প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ জুন কি ঘটতে চলেছে।
ডাক্তার সান্যালের কথামতো সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে দীপা। এবং সেনগুপ্ত বাড়ির সবাই মিলে সূর্যকে সুস্থ করার জন্য সূর্যের সব পুরাতন স্মৃতিগুলো মনে করাতে থাকে। এরপরেই দেখা যায় সূর্যকে নিয়ে সূর্যর ঘরে যায় দীপা। ঘরের মধ্যে ঢুকেই সূর্য পুরনো অনেক কিছুই ভাবতে থাকে। সূর্যের অনেক কিছুই স্মৃতিতে আসতে থাকে। লাবণ্য সেনগুপ্ত কাঁদলেও। লাবণ্য সেনগুপ্ত বুঝতে পারে যে দীপা পারবে সূর্যের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে।
এরপরেই দেখা যায় সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় দীপা। তবে সূর্যকে ঘুম পাড়িয়ে। দীপা ওই ঘর থেকে বেরিয়ে গেলেই। তখন চুপিচুপি ভিক্টর সূর্যের ঘরের মধ্যে ঢুকে। এবং ওই লোকটির কথামতো ভিক্টর পেনড্রাইভটা ঘরের চারদিকে খুঁজতে থাকে। ভিক্টর মরিয়া হয়ে পেনড্রাইভ খোঁজে। আর পেনড্রাইভ খুঁজতে খুঁজতেই ভিক্টর ভুল করে একটা ফুলদানি ফেলে দেয়। আর সেটার শব্দতেই দীপা ছুটে আসে সূর্যের ঘরের মধ্যে। এবং সূর্যের ঘরে ঢুকেই দীপা ভিক্টরকে দেখে চমকে যায়। দীপা ভিক্টরকে বলে যে, ভিক্টর তুমি সূর্যের ঘরে কি করছো। এই ঘরে তোমার কি কাজ?
তবে ভিক্টর নাটক করার চেষ্টা করলেও দীপা বুঝতে পারে ভিক্টর মিথ্যা বলছে। এবং বুঝতে পারে যে ভিক্টর কিছু না কিছু তো একটা লুকাচ্ছে। অবশ্যই কিছু খুঁজতেই সে ঘরে এসেছে। কিন্তু কি খুঁজতে এসেছিল ভিক্টর? হঠাৎ দীপার মনে পড়ে যে ডাক্তারবাবুর বন্ধু সেজে যারা এসেছিল। তারাও তো এই ঘরে কিছু একটা খুঁজছিল। তাহলে সবাই কি খুঁজছে? কি আছে এই ঘরে যেটা সবাই খুঁজছে।
হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। আশা করি আজকের রিভিউ টি তোমাদের ভালো লেগেছে। এরকম আরো তথ্যবহুল সিরিয়ালের রিভিউ পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!