মাধ্যমগুলো খুবই সহযোগী হবে বলে আশা করি। যারা সরকারি বেসরকারি কাজে বারবার ইন্টারভিউ দিয়েও এলাও হচ্ছে না।
তারা একবার হলেও অ্যামাজন সহ বিভিন্ন ভালো কোম্পানিগুলোতে চেষ্টা করে দেখুন। অ্যামাজন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অ্যামাজনে কাজ করার পাশাপাশি আপনি এখান থেকে রেগুলার প্রডাক্ট কিনতে পারেন।
Amazon থেকে কিভাবে আয় করা যায় তার সব থেকে ভালো মাধ্যমটি আমরা বলব অ্যামাজনে এফিলিয়েট করুন এতে করে কোন ইনভেস্ট করতে হচ্ছে না। বরং আপনি (জিরো) স্ক্রিল দিয়েও মাসে ৪০-৫০,০০০/- টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। হয়তো আপনার অভিজ্ঞতা আরো ভালো হলে আপনি এর থেকেও বেশি টাকা উপার্জন করার চিন্তাধারা করতে পারেন।
আমাদের দেশে অনেক এফিলেটর আছেন যারা কোন ইনভেস্ট ছাড়াই বিভিন্ন কোম্পানি থেকে এফিলিয়েট সিস্টেম করে তারা প্রতিনিয়ত ইনকাম করছেন। তবে আমাজনের বাইরে ও অনেক ইনকাম সাইট আছে। যেগুলো সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আরো আর্টিকেল রয়েছে, সেগুলো পড়ে আপনারা বিভিন্ন বিষয়ে বস্তুগুলো সম্পর্কে জানতে পারেন।