বিডিস্টোরিলাইভ এর নতুন আরো একটি আর্টিকেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলের টপিক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩ নিয়ে। ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে তিনটি পরীক্ষা সম্পূর্ণ করতে হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে রিটার্ন পরীক্ষা, এবং দ্বিতীয়টি হচ্ছে মৌখিক এবং তৃতীয়টি প্রাক্টিক্যাল। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য উপযুক্ত হবেন।
আজকে আপনাদেরকে জানাবো রিটার্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলোর কমন উত্তর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩। এই উত্তরগুলোর মাধ্যমে আপনি রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন খুব সহজে। মূলত রিটার্ন পরীক্ষার জন্য তারা ২০ মিনিট টাইম প্রদান করে থাকে এবং এই টাইমের মধ্যে আপনাকে তাদের দেওয়া প্রশ্নগুলোর উত্তর হাতে লিখে দিতে হয় এবং কিছু MCQ থাকে যেগুলো সঠিকভাবে ফিলাপ করতে হয়।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩ সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। এখানে মূলত ২০ মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং পাস মার্ক হচ্ছে ১২। পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই লার্নার কার্ড আপনার সাথে রাখতে হবে। পরীক্ষা সম্পূর্ণ হলে আপনার প্রশ্ন পত্রের সাথে লার্নার কার্ড সংযুক্ত করে দেয়া হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন বেশিরভাগ সময় একই হয়ে থাকে তাই আপনি নিচে উল্লেখিত প্রশ্নগুলো একবার পড়লে আশা করি আপনি রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং সর্বোচ্চ মার্ক পেতে পারেন।
রিটার্ন পরীক্ষায় কি কি কাজ?
রিটার্ন পরীক্ষার জন্য কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট হলরুম প্রদান করে থাকে যেখানে ৫০-৭০ জন মানুষ একসাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। আর এটি মূলত মিরপুর-১৩ নাম্বারে অনুষ্ঠিত হয়। এই লিখিত পরীক্ষার জন্য তারা একটি প্রশ্নপত্র প্রদান করে থাকে এবং প্রশ্নপত্র প্রদান করার পূর্বে আপনাকে কিছু সতর্কবাণী জানাবে।
সতর্কবাণী: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন : হলের মধ্যে কোন প্রকার মোবাইল এলাও নয় তাই আপনার পকেটে মোবাইল থাকলে সেটি সাইলেন্ট করে রাখুন। কোনভাবে মোবাইলের মাধ্যমে আপনার প্রশ্নগুলো লিখতে পারবেন না এবং কর্তৃপক্ষ এটি দেখলে আপনার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এছাড়াও নির্দিষ্ট টাইম এর মধ্যে আপনার পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। পরীক্ষার রেজাল্ট পাওয়ার জন্য তারা নির্দিষ্ট সময় আপনাকে বলে দিবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন পত্রের উপরে “পরীক্ষার তারিখ, পরীক্ষার্থীর নাম, পরীক্ষার রোল নম্বর এবং লার্নার লাইসেন্স নম্বর” লিখতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন কোন ভাবে এটি ভুল না হয়। হয়তো এখানে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে কোন একটি ভুল করলে আপনার পরীক্ষাটি বাতিল বলে গণ্য হতে পারে। এবার নির্দিষ্ট টাইম এর মধ্যে আপনাকে প্রশ্নপত্র জমা দিতে হবে।
- Amazon থেকে কিভাবে আয় করা যায়
- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি
- কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো?
১. সংক্ষেপে উত্তর – ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩
ক. লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়?
উঃ হর্ন বাজানো নিষেধ
খ. ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উঃ ১৮ বছর
গ. গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?
উঃ বাম পাশ দিয়ে
ঘ. ট্রাফিক সাইন কত প্রকার?
উঃ ৩ প্রকার
ঙ. গাড়িতে সাধারণত কত ভোল্টের ব্যাটারি ব্যবহারিত হয়?
