পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবে ২০২৩

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবে 2024

Posted on

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবে ২০২৩ !! বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে বিভিন্ন সময়ে নিয়োগ হয়ে থাকে। তবে ২০২১ সাল থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পূর্ণ নতুন নিয়মে তাদের নিয়োগ গুলো পরিচালনা করে আসছে।

প্রথমত শারীরিক মাপ ও শরীরিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ পুলিশের ০৮টি রেঞ্জের ৬৪টি জেলার পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনার প্রয়োজন নিয়মিত অধ্যাবসায় করা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি নিবেন যেভাবেঃ

  • প্রথমত আপনার যেসকল যোগ্যতা থাকতে হবেঃ
  • শিক্ষাগত যোগ্যতা-এসএসসি বা সমমান
  • জিপিএ-কমপক্ষে ২.৫
  • বয়স- ১৮ থেকে ২০ বছর
  • জাতীয়তা-বাংলাদেশী
  • বৈবাহিক অবস্থা- অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
  • উচ্চতা পুরুষ- সাধারণ ও অন্যান্য কোটাঃ ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাঃ ৫ ফুট ৪ ইঞ্চি
  • উচ্চতা নারী- সাধারন বা অন্যান্য কোটাঃ ৫ ফুট ৪ ইঞ্চি, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাঃ ৫ ফুট ২ ইঞ্চি
  • বুকের মাপ (পুরুষ)-সাধারণ ও অন্যান্য কোটাঃ ৩১ বা ৩৩ ইঞ্চি, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাঃ ৩০ বা ৩১ ইঞ্চি
  • দৃষ্টিশক্তি- পুরুষ ও নারী উভয়ের জন্যই ৬/৬
  • ওজন- বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত
  • আবেদন করতে যা যা লাগবেঃ
  • ছবি (৩০০×৩০০) সাইজ
  • স্বাক্ষর (৩০০×৮০) সাইজ
See also  ৫০+ ইসলামিক বোরকা পরা প্রোফাইল পিক ফ্রি ডাউনলোড

►► আরো দেখো: ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য
►► আরো দেখো: ইংরেজি হাতের লেখা সুন্দর করার উপায়

টেলিটকের মাধ্যমে ৩০ টাকা প্রদান করতে হবে এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আবেদন লিংক- http://police.teletalk.com.bd

আবেদনের পর পেমেন্ট পদ্ধতিঃ User ID পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা ব্যালেন্স আছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ০২ টি SMS করতে হবে। SMS TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. প্রবেশপত্র
২. শিক্ষাগত যোগ্যতার সনদপএের মূল কপি।
৩. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদের মূল কপি
৪. নাগরিকত্ব সনদ
৫. অভিভাবকের সম্মতিপত্র
৬. জাতীয় পরিচয়পত্র মূল কপি (যদি আপনার না থাকে তবে বাব/মায়ের পরিচয়পত্রের মূল কপি)
৭. ০৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
৮. ব্যাংক ড্রাফট এর চালানের কপি
৯. মুক্তিযোদ্ধা সনদের মূল কপি ও ফটোকপি (মুক্তিযোদ্ধা কোটার জন্য)
১০. মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে প্রত্যয়ন পত্র (মুক্তিযোদ্ধা কোটার জন্য)
১১. পোষ্য কোটাঃ কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার কর্মকর্তার সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য
১২. আনসার ভিডিপির ৪২ দিনের প্রশিক্ষণের সনদ (আনসার কোঠার জন্য)
১৩. এতিম কোটা
১৪. ক্ষুদ্য নৃগোষ্ঠী সনদ
১৫. চাকুরীজিবি প্রার্থির আবেদনপত্র

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি বিষয়ক আরো তথ্য

  • প্রশিক্ষণকালঃ ০৬ (ছয়) মাস
  • শিক্ষাণবিশ কালঃ ০২ বছর (অবিবাহিত)
  • বেতনঃ ১৭ তম গ্রেড (৯০০০/- থেকে ২১৮০০/-)
  • ঝুকিভাতাঃ চাকুরির বয়স অনুসারে রয়েছে পদোন্নতির সুযোগ।
See also  ৫০+ রোমান্টিক মেয়েদের প্রোফাইল পিক 2024

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা পদ্ধতিঃ কয়েকটি ধাপে নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। তন্মধ্যে রয়েছে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষ।

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি শারীরিক পরীক্ষাঃ শারীরিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ ও সময়ে পুলিশ লাইন্সে উপস্থিত থাকবেন এবং দৌড়, রোপিং ও জাম্পিং পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি লিখিত পরীক্ষাঃ শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়অর পর পরবর্তী তারিখ ও সময়ে পুলিশ লাইন্সে ০১ ঘন্টা ৩০ মিনিটের ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে উত্তীর্ণ হওয়ার জন্য ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাঃ লিখিথ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী তারিখ ও সময়ে ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রস্তুতি লিখিত পরীক্ষার প্রস্তুতিঃ লিখিত পরীক্ষার জন্য বীজগণিত, পাটিগণিত, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, বাংলা ব্যাকরণ, বাংলা রচনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়ের উপর গুরুত্ব দিবেন।

বিশেষ করে ইংরেজি ও গণিতের উপর বেশি গুরুত্ব দিবেন। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের উপর গুরুত্ব দিবেন। সাধারণ জ্ঞানের জন্য দোকান থেকে ভালো যেকোন সাারণ জ্ঞানের বই সংগ্রহ করবেন এবং পড়বেন। নিজ জেলা ও বিভাগ সম্পর্কে অবশ্যই ধারনা রাখবেন।

পাশাপাশি চোখ রাখবেন সম-সাময়ির বিষয়াবলীর উপর। তবে মৌখিক পরীক্ষা জন্য অবশ্যই পরিচ্ছন্ন ও পরিপাটি পোষাকে আসবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে সঠিক প্রার্থীকে নির্বাচিত করা হবে। আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে একটু অধ্যাবসায়তো আপনি করতেই পারেন! তাই পরীক্ষার পূর্বে শুরু করুন পড়াশুনা। নিয়মিত পড়াশুনা করলে অবশ্যই সফলতা আসবে। আপনার জন্য রইল শুভ কামনা।

Leave a Reply