আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেয়ার চিন্তা ধারা করে থাকেন। কিভাবে নিবেন প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আজকে আপনাদের সামনে শেয়ার করব।
আপনারা ইতিমধ্যে অবগত যে প্রবাসী কল্যাণ ব্যাংকে পর্যাপ্ত সুবিধা অনুযায়ী লোন নেয়া যায় এজন্য যারা প্রবাস জীবনে পাড়ি জমাতে যাচ্ছে। অথবা যারা নিজেদের ব্যবসা-বাণিজ্যের জন্য লোন নিতে চাচ্ছে তারা অধিকাংশ মানুষ প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সম্পৃক্ত হতে আগ্রহী।
আজকের এই আর্টিকেলের মূল আলোচনা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর সমস্ত সেবা সম্পর্কে, ইভেন, কিভাবে লোন নিবেন এবং লোন ফর্ম ইত্যাদি সম্পর্কেই আলোচনা করা হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর প্রকারভেদ
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন : প্রবাসী কল্যাণ ব্যাংকের অধীনে যে সমস্ত লোন গুলো আপনি উপভোগ করতে পারবেন সে সমস্ত লোন সেবার শর্ট একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
১ অভিভাষী ঋণ প্রদান।
২. পূর্ণবাসন ঋণ।
৩. বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ।
৪. বিশেষ কোন পুনর্বাসন ঋণ।
উপরে উল্লেখিত যে প্রকল্পের কথা ইতিমধ্যে বলা হয়েছে সেই সমস্ত প্রকল্প অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এ ব্যাংকের যেকোনো গ্রাহক এই লোন সেবা উপভোগ করতে সক্ষম হবে।
তাহলে অপেক্ষা কেন, দেরি না করে এখনি জেনে নিন উপরে উল্লেখিত প্রকল্পগুলির থেকে আপনি যদি লোন নিতে আগ্রহী হন তাহলে কি সমস্ত রিকোয়ারমেন্ট এবং নিয়মাবলী প্রয়োজন হবে।
১. অভিবাসী ঋণ প্রধান
বলে রাখা ভালো যে এই অভিবাসী ঋণ নেয়ার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে যেগুলো আমরা ইতিমধ্যে নিচে উল্লেখ করেছি। অভিবাসী ঋণ প্রধানের ক্ষেত্রে তারা আপনাকে একটা ফর্ম দিয়ে থাকবেন।
লোন নেয়ার যোগ্যতা
- আপনার গরিষ্ঠ আত্মীয় বা নিয়োগকর্তার মাধ্যমে যদি আপনি বিদেশে চাকরির জন্য বিশাল লাভ করে থাকেন।
- আপনার অনুপুষ্টিতে আপনার আত্মীয় স্বজন ঋণ চালানোর মত সক্ষম থাকতে হবে।
- জামিনদার ব্যক্তির আর্থিক স্বচলতা থাকতে হবে।
- আবেদনকারী ব্যক্তির ভিসা যাচাই এর জন্য দুই কপি ছবি এবং ফোন নাম্বার দিতে হবে।
- (এগুলো দিলে ৩ কার্য দিবসের মধ্যে আপনার লোন নেয়ার বিষয়টি কনফার্ম করা হবে)
→ Visit for all job news bangladeshbdjob.com
→ Visit for all job news bangladeshbdjob.com
প্রয়োজনীয় ডকুমেন্টস
আপনি যদি একজন মনোনয়নকৃত ব্যক্তি হয়ে থাকেন আথবা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে আগ্রিহি হন তাহলে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলোর লিস্ট নিচের দিকে মেনশন করা হলো।
- ঋণ দেওয়ার জন্য ব্যাংকের যেকোনো শাখার দায়িত্বগত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হইবে।
- সাদা তোলা আবেদনকারীর দুই কপি (পাসপোর্ট সাইজ) ছবি এবং জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হইবে।
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা প্রদান করতে হইবে।
- আবেদনকারীর জামিনদারের সদ্যা তোরা দুই কপি (পাসপোর্ট সাইজের) ছবি এবং স্বত্বাধিকার সূত্রে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হইবে।
- শারীরিক যোগ্যতার সার্টিফিকেট প্রধান করতে হইবে।
- ঋণ গ্রহণকালে ব্যক্তিকে বীমা সুবিধার্নিতে হবে এবং ইত্যাদি।
প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ পরিষদের চার্জ
- নির্দিষ্ট অংকের ঋণ দেওয়ার পরে টাকা ফেরত দেওয়ার সময় শতকরা সুদের হার ৯ টাকা দিতে হবে।
- বর্তমান অবস্থানরত দেশের ভিসার মেয়াদ অনুযায়ী ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়। সর্বোচ্চ সময়সীমা ২ বছর।
- ঋণ দেওয়ার পরে ব্যক্তিকে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।
২. পুনর্বাসন ঋণ
