প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “শিক্ষা সফর” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয়। যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে।
শিক্ষা সফর অনুচ্ছেদঃ
অজানাকে জানা এবং অচেনাকে চেনার আগ্রহ মানুষের চিরন্তন নতুনের আকর্ষণে, বৈচিত্র্যের সন্ধানী মানুষ সুযোগ পেলেই এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। জানার এ অদম্য স্পৃহাই মানুষকে ভ্রমণ বা সফরে উদ্বুদ্ধ করে। দেশ সফর মানুষের জ্ঞান সঞ্চয়েরও অবকাশযাপনের একটি উৎকৃষ্ট পন্থা। এতে অভিজ্ঞতা বাড়ে এবং হৃদয়ের প্রসারতা ঘটে। এছাড়াও কারো উদ্দেশ্য থাকে আনান, কারো বিনোদন, কারো সম্পদ সপ্তাহ আবার কারো অজানাকে জানার, অদেখাকে দেখার দুর্নিবার আকাঙ্ক্ষা। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীরা বই-পুস্তক পাঠ করে দেশ-বিদেশের ইতিহাস, প্রসিদ্ধ স্থান ও বস্তুসমূহের সম্বন্ধে অনেক কিছু জানতে পারে।
আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।
কিন্তু নিজের চোখে দেখলে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ হয় অনেক বেশি । বই পড়ে কোনো একটি স্থান ও বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন সম্পূর্ণ হয় না বলেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতিবছর ছাত্রদের শিক্ষা সফরের ব্যবস্থা করেন। এর অন্যতম উদ্দেশ্য একাডেমিক প্রয়োজন মেটানো। কিন্তু শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে, এটি ছাত্র-ছাত্রীদের মধ্যে সহমর্মিতা ও ভাবের আদান-প্রদান ঘটায়। ছাত্ররা জাতির মেরুদণ্ড, ছাত্রদের সুশিক্ষা দানের মধ্যে রয়েছে দেশ গড়ার কার্যকারিতা। আর হাতে-কলমে শিক্ষা গ্রহণই সুশিক্ষার অন্যতম পন্থা যা শিক্ষা সফরের মাধ্যমে সম্ভব। শিক্ষা সফর শিক্ষা অর্জন প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। সুতরাং, শিক্ষা সফরের গুরুত্ব অত্যধিক ও অপরিসীম।