নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব ২৮ জুলাই কি ঘটতে চলেছে। তোমাদের রানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।
রানীর কথা মতো পিংকি আনিসার সঙ্গে ঠিক আগের মতন করে কথা বলে। আর তাদের বিয়ে হানিমুন এসব নিয়ে গল্প করতে থাকে। ওদিকে রানী দুর্জয়ের ঘরে তথ্য সংরক্ষণ করতে থাকলে। হঠাৎ করে দুর্জয় ঘরে এসে পড়ে। এসে বলে আপনি আমার ঘরে কি খুঁজছেন। রানী দুর্জয়কে বলে নিচে খুব ধুলো পড়ে গেছে তো সেগুলো পরিষ্কার করেছিলাম। দুর্জয় বলে একদম মিথ্যে কথা বলবেন না আমাকে। যান বেরিয়ে যান আমার ঘর থেকে।
এদিকে দেখা যায় দুর্জয় ঘরে হওয়া সমস্ত কথা। আনিসা তার কানে লাগানো। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে শুনতে পায়। সেটা দেখে পিংকি আনিসাকে বলে তোমার কাছে কোন ইম্পরট্যান্ট কল এসেছে। আনিসা তখন বলে নার্সিংহোমে এত কাজের প্রেসার এর জন্য সব সময় কানে হেডফোন লাগিয়ে রাখতে হচ্ছে। এই বলে আনিসা পিংকি বৌদির কাছ থেকে চলে যায়। সোজা করে রানীর কাছে গিয়ে বলে। তুমি দুর্জয়ের ঘরে কি করছিলে? তোমার তো দেখি সবকিছুতে একটু বেশিই কৌতুহল। ওই ঘরে আমাদের অনেক পার্সোনাল জিনিস আছে, আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। তোমার ওই ঘরে যাওয়া নিষেধ। আমি যেমন আমার ভালো করলে পুরস্কার দেই। তেমনি আমার খারাপ কিছু করলে শাস্তিও দেই। কথাটা মনে রেখো। এই বলে আনিসা সেখান থেকে চলে যায়।
তখন সেখানে পিংকি আসে। রানী তখন পিংকি কে বলে। আমি যে দুর্জয়ের ঘরে গিয়েছিলাম সেটা আনিসা তোমার ঘর থেকেই জানতে পেরে গেছে। দুর্জয়ের ঘরে তো কোন হিডেন ক্যামেরা রেকর্ডার কিছুই নেই। তাহলে জানলো কি করে। পিংকি বলে শোনো। কিছু আগে ওর কানে লাগানো ব্লুটুথ হেডফোনে ও কিছু একটা শুনলো। সেটা শুনে মনে হলো টেনশনে পড়ে গেল। তারপর আমার ঘর থেকে ছুটে বের হয়ে গেল। রানী বলে ও কি দুর্জয়ের মাধ্যমে কোন কিছু জানতে পেরেছে। আর সেটা যদি জানতেও পারে। সেই ডিভাইস টা কোথায় লুকানো আছে।
রাত্রিবেলা রানী নার্সিংহোমে এসে। ডাক্তার সেনের হাত-পা বেঁধে ডাক্তার সেনকে বলে। আজকে আপনার অপারেশন হবে। আর সেটা কোন কারণ ছাড়াই। যে আপনি ডক্টর দুর্জয় সেনগুপ্তর অপারেশন টা করেছেন। কাঁচ দিয়ে কাটলে তো সেই জায়গাটা হেকা বেকা হওয়ার কথা। কিন্তু আপনি সেলাইটা করেছেন সোজাভাবে। মনে হয় না দুর্জয় সেনগুপ্তর কাঁচে কাটা অপারেশন হয়েছিল সেদিন। আপনার অপারেশন আটকাতে চাইলে। সেদিন যা যা হয়েছিল তা আমাকে বলে দিন। আমি রেকর্ড করবো। কিছু লুকানোর চেষ্টা করবেন না।
এরপর ডাক্তার সেনগুপ্ত রানীকে বলে। আমি আনিসা ম্যাডামের কথা মতোই কাজ করেছি। উনি আমাকে বলেছিলো দুর্জয় সেনগুপ্তর পেট কেটে। ট্রান্সমিটার টা দুর্জয় সেনগুপ্তর পেটে প্রতিস্থাপন করে দিতে। এই কথা শুনে তো রানী অবাক হয়ে যায়।
হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!