বাংলাদেশী কোন নাগরিক চাকরীর উদ্দেশ্যে অন্য কোন দেশে গমন করার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অথবা নিয়ােগদাতা কর্তৃক হয়রানির কারণে স্বদেশে ফিরে আসার পর স্বাবলম্বি হওয়ার ইচ্ছায় কোন ধরনের প্রকল্প শুরু করলে সেক্ষেত্রে ব্যাংক ঐ ব্যাক্তির ঋণের আবেদনের প্রেক্ষিতে সহজ শর্তে জামানতে বা জামানত ব্যাতিরেকে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে।
পুনর্বাসন ঋণ গ্রহণ যােগ্যতা ও প্রক্সোজনীয় কাগজপত্র
- প্রকল্প/ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত ব্যাংক শাখায় ঋণের আবেদন করতে হবে।
- বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল।
✨ ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানুন
✨ ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় ২০২৩
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর জন্য আবেদনকারীর সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি ও পাসপাের্ট জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
জামিনদারের সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি, পাসপাের্ট জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র। উল্লেখ্য যে, ঋণ পরিশােধে সক্ষম ঋণ আবেদনকারীর পিতা মাতা/ স্বামী/ স্ত্রী/ ভাই/ বােন। নিকটতম আত্নীয় এবং ঋণ পরিশােধে সক্ষম এমন ব্যক্তি যিনি আর্থিকভাবে সচ্ছল ও সমাজে গণ্যমান্য তিনিও গ্যারান্টর হতে পারবেন।
- হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি (যদি না থাকে কারণ উল্লেখ করতে হবে)
- প্রকল্পের বিস্তারিত বিবরণসহ প্রকল্পের ঠিকানা, ০২ (দুই) বছরের আয়-ব্যয় বিবরণী সহ।
- প্রকল্প স্থান ভাড়া হলে ভাড়া/ লীজের চুক্তিপত্রের ফটোকপি এবং Letter of Disclaimer নিতে হবে।
- এবং নিজস্ব হইলে মালিকানার প্রমানপত্র…
- প্রকল্পে ঋণ গ্রহীতার নিজস্ব বিনিয়ােগের ঘােষণাপত্র।
- জামানতি সম্পত্তির ফটোকপি।
- বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের ফটোকপি।
- প্রশিক্ষণ/ অভিজ্ঞতার সাটিফিকেট এর ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে)।
- ব্যক্তিগত/ প্রকল্পের নামে কোন সংস্থা/ এনজিও/ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘােষণাপত্র।
- ঋণ গ্রহীতার নিকট হতে নিজ নামীয় ০৩ (তিন) টি স্বাক্ষরিত চেকের পাতা ও সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী।
ঋণ সীমা
- পুনর্বাসন ঋণ সীমা সর্বোচ্চ ৫০.০০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
- জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা
- ৩.০০ (তিন) লক্ষ টাকার উর্ধ্বে হতে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে হবে।
- ঋণের পরিমাণ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার উর্ধ্বে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা/ গ্যারান্টরের মালিকানাধীন স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে।
- ঋণের মেয়াদঃ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ (দশ) বছর। বাসে আপনারই পাশে।
- ঋণের পরিশোধসূচীঃ পরিশােধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশােধযােগ্য।
- সুদের হারঃ ৯% (সরল সুদ)।
- সেবা প্রদানের সময়সীমা: যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির ১০ (দশ) কর্মদিবস। বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।
৩. বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন : বাংলাদেশী কোন নাগরিক বৈধভাবে চাকরীর উদ্দেশ্যে বিদেশে অবস্থান করলে ঐ ব্যক্তির উপর নির্ভরশীল পরিবারের যে কোন সদস্য (পিতা, মাতা, স্বামী/ স্ত্রী, সন্তান, ভাই, বােন) অথবা বিদেশ হতে প্রত্যাগমন করলে সেক্ষেত্রে ঐ ব্যক্তি বা তার উপর নির্ভরশীল পরিবারের যে কোন সদস্য (পিতা, মাতা, স্বামী/ স্ত্রী, সন্তান, ভাই, বােন) কে ব্যাংক সহজ শর্তে জামানতবিহীন। জামানতসহ বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ হিসাবে প্রদান করা হবে।
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ গ্রহণে যােগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
