এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায়
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ১নং প্রশ্ন: জামান বিবর্তন অধ্যায়টি ভালো বুঝতে না পেরে তার বাবার কাছে যায়। বাবা সমসংস্থ বিবর্তন সম্পর্কিত প্রমাণটি বুঝিয়ে দিলেন। এরপর জামান তার বাবার কাছে বিবর্তনের মতবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি ল্যামার্কের মতবাদ ও ডারউইনের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করেন।
ক. সেক্স ক্রোমোজোম কাকে বলে?
খ. বিবর্তন বলতে কী বুঝায়?
গ. বাবা কীভাবে বিবর্তন সম্পর্কিত উল্লিখিত প্রমাণটি ব্যাখ্যা করলেন।
ঘ. বাবার বুঝিয়ে দেওয়া মতবাদ দুটির মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ২নং প্রশ্ন: সালাম সাহেবের দুই মেয়ে সালমা ও সায়মা। উভয়েই বিবাহিত। সালমা গত বছর এক কন্যা সন্তান জন্ম দেন। এতে তার শ্বশুর বাড়ির লোকেরা খুব একটা সন্তুষ্ট হন নি। অপরদিকে সায়মার অপরিণত বয়সে বিয়ে হয়ে বর্তমানে সন্তানসম্ভবা। ডাক্তারের নিকট গেলে ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে বললেন যে, সে স্বাস্থ্য ঝুঁকিতে আছে।
ক. বয়ঃসন্ধিকাল কাকে বলে?
খ. ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহার করা হয় কেন?
গ. সায়মার স্বাস্থ্য ঝুঁকির কারণ ব্যাখ্যা কর।
ঘ. সালমার প্রতি তার শ্বশুর বাড়ির লোকদের অসন্তোষ প্রকাশ করা কি যৌক্তিক? বৈজ্ঞানিক বিশ্লেষণের আলোকে ব্যাখ্যা কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৩নং প্রশ্ন: আরিফা নবম শ্রেণিতে পড়ে। সে কিছুদিন থেকে বড়দের মতো আচরণ করে এবং সব বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করতে চায়। এসব দেখে তার বাবা আরিফার বিবাহের আয়োজন করেন। কিন্তু স্থানীয় প্রশাসনের সহায়তায় আরিফার বিয়ে বন্ধ হয়ে যায়।
ক. টেস্ট টিউব বেবি কাকে বলে?
খ. প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
গ. আরিফার এ ধরনের পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. যদি আরিফার বিয়ে হয়ে যেত তাহলে সে কি কি সমস্যায় পড়তো? বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৪নং প্রশ্ন: চৌদ্দ বছর বয়সের ইমনের মধ্যে তার মা বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ করেন। প্রতিদিনের মতো রাতের বেলা মা, ছেলের কাছে গিয়ে বসলেন এবং বললেন, “তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় পার করছো।” তারপর মা বললেন, “এ সময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন।”
ক. প্রত্নজীববিদ্যা কাকে বলে?
খ. লিমুলাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
গ. ইমনের এ বয়সের দৈহিক পরিবর্তনগুলো ব্যাখ্যা কর।
ঘ. মায়ের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৫নং প্রশ্ন: মনির সাহেব পুত্র সন্তান কামনা করে করে চার মেয়ের জনক হয়েছেন। কিন্তু তার বড় মেয়ে ফাহিমা বিজ্ঞান বইয়ে পড়েছে প্রতিটি জীবকোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক অঙ্গাণু থাকে যা চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করে।
ক. টেস্টটিউব বেবি কাকে বলে?
খ. ভাইরাস কিভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. ফাহিমার পঠিত অঙ্গাণুটির গঠন বর্ণনা কর।
ঘ. পুত্র সন্তান জন্মদানে মনির সাহেব ও তার স্ত্রীর অবদান সমান- যুক্তি দেখাও৷
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৬নং প্রশ্ন: ছয় কন্যা সন্তানের জনক আলতা মিয়া। একটি পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করার পর এ ঘরেও দুটি কন্যা সন্তান হয়। এ জন্য তিনি স্ত্রীদের সবসময় দোষারোপ করেন। তার বড় মেয়ে বিজলির বয়স ১৫ বছর। সে ইদানীং সব বিষয়ে কৌতূহলী এবং ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহী। এ নিয়েও আলতা মিয়া সবসময় দুশ্চিন্তায় থাকেন।
ক. নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?
খ. প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিজলির আচরণের কারণ ব্যাখ্যা কর।
ঘ. স্ত্রীদের প্রতি আলতা মিয়ার এ ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৭নং প্রশ্ন: একটি ফুটবল টিমে ১০-১৯ বছরের খেলোয়াড়রা খেলা করে।
ক. বয়ঃসন্ধিকাল কাকে বলে?
খ. জিনকে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক বলা হয় কেন?
গ. উদ্দীপকের খোলোয়াড়দের মানসিক ও আচরণিক পরিবর্তন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খেলোয়াড়দের দৈহিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৮নং প্রশ্ন: আলেয়ার বয়স ১১ বছর। তার মা তার কিছু শারীরিক ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করলেন। অন্যদিকে তার বাবা ১৬ বছরের বড় বোনকে বিয়ে দিলেন। কিছুদিন পর তার বড়বোন গর্ভবতী হলো।
ক. একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখ।
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. আলেয়ার কী কী মানসিক পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত অবস্থায় বড় বোন কী কী সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ লেখ।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ৯নং প্রশ্ন: রুমান নবম শ্রেণিতে পড়ে। তার শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখে তার পিতামাতা তাকে বলল, “এখন তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় তোমার প্রচুর পরিমাণ পুষ্টিমানসমৃদ্ধ সুষম খাবার খাওয়া দরকার।”
ক. জৈব বিবর্তন কী?
খ. প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় কেন?
গ. রুমানের পিতামাতা রুমানকে পুষ্টিমানসমৃদ্ধ সুষম খাবার খেতে বললেন কেন? ব্যাখ্যা কর।
ঘ. রুমানের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও আচরণগত পরিবর্তন হয়- উক্তিটি মূল্যায়ন কর।
বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় ১০নং প্রশ্ন: ‘দৃশ্যকল্প-১ : ১৪ বছর বয়সী সবুজের গলার স্বর হঠাৎ পরিবর্তন হয়ে গেল। এছাড়া তার মধ্যে অন্যান্য দৈহিক পরিবর্তনও লক্ষ করা যাচ্ছে।
দৃশ্যকল্প-২ : ১১ বছর বয়সী নিতু ইদানীং কল্পনাপ্রবণ হয়ে উঠেছে। এছাড়া তার মধ্যে দৈহিক বেশ কিছু লক্ষণীয় পরিবর্তনও সূচিত হয়েছে।
ক. মানুষের শৈশবকালের মেয়াদ কত বছর?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বুঝায়?
গ. সবুজের দৈহিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. সবুজ ও নিতুর দৈহিক পরিবর্তনের মধ্যে ভিন্নতা রয়েছে কী? বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।