উঃ ১২ভোল্টের ব্যাটারি
চ. লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার?
উঃ ২ প্রকার
২. সঠিক উত্তরে ঠিক (●) চিহ্ন দিন।
ক. কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে?
১. গোল চত্বরে
● অন্ধ বাঁকে
৩. ইউ টার্নের নিকট
৪. হাসপাতাল
খ. সাইলেন্সার এর কাজ কি?
● শব্দকে নিয়ন্ত্রণ করা
২. ধোঁয়া নির্গমন করা
৩. বায়ু দূষণমুক্ত করা
৩. ইঞ্জিনের গমন বাতাস বের করা
গ. গোল চত্বরে তুলে গাড়ি চালানোর নিয়ম-
১. সুযোগ মত বের হয়ে যান
● ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন
৩. বাম দিকের গাড়ি আগে যেতে দিন
৪. যেদিকে মোর ঘুরাবেন সেদিকে সিগনাল দিন
ঘ. গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-
১. দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে
● থামার জন্য প্রস্তুতি নিতে হবে
৩. গাড়ির স্টার্ট বন্ধ করতে দিতে হবে
৪. আস্তে আস্তে এগিয়ে যেতে হবে
ঙ. গণ কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেডলাইট জ্বালাইতে হয় কেন?
১. রাস্তা দেখিবার জন্য
● গাড়ির অবস্থান বোঝানোর জন্য
৩. ডানে মোর নেবার জন্য
৪. ওভারটেক করার জন্য
চ. ড্রাইভিং লাইসেন্স বিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি?
১. ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা
● ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা
৩. ৩০,০০০ টাকা পর্যন্ত জরিমানা
৪. ৩৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা
ছ. টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে?
● ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা
২. গিয়ার বক্সের কার্যকারিতা তাপমাত্রা
৩. রেডিয়েটরের কার্যকারী তাপমাত্রা
৪. গাড়ির কার্যকারী তাপমাত্রা
জ. গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি?
১. নিকটস্থ থানায় খবর নেওয়া
২. দুর্ঘটনা কবলিত গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া
৩. পালিয়ে যাওয়া
● আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা
৩. ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্নের উত্তর-
ক. ইঞ্জিন সাধারণত কত প্রকার?
উঃ ২ প্রকার
খ. পেট্রোল ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে স্পার্ক প্লাগ থাকে কয়টি?
উঃ ১টি
গ. ইঞ্জিন ভাল্ব কত প্রকার?
উঃ ২ প্রকার
ঘ. ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েলের লেভেল কমে থাকলে কি হতে পারে?
উঃ ব্রেক ফেল হতে পারে
ঙ. গাড়ির বিয়ের পরিবর্তনের সময় অবশ্যই-
উঃ ক্লাস চাপতে হবে
চ. পিস্টন রিং কতো প্রকার?
উঃ ২ প্রকার
শেষ কথা
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩ উত্তরগুলো উপরে ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। আপনারা এখান থেকে সরাসরি উত্তরগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়াও প্রশ্নপত্রের একদম নিচের দিকে লক্ষ্য করলে পরীক্ষার্থীর স্বাক্ষর বলে কিছু একটা লেখা থাকবে সেখানে পরীক্ষা শেষে আপনাকে স্বাক্ষর করে বের হতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩ বিভিন্নভাবে হতে পারে। তবে বেশিরভাগ সময় উপরে উল্লেখিত প্রশ্নগুলো হয়ে থাকে তাই ২-১ বার উপরে উল্লেখিত প্রশ্নগুলো দেখে নিন এতে আপনার উপকৃত হবেন। BRTA কর্তৃপক্ষ আপনাকে কোনভাবেই সহযোগিতা করবে না প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে।
মৌখিক পরীক্ষায় অবশ্যই আপনাকে জ্ঞানী হতে হবে। কেননা, সেখানে আপনাকে বেশ কিছু সাইন দেখানো হয়ে থাকবে সেগুলোর সঠিক উত্তর দিতে হবে।