মৌসুমী চিরহরিৎ বনভূমি কি?

Posted on

মৌসুমী চিরহরিৎ বনভূমি কিঃ

 
মৌসুমি অঞ্চলের যেসব স্থানে বার্ষিক গড় উত্তাপ প্রায় ২৭° সেলসিয়াস এবং বৃষ্টিপাত ২০০ সেন্টিমিটার সেসব স্থানে বৃক্ষের অরণ্য দেখা যায়, তাকে মৌসুমি চিরহরিৎ বনভূমি বলে।