প্রকল্প ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় ঋণের আবেদন করতে হবে’ বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল।
আবেদনকারীর সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপাের্ট। প্রযােজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
গ্যারান্টরের সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপাের্ট। প্রযােজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র; প্রকল্পের হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে); প্রকল্পের বিস্তারিত বিবরণসহ প্রকল্পের ঠিকানা ও ০১ এক বছরের আয়-ব্যয় বিবরণী।
প্রকল্প স্থান ভাড়া হলে ভাড়া/ লীজের চুক্তিপত্রের ফটোকপি এবং Letter of Disclaimer নিতে হবে এবং নিজস্ব হইলে মালিকানার প্রমানপত্র; প্রশিক্ষণ/ অভিজ্ঞতার সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে); ব্যক্তিগত/ প্রকল্পের নামে কোন সংস্থা/ এনজিও/ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘােষণাপত্র।
ঋণ গ্রহীতার নিকট হতে নিজ নামীয় ০৩ (তিন)টি স্বাক্ষরিত চেকের পাতা ও সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী; জামানতি সম্পত্তির ফটোকপি। অভিবাসী/ দেশে প্রত্যাগত ব্যক্তির অনুরােধপত্র। প্রবাসী ব্যক্তি বিদেশে আছেন অথবা দেশে প্রত্যাগমন করেছেন তার প্রমাণপত্র।
✨ Amazon থেকে কিভাবে আয় করা যায়
✨ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি
✨ কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
✨ ৭টি জনপ্রিয় অনলাইনে ইনকাম করার সাইট
ঋণ সীমাঃ
প্রকল্প ঋণ ও চলতি পুঁজি। নগদ ঋণ এর ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সীমা ৫০,০০ (পঞ্চাশ) লক্ষ টাকা। জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা; ৩.০০ (তিন) লক্ষ টাকার উর্ধ্বে হতে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে হবে; ঋণের পরিমাণ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার উর্ধ্বে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা গ্যারান্টরের মালিকানাধীন স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে।
ঋণের মেয়াদঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন মেয়াদ সর্বোচ্চ ১০ (দশ) বছর।
সুদের হারঃ পুরুষ ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে ৯% এবং মহিলা ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে ৭% সরল সুদ হারে।
পরিশোধসূচীঃ পরিশােধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশােধযােগ্য। (বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।)
৪. বিশেষ পুনর্বাসন ঋণ নেয়ার উপায়
মনে রাখবেন, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর মধ্যে অন্যতম প্রকল্প হল বিশেষ পুনর্বাসন ঋণ। এই ঋণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিতে অনুগ্রহ করে অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত করতে পারেন। তাদের অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং বিস্তারিত জেনে নিন। অথবা চাইলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন।
উপরে উল্লেখিত লিংক থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে এই ঋণ প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এই ঋণ প্রকল্প কোন কাজে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন উপরের ডাউনলোডকৃত পিডিএফ থেকে।
এছাড়াও, এই প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অন্যান্য দেশ সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত সব তথ্য পিডিএফ এর মধ্যে দেয়া থাকবে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করি প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সম্পর্কে ইতিমধ্যে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়েছেন। এরপরেও যদি আপনার কোন জায়গা থেকে কোন বিষয়ে বুঝতে কষ্ট হয় অথবা কোন প্রশ্ন থাকে তাহলে এখনি আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে ফেলুন আমরা দ্রুত আপনাকে উত্তর জানিয়ে দিব।