৫টি বই পড়ার উপকারিতা সম্পর্কে জানুন

৫টি বই পড়ার উপকারিতা সম্পর্কে জানুন

Posted on

বই হল আমাদের সবার প্রিয় বন্ধু। ব্যায়াম যেমন আমাদের শারীরিক ভাবে সুস্থ রাখতে সহযোগিতা করে ঠিক একইভাবে বই আমাদের মানসিক ভাবে আনন্দে রাখে মনে রাখবেন বই পড়ার উপকারিতা অনেক। চলুন ৫টি বই পড়ার উপকারিতা সম্পর্কে জানুন।

একটি বই পারে আমাদের মনের চক্ষু খুলে দিতে। একটি বই পারে আমাদের জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে তুলতে। আমরা হয়তো ভাবি স্কুল-কলেজে এতো বই পড়ার পরেও মা-বাবা কেন বলে আরো বই পরার জন্ন। কারন হল তারা জানে যে, বই হল আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বইয়ের সাথে অন্য কোন সম্পদের তুলনা চলে না। এমনকি বই পড়ার উপকারিতা অনেক বেশি। একদিন হয়তো পার্থিব সম্পদ নষ্ট হয়ে যাবে কিন্তু বই থেকে অর্জিত জ্ঞান ও বুদ্ধি কখনো শেষ হবার নয়।

এই জ্ঞান চিরকাল আমাদের হৃদয়ে থেকে যায়, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি। যারা জীবনে সফলতা অর্জন করতে পেড়েছেন তারা সবাই বই পড়তে আগ্রহী ছিলেন। সফল হবার পরেও তারা বইকে দূরে সরিয়ে দেয় নি। বরং তারা নিয়মিত বই পরার মাধ্যমে নিজেদের আরো সমৃদ্ধ করে তুলেন। “Warren Buffett” তার পেশা জীবনের শুরুতে দৈনিক ৫০০-৮০০ পৃষ্ঠা বই পরতেন। বিল গেটস প্রতিবছর ৪০ টির ও বেশি বই পরে শেষ করেন।

“Mark Cuban” দৈনিক ৪ ঘণ্টার মতো বই পরতেন। আর এর মাধ্যমেই বুজা যায় যে ব্যক্তিরা বই পড়ার মাধ্যমে তাদের সফলতা অর্জন করেছেন। এজন্যই বলা হয় বই পড়ার উপকারিতা অপরিসীম। নিচে বই ৫ টি বই পড়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হল-

১. জ্ঞান বৃদ্ধি

বই পড়ার মাধ্যমে একবার সবথেকে বেশি যা অর্জন করতে পারে সেটি হল জ্ঞান। জ্ঞানের থেকে বড় অর্জন অন্য কিছু হতে পারে না। যত বেশি বই পড়া যাবে জ্ঞান তত বেশি অর্জন করা যাবে।

See also  প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

একটি বইয়ের ভিতরে সকল জানা-অজানা তথ্য থাকে। যখন আমরা একটি বই পড়বো তখন বইয়ের ভিতরে থাকা সেই অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। বই পড়ার উপকারিতা অনেক অনেক বেশি। শুধুমাত্র বই-ই পারে একজন মানুষকে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করাতে। আর একজন মানুষকে সমৃদ্ধি করে তুলতে জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে।

২. কল্পনা শক্তি বৃদ্ধি পায়

আমরা যত বেশি বই পরবো তত বেশি আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। একটি বইয়ের ভিতরে পুরো জগত সম্পর্কে আলোচনা করা থাকে, আমরা বই পড়ার মাধ্যমে সেই জগতের সাথে সম্পৃক্ত হতে পারি।

কখনো কখনো বই আমাদের অন্য জগতে নিয়ে যায়, কারণ বই পড়ার মাধ্যমে আমরা কল্পনায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি। আর এজন্যই বই পড়ার উপকারিতা সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের উক্তি রয়েছে। বইয়ের ভিতরে থাকা নতুন জগতকে উপলব্ধি করতে পারি। যার কারণে আমাদের মনে কল্পনা শক্তি বৃদ্ধি পায়।

