প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা জানবো “সংবাদপত্র” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয় যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
সংবাদপত্র অনুচ্ছেদঃ
আধুনিক সভ্যতায় যোগাযোগের ক্ষেত্রে সংবাদপত্র একটি আত্বপূর্ণ মাধ্যম। অতীতে ঘটে যাওয়া অজানা ঘটনা, চলমান সমাজের প্রতিবিঘ্ন এবং অনাগত কালে ঘটতে যাচ্ছে এমন সব ঘটনা আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। সংবাদপত্রে শুধুমাত্র সংবাদই পরিবেশিত হয় না বরং জ্ঞান-বিজ্ঞানের জানা-অজানা কাহিনি, বিভিন্ন সাহিত্যের অঙ্গ, খেলাধুলার ফল প্রভৃতি আকর্ষণীয় বিষয়গুলোও প্রকাশিত হয় । মোটকথা, কাক ডাকা ভোরে উঠেই আমরা শুধু নিজের দেশ নয় সারা বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা এই সংবাদ পত্রের মাধ্যমেই পাই। পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম সংবাদপত্রের প্রচলন হয় একথা বলা কঠিন। তবে জানা যায় কাগজ আবিষ্কারের কিছুদিন পর সংবাদপত্রের প্রথম প্রচলন হয় ইতালির ভেনিস শহরে। ইংল্যান্ডের রানি এলিজাবেথের রাজত্বকালে বিলেতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় মুদ্রণযন্ত্র, বিদ্যুৎ ও বেতার আবিষ্কারের ফলে সংবাদপত্র শিল্পের আরও প্রসার এবং উন্নতি ঘটে। পৃথিবীতে শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সংবাদপত্রের চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশে প্রথম বাঙালি সম্পাদিত বাংলা সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ”। সংবাদপত্র নানা প্রকার হয়ে থাকে। যেমন- দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি। এগুলোর মধ্যে দৈনিক সংবাদপত্র সবচেয়ে বেশি প্রচলিত। সংবাদপত্রা হচ্ছে দেশ ও সমাজের মুখপত্র বা দর্পণ সাংবাদিকদের উচিত দেশের সঠিক অবস্থা পত্রিকায় তুলে ধরে মানুষকে জাগ্রত করা, তাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন করা, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। এ জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য।
আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।
দেশের উন্নয়ন, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার উন্নতি সাধনে সংবাদপত্রের ভূমিকা অনন্যসাধারণ । এত অল্প পয়সায় এত জনপ্রিয় গণমাধ্যম পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আগে সংবাদপত্র বলতে শুধু বোঝাত সংবাদ পরিবেশনের কাগজ মাত্র। সেখানে অন্য কিছু থাকত না। আজকাল একটি দৈনিক পত্রিকায় শুধু সংবাদ থাকে না, থাকে রীতিমত সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, চলচ্চিত্র, ফ্যাশন, কৌতুক, কার্টুন ও ক্রীড়াবিভাগ । তাছাড়া শিশুদের জন্য শিশু বিভাগ, মহিলাদের জন্য রয়েছে মহিলা বিভাগ। সংবাদপত্র এখন রাজনৈতিক মত প্রচারের বিশেষ শক্তিশালী মাধ্যমে, মতাদর্শ প্রচারের সহায়ক বাহন। অর্থনৈতিক দিক থেকে সংবাদপত্র আগে ছিল অলাভজনক ব্যবসায় । কিন্তু আজকাল এটা লাভজনক ব্যবসায়। তো বটেই, প্রভাব বিস্তারেও শক্তিশালী হাতিয়ার। সংবাদপত্রের ক্ষতিকর দিকও রয়েছে। সংবাদপত্র মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সাধারণ পাঠককে সহজেই বিপথে পরিচালিত করতে পারে। কোনো দেশের সাহিত্য, সংস্কৃতি, রুচি ও বিশ্বাসকে সংবাদপত্র যত সহজে ও কম সময়ে ধ্বংস করে দিতে পারে আর কোনো মাধ্যম তা পারে না। পরিশেষে বলা যায়, সংবাদপত্রের কিছু ক্ষতিকর দিক আছে কর্তৃপক্ষ সচেতন হলে এই ক্ষতিকর দিকগুলো থাকবে না। সংবাদপত্রও সমালোচনার সম্মুখীন হবে না।