তোমাদের রানী আজকের পর্ব 02 আগস্ট ফুল এপিসোড

তোমাদের রানী আজকের পর্ব 02 আগস্ট ফুল এপিসোড

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি তোমাদের রানী আজকের পর্ব ০২ আগস্ট কি ঘটতে চলেছে। তোমাদের রানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।

সেনগুপ্ত বাড়িতে পুলিশ আসলে। অফিসারকে সবাই দুর্জয়ের কিডন্যাপের ব্যাপারটা বলে। আর বলে যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয়কে খুঁজে এনে দিতে। পুলিশ অফিসার বলে আমরা তদন্ত শুরু করে দিয়েছি। এরপর রিতম রানীকে ফোন দিয়ে বলে। পুলিশ অফিসার এসেছিলো সেনগুপ্ত বাড়িতে। উনারা তদন্ত শুরু করে দিয়েছে। রানী কথা শুনে বলে ভালো খুব ভালো। কিছু সময়ের মধ্যেই আমি ওই বাড়িতে যাচ্ছি দুর্জয়কে নিয়ে। আজকে আনিসার মুখোশ খুলে দিব। সব সত্যি কথা সবাইকে বলে দেবো। কিন্তু দুর্জয়ের জ্ঞান এখনো ফিরেনি।

এরপর রানী হঠাৎ রাস্তার সামনে দেখতে পায়। দুনীর মতন জামা পড়ে। একটি মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। রানী গাড়ি থেকে নেমে এসে। সেই মেয়েটিকে দুনি ভেবে কোলে নেয়। কিন্তু পরে দেখে এটা দুনি নয়। রানী চিৎকার করে বলতে থাকে এটা কার বাচ্চা। তখনই বাচ্চাটির মা এসে বলে এটা আমার বাচ্চা। রানী বলে বাচ্চাটাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করে রেখেছেন। আর এই জামাটায় বা আপনি কোথায় পেলেন।

তখন সেই মহিলা বলে, একজন এসে আমাকে এই জামাটা দিয়ে গেছে আর অনেকগুলো টাকা দিয়ে বলে গেছে। এই জামাটা পড়ে যেন আমার মেয়েকে রাস্তার মাঝখানে দাঁড় করে রাখি। এই বলে সেই মহিলাটা সেখান থেকে চলে যায়।

See also  তোমাদের রানী আজকের পর্ব 27 জুলাই bd story

এরপর আনিসা রানীকে ফোন করে বলে। সে দুনি কে কিডন্যাপ করে নিয়েছে। এই কথা শুনে তো রানী ঘাবড়ে যায়। আনিসা বলে কোনরকম চালাকি করার চেষ্টা করবি না। পুলিশে খবর দিবি না তাহলে কিন্তু আমি দুনির ক্ষতি করে ফেলব। এই বলে আনিসা ফোনটা রেখে দেয়। এদিকে দুনি কে বাড়িতে খুঁজে পাওয়া না গেলে। মাদুরী কাঁদতে কাঁদতে বারান্দায় এসে বলে। দুনি ঘরে নেই দুনিকে খুঁজে পাচ্ছি না। একথা শুনে তো সবাই চিন্তিত হয়ে পড়ে।

এদিকে গাড়িতে দুর্জয়ের জ্ঞান ফিরে আসলে। রানীকে দেখতে পেয়ে। দুর্জয় বলে রানী তুমি বেঁচে আছো। তুমি এতদিন কোথায় ছিলে। তখন হঠাৎ করে দুর্জয়ের পেটে ব্যথা করে উঠলে। রানী বলে কি হলো জল খাবে। দুর্জয় বলে, আগে বলো তুমি কোথায় ছিলে। এই বলে রানীকে জড়িয়ে ধরে দুর্জয়।

হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!

Leave a Reply