সুন্দরবনের বর্ণনা দেওয়া হলোঃ
সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবনের আয়তন ৬,৪৭৪ বর্গকিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলায় এ বনাঞ্চল অবস্থিত। বরগুনা জেলার দক্ষিণ-পশ্চিমের ৯৫ বর্গকিলোমিটার এবং বাকি অংশ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। সুন্দরি ও গরান এ বনভূমির প্রধান গাছ। অন্যান্য গাছের মধ্যে গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বায়েন প্রভৃতি প্রধান। সুন্দরবনে প্রচুর গোলপাতা জন্মে। মূলত সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ। একে গরান বনভূমিও বলা হয়।