কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমি থাকা প্রয়োজন কেন?

Posted on

কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমি থাকা প্রয়োজন কেনঃ

 
যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা অপরিহার্য। মাটির ক্ষয়রোধ, আবহাওয়াকে আর্দ্র রাখতে এবং বন্যা নিয়ন্ত্রণে বনভূমির ভূমিকা অপরিহার্য।
 
পরিবেশগত জরিপে জানা যায় যে, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বনভূমি থাকার কারণে মাটির ক্ষয়রোধ হয়। এদেশের বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে। ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটে যা কৃষি উন্নয়নে সহায়ক। বন্যা নিয়ন্ত্রণেও বনভূমি সহায়তা করে থাকে।
 
See also  ১ম অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর 2024

Leave a Reply