বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৮ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৯ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায়

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায়

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ১নং প্রশ্ন: রাফিন ১০ম শ্রেণির ছাত্র। তার আব্বা সুঠাম দেহের অধিকারী। রাফিন লক্ষ করছে, তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছেন। এসব কারণে রাফিনের আব্বা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়মশৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন।

ক. রক্তচাপ কাকে বলে?
খ. সিস্টোলিক রক্তচাপ বলতে কী বুঝায়?
গ. রাফিনের আব্বা কী রোগে আক্রান্ত হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কী উপদেশ দেন? ব্যাখ্যা কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ২নং প্রশ্ন: সুমন দীর্ঘদিন যাবৎ বক্ষগহ্বরের মাঝখানে, মধ্যচ্ছদার উপরে চার প্রকোষ্ঠবিশিষ্ট অঙ্গে ব্যথা অনুভব করেন। আবার অসীমের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা ৮০ – ১২০ মি. গ্রাম/ডেসি. লি এর চেয়ে বেশি। অন্যদিকে প্রবাহের দেহে এক ধরনের লিপিড বা স্টেরয়েড জাতীয় পদার্থ আছে যা যকৃত ও মগজে বেশি থাকে।

See also  নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়

ক. প্লাজমা কাকে বলে?
খ. মানবদেহে দ্বি-অবতল ও চাকতি আকৃতির কণিকাটি অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনে সক্ষম কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সুমনের অঙ্গটি সুস্থ রাখার উপায়- ব্যাখ্যা কর।
ঘ. প্রবাহ ও অসীমের রোগ দুটির মধ্যে কোনটি দীর্ঘস্থায়ী হলে উচ্চরক্তচাপ বেড়ে যায় এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৩নং প্রশ্ন: রুবিনার মা হঠাৎ অচেতন হয়ে পড়ল। তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার প্রথমেই তার ডান হাতের কবজিতে তিন আঙুল দিয়ে চেপে ধরে ঘড়ি দেখতে লাগলেন। পরবর্তীতে ডাক্তার রুবিনার মার রক্ত পরীক্ষা করে দেখলেন তার রক্তে শর্করা বৃদ্ধি পেয়েছে।

ক. প্লাজমা কাকে বলে?
খ. হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের কারণ ব্যাখ্যা কর।
গ. ডাক্তার প্রথম পরীক্ষণের মাধ্যমে কী পরিমাপ করতে চেয়েছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. শুধু ওষুধ সেবন করে রুবিনার মার রোগটি নিয়ন্ত্রণ করা। যায় কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৪নং প্রশ্ন: ডাক্তারের চেম্বারে ঢুকতেই আশিক দম্পতির চোখে পড়ে দেয়ালে টাঙানো হাতে আঁকা হূৎপিণ্ডের চিত্রের দিকে। যার মাধ্যমে সারা দেহে। রক্ত সঞ্চালিত হয়। এ দম্পতির প্রথম সন্তান সুস্থ হলেও পরবর্তী গর্ভধারণের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয়। ডাক্তার তাদের রক্ত পরীক্ষা করে Rh ফ্যাক্টরের জটিলতার কথা বললেন।

ক. ধমনি কাকে বলে?
খ. ডায়াবেটিস রোগীদের শৃঙ্খলা মেনে চলা জরুরি কেন?
গ. উদ্দীপকের অঙ্গের সঞ্চালন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তারের বলা কথা আশিক দম্পতির জন্য কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৫নং প্রশ্ন: রাতুলের রক্তের গ্রুপ A পজেটিভ। তার বন্ধু রাহির রক্তের গ্রুপ O নেগেটিভ। তাদের অপর বন্ধু রাজিবের ইদানীং ঘনঘন প্রস্রাব, বেশি পিপাসা, ক্ষত দেরিতে শুকানো, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর নিয়মিত ঔষধ ও শৃঙ্খলাবোধ জীবনযাপনের পরামর্শ দিলেন।

