স্বাধীনতা দিবস অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Posted on
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে “স্বাধীনতা দিবস” অনুচ্ছেদ রচনাটি লিখতে হয়। যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
 
স্বাধীনতা দিবস অনুচ্ছেদঃ 
আমাদের জাতীয় দিবসগুলোর মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল বলে ২৩শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ২৮শে মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল এদেশের রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন জাতি হিসেবে এ দিনটি আত্মমর্যাদার বর্ণিল স্মারক। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু পাকিস্তানি সরকার গণমানুষের রায়কে উপেক্ষা করে বড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করে। এদেশের মানুষ তা কিছুতেই মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি আন্দোলন শুরু করে। 
 
এদেশের মানুষের আন্দোলনে ভীত হয়ে ২৫শে মার্চ ১৯৭১ রাতে পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাংলাদেশের নিবন্ধ নিরীহ মানুষের ওপর আক্রমণ চালায়। সারাদেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুন, ধর্মণসহ নানা ধরনের বর্বরতা চালায়। এদেশের সাহসী বাঙালিও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। রাষ্ট্রীয়ভাবে এ দিনটি বিশেষ মর্যাদায় পালন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের ও মর্যাদার। আমরা স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করব এবং স্বাধীনতাকে টিকিয়ে রাখতে ও স্বাধীনতার সুখ ভোগ করতে সচেষ্ট হবো ।

আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।

Leave a Reply