৩. স্মরণ শক্তি বৃদ্ধি পায়

আমরা যখন কোন বই পরে থাকি, তখন বইয়ের ভিতরে থাকা প্রত্যেকটি কথা ও তথ্য খুব ভালোভাবে মনে রাখতে হয়। যেমনঃ আমরা যদি কোন বইয়ে উপন্যাস পড়ে থাকি, সেটা রাজনৈতিক হোক বা ঐতিহাসিকই হোক কিংবা কোন সিরিজই হোক।

আমাদের কিন্তু প্রত্যেকটি চরিত্রের নাম, স্থান, ও ঠিকানা ইত্যাদি মনে রাখতে হয়। এইগুলা মনে না রাখলে কোন মজা আসে না বই পড়ে। যখন আমরা এইগুলা মনে রাখার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্কের অনেক এক্সপেরিয়েন্স হয় এবং মস্তিষ্কের স্মরণশক্তি অনেক বেড়ে যায়। এইভাবে বই আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে। বই পড়ার উপকারিতা এর মধ্যে এটা অন্যতম।

See also  ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩

৪. লিখার ক্ষমতা বাড়ায়

বই পড়তে পড়তে যখন আমরা বইয়ের পড়া গুলো মনের মাঝে আকতে শুরু করি তখন সেগুলো খাতা-কলম দিয়ে লিখলে আরও সুন্দর করে ফুটে ওঠে। প্রতিদিন বই পড়ার কারণে আমাদের ভাবনাকে প্রকাশ করার ক্ষমতাও অনেকগুণ বেড়ে যায়। আর সেই ভাবনাকে শুধু মনে মনে প্রকাশ করা যায় না।

ভাবনা প্রকাশ করার জন্য উপযুক্ত জায়গা হলো সাদা খাতা। যেখানে কলম দিয়ে লিখলে ভাবনা গুলো স্পষ্টভাবে ফুটে উঠে। আর লিখতে লিখতে আমাদের লেখার দক্ষতা ও অনেক বেড়ে যায়। বেকারদের জন্য সুখবর। ঘরে বসে না থেকে চাকরি খুজুন অনলাইনে।

৫. হতাশা কমিয়ে দেয়

আমাদের যখন মন খারাপ থাকে, তখন সেই মন খারাপ যে কখন আমাদের হতাশার দিকে ঠেলে দেয় তা আমরা বুঝতে পারিনা। তাছাড়া আরও বিভিন্ন কারণে আমরা হতাশায় ভুগি। আর আমাদের সারাদিনের হিংসা, নেতিবাচক কথা, প্রতিশোধ ইত্যাদি হতাশার জন্ম দেয়।

কিন্তু বই পড়ার মাধ্যমে সেই হতাশা কমিয়ে ফেলা সম্ভব। বই পড়ার উপকারিতা এটা অন্যতম। কারণ বইয়ের ভিতর সব ইতিবাচকতা সম্পর্কে লেখা হয়ে থাকে। আর আমরা যখন সেই ইতিবাচক কথাগুলো পড়ে থাকি তখন সেই কথাগুলো আমাদের মনের ভিতরে গেঁথে থাকে।

দিনের-পর-দিন বই পড়তে পড়তে ইতিবাচক কথাগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে। সেই নেতিবাচক চিন্তা ভাবনা গুলোকে বাইরে বের করে দেয়। নেতিবাচক চিন্তা ভাবনার সাথে সাথে আমাদের সকল হতাশাও দূর হয়ে যায়।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩
কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
✨ International Women’s Day Paragraph বাংলা অর্থসহ

See also  সুন্দর মেয়ে প্রোফাইল পিক: সেরা টিপস ও আইডিয়া

শেষ কিছু কথা

বই পড়ার উপকারিতা আরও অনেক আছে। বই পড়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। আমাদের অনেক বেশি করে বই পড়তে হবে। মনে রাখতে হবে প্রকৃত জ্ঞান লাভ করতে হলে বই পড়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। কারণ বই হচ্ছে সকল জ্ঞানের ভান্ডার। জীবনে যারা সফলতা অর্জন করেছেন তারা সকলে অনেক বেশি করে বই পরেছেন।

Leave a Reply