বিজ্ঞাপন অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Posted on
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “বিজ্ঞাপন” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয় । যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
বিজ্ঞাপন অনুচ্ছেদঃ
প্রচারেই প্রসার- গতানুগতিক এই স্লোগান এখনো ধরে রেখেছে ব্যবসায়ীরা। সাধারণত যে কোনো পণ্য বা সেবার প্রচারণাকেই বিজ্ঞাপন হিসেবে আখ্যায়িত করা হয়। বিজ্ঞাপন হলো কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য এবং সেবা প্রসারের নিমিত্তে অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপন। আধুনিক বাজার ব্যবস্থাপনায় বিজ্ঞাপন অপরিহার্য। পণ্যের চাহিদার সৃষ্টি, পণ্য উৎপাদককারী প্রতিষ্ঠানের সুনামবৃদ্ধি এবং মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞাপনের বিকল্প নেই। বিজ্ঞাপন তার জাদুকরী শক্তি দিয়ে সমাজের বিভিন্ন লোকের উপকার করে থাকে। তবে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে বিজ্ঞাপনের ভালো মন্দ উভয় প্রভাবই রয়েছে। 
 
 
অনেক সময় বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ক্রেতা ভুল পণ্যটি কিনে ক্ষতির সম্মুখীন হয়। তবে বর্তমানে কঠিন প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রি করতে হয়। এজন্য কার্যকরী এবং যথার্থ বিজ্ঞাপনই একমাত্র বাহন। বিজ্ঞাপনের ওপর ভিত্তি করেই বিভিন্ন মাধ্যম গড়ে উঠেছে এবং পরিচালিত হচ্ছে। যেমন- টেলিভিশন, বেতার, সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি উল্লেখযোগ্য। বিশেষত নাগরিক জীবনে বিজ্ঞাপনের আগ্রাসী ভূমিকা আমাদেরকে এতটাই গ্রাস করেছে যে, এখন সাধারণ ম্যাচ -বাক্সেও অন্য কোম্পানির বিজ্ঞাপন থাকে। সংবাদ পর্যন্ত ভালোভাবে শোনা যায় না, বিজ্ঞাপনের আতিশয্যে।
See also  অভিধান অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Leave a Reply