See also  নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায়

ক. হার্ট অ্যাটাক কাকে বলে?
খ. সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?
গ. রাহি কী তার বন্ধু রাতুলকে রক্তদান করতে পারবে? বর্ণনা কর।
ঘ. রাহি জিবকে ডাক্তারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৬নং প্রশ্ন: আ- ব্লাড গ্রুপযুক্ত প্রজ্ঞার সাথে B* ব্লাড গ্রুপযুক্ত ফাহাদের বিয়ে হয়। এদিকে প্রজ্ঞার বাবা রাস্তায় পড়ে গেলে পা কেটে যায়। কিছুদিন অতিবাহিত হলেও তার ক্ষতস্থান শুকায় না। তিনি আরও লক্ষ করেন যথেষ্ট খাওয়া সত্ত্বেও তার ওজন কমে যাচ্ছে।

ক. রক্ত কাকে বলে?
খ. থ্যালাসিমিয়া একটি বংশগত রক্তের রোগ- ব্যাখ্যা কর।
গ. প্রজ্ঞার বাবা কোন রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।
ঘ. সন্তানলাভের ক্ষেত্রে প্রজ্ঞা ও ফাহাদ দম্পতির ভবিষ্যতে কী সমস্যা হতে পারে বলে তুমি মনে কর?

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৭নং প্রশ্ন: ব্যাংক কর্মকর্তা সাগর বেশ মোটা ও স্থূল দেহের অধিকারী। কিছুদিন আগে থেকে সে লক্ষ করল, তার খুব বেশি ক্ষুধা ও পিপাসা পাচ্ছে। যথেষ্ট খাওয়া সত্ত্বেও অতিমাত্রায় শারীরিক দুর্বলতা, এমন কি রাতে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। অফিসে একদিন হঠাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর রক্তচাপ ১৮০/১০০ (mmHg) এবং রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি পেলেন। ডাক্তার বললেন, সাগরের রক্তচাপ অধিক এবং ওর একটি বিশেষ রোগ হয়েছে।

ক. ধমনি কী?
খ. থ্যালাসিমিয়া বলতে কী বোঝায়?
গ. সাগরের রক্তচাপ অধিক হওয়ার কারণ ও এর জটিলতা ব্যাখ্যা কর।
ঘ. সাগরের বিশেষ রোগটি “নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য”- বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৮নং প্রশ্ন:

See also  নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
P Q R
রক্তরস রক্তকণিকা রক্তের গ্রুপ

ক. সিরাম কী?
খ. উচ্চ রক্তচাপ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে নির্দেশিত R এর দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপন কর।
ঘ. উদ্দীপকের P ও Q উভয়ে একই কলার অন্তর্ভুক্ত হলেও এদের কাজ ভিন্ন- বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ৯নং প্রশ্ন: আদনান সাহেব সুঠাম দেহের অধিকারী। ইদানীং তিনি লক্ষ করলেন তাঁর দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরী হচ্ছে। চামড়া শুকিয়ে যাচ্ছে। সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে। এসব কারণে আদনান সাহেব ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলার উপদেশ দেন।

ক. হিমোগ্লোবিন কী?
খ. লোহিত রক্ত কণিকার দু’টি কাজ লেখ।
গ. আদনান সাহেব কী রোগে আক্রান্ত হয়েছেন ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তার সাহেব আদনান সাহেবকে সুস্থ থাকার জন্য কী উপদেশ দেন- বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় ১০নং প্রশ্ন: হামিদ সাহেবের বয়স ৬০ বছর। তিনি একদিন হঠাৎ বুকের বামপার্শ্বে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। তাঁকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হলো। ডাক্তার তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সুস্থ থাকার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থার কথা বললেন।

ক. কৈশিক জালিকা কী ?
খ. থ্যালাসিমিয়া বলতে কী বুঝ?
গ. হামিদ সাহেবের এরূপ সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. ডাক্তার হামিদ সাহেবকে কোন ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন? উক্ত ব্যবস্থাটির কার্যপ্রণালি ব্যাখ্যা কর।

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

Leave a Reply