বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩য় অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৭ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৮ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৯ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ম অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ অধ্যায় বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৪ অধ্যায়

নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায়

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায়

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ১নং প্রশ্ন: ১৪ বছরের তনুর ওজন ৩৫ কেজি এবং উচ্চতা ১.৫ মিটার। ইদানীং তার ত্বকে লালচে দাগ পড়ছে, খাওয়ায় তেমন রুচি নেই। কিন্তু দেহের, তাপমাত্রা স্বাভাবিক আছে।

ক. ভরসূচি কী?
খ. জেরপথ্যালমিয়া রোগ বলতে কী বুঝায়?
গ. তনুর দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে?
ঘ. তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ২নং প্রশ্ন: 

A B C
আমলকী,পেয়ারা ডাল, আলু, জিরা বার্গার, চিপস

ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. দেহের স্বাভাবিক সুস্থতার জন্য ভিটামিন B কমপ্লেক্স অতি আবশ্যক কেন?
গ. ‘A’ জাতীয় খাদ্যের অভাবে কী কী রোগ হয়? ব্যাখ্যা কর।
ঘ. B ও C জাতীয় খাদ্যের মধ্যে কোনটি স্বাস্থ্যকর? বিশ্লেষণ কর।

See also  নবম-দশম অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৩নং প্রশ্ন:

A B C
ইলিশ, কাতলা, মুরগির মাংস আলু, ঝিঙ্গা, কলমী চীনাবাদাম, মাখন, সয়াবিন

ক. ভিটামিন কাকে বলে?
খ. ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন?
গ. দেহ গঠনে “A” উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উদ্দীপকের “B” ও “C” এর কোন উপাদান বেশি গুরুত্বপূর্ণ? মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৪নং প্রশ্ন: তৃণা রাতে চোখে দেখতে পায় না। দিনার বিয়ের দীর্ঘ দিন অতিবাহিত হলেও সন্তান হচ্ছে না। অপরদিকে মিনার দাঁত সব সময় ফুলা থাকে এবং পড়ে যাচ্ছে। ডাক্তার তৃণা ও দিনাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং মিনাকে পানিতে দ্রবণীয় ভিটামিন গ্রহণ করতে পরামর্শ দিলেন।

ক. সুষম খাদ্য পিরামিড কাকে বলে?
খ. খাদ্য তালিকায় শর্করা, আমিষ বাছাই করা আবশ্যক কেন?
গ. মিনাকে দেওয়া ডাক্তারের পরামর্শ ব্যাখ্যা কর।
ঘ. তৃণা ও দিনার প্রতি দেওয়া ডাক্তারের পরামর্শের ভিটামিন দুটির ভিন্নতা বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৫নং প্রশ্ন: দশম শ্রেণির বিজ্ঞান ক্লাসে আলাউদ্দিন স্যার ড্রাগ আসক্তি পড়াতে গিয়ে বলেন, ড্রাগ এমন সব পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। বাবা বা মা কোনো একজন ড্রাগে আসক্ত থাকলে তার থেকে সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একজন ড্রাগ আসক্ত ব্যক্তি নিজের, পরিবারের তথা সমাজের ধ্বংস ডেকে আনে।

ক. HIV এর পূর্ণরূপ কী ?
খ. পুষ্টি বলতে কী বোঝায়?
গ. আলাউদ্দিন স্যারের পড়ানো আসক্তিটির কারণ উল্লেখ কর।
ঘ. উক্ত আসক্তি নিয়ন্ত্রণের কোনো উপায় আছে কী? তোমার মতামত দাও।

See also  নবম-দশম অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৬নং প্রশ্ন:

X Y Z
পানি ভিটামিন রাফেজ

ক. খাদ্যের সহায়ক উপাদান কয়টি?
খ. সুষম খাদ্য পিরামিড বলতে কী বুঝায়?
গ. মানবদেহের জন্য Y নির্দেশিত উপাদানটি অপরিহার্য – ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের X ও Z নির্দেশিত উপাদানের গুরুত্ব কতটুকু? তোমার মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৭নং প্রশ্ন: মি. ব্লেয়ার্ডের বয়স ৩৫ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত আছেন। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত একটানা তিনি অফিসেই থাকেন। অফিসের সব কাজ তিনি টেবিলে বসেই সম্পাদন করেন। অফিসের গাড়িতেই তিনি বাসা থেকে আসা-যাওয়া করেন। ইদানীং তিনি খুব বেশি ক্লান্তি ও অবসাদে ভুগছেন।

ক. নিকোটিন কী?
খ. ভিটামিনকে “জৈবিক প্রভাবক” বলা হয় কেন?
গ. ব্লেয়ার্ড সাহেবের ক্লান্তি ও অবসাদে ভোগার কারণ ব্যাখ্যা কর।
ঘ. মি. ব্লেয়ার্ডের মতো যারা অফিস ওয়ার্ক করেন তাদের শারীরিক সুস্থতার জন্য তোমার পরামর্শ বর্ণনা কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৮নং প্রশ্ন: ৬০ কেজি ওজনের এক ব্যক্তির উচ্চতা ১.৫ মিটার। তার ঠোঁটে ও জিহ্বায় ঘা চোখ দিয়ে পানি পড়ে এবং সে রক্তশূন্যতায় ভুগছে।

ক. সুষম খাদ্য কী?
খ. মানবদেহের জন্য পানির প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের ব্যক্তিটির বি এম আই নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ব্যক্তিটির রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে তোমার মতামত দাও।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ৯নং প্রশ্ন: আট বছরের অর্পা শাকসবজি, ফলমূল একেবারেই পছন্দ করে না। সে শুধু মাংস দিয়ে ভাত খায়। একদিন অর্পার চাচা বাসায় বেড়াতে এসে বিষয়টি লক্ষ করলেন। এ ব্যাপারে অর্পার মাকে বললেন, “খাদ্য হবে সুষম। সেজন্য খাদ্যের মেনু তৈরি করার সময় কিছু কিছু দিক বিবেচনা করতে হয়।”

See also  নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

ক. আমলকীতে কোন ভিটামিন পাওয়া যায়?
খ. খাদ্য সংরক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত খাদ্য পছন্দ না করার কারণে অপার কী সমস্যা হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. অর্পার চাচার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।

বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় ১০নং প্রশ্ন: একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিক প্রতিদিন দুই প্যাকেট সিগারেট টানে, বন্ধুদের সাথে প্রায়ই মদ্যপান করে, এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সুঠাম দেহের অধিকারী রফিকের এখন অসুখ-বিসুখ লেগেই থাকে।

ক. BMI কী?
খ. রাফেজ বলতে কী বোঝায়?
গ. রফিকের আচরণে কী কী অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. সমাজ জীবনে রফিকের মতো ব্যক্তি কী কী সমস্যা সৃষ্টি করতে পারে বিশ্লেষণ কর।

প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

Leave a Reply