প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “গণতন্ত্র” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয়? যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
গণতন্ত্র অনুচ্ছেদঃ
” অর্থ জনগণ, ” অর্থ শাসন। অর্থাৎ, গণতন্ত্র বলতে জনগণের শাসন ব্যবস্থা। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যা জনগণের সংখ্যাগরিষ্ঠতার স্বনির্বাচিত ব্যবস্থা এবং যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আরও সহজভাবে বলা যায়, যে শাসন-ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তিরই অংশ রয়েছে, সেটাই গণতন্ত্র। গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিংকন। তিনি বলেছেন, ‘গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার । মানুষ তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে আজ পর্যন্ত যতগুলো শাসন পদ্ধতি উদ্ভাবন করেছে তার মধ্যে গণতন্ত্রই শ্রেষ্ঠ বলে বিবেচিত। গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য আধুনিক ও সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণ নির্ভর করে মানবিক আচরণ ও মূল্যবোধের ওপর। গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মূলনীতি কাজ করে তা হলো। জনগণই সকল ক্ষমতার উৎস। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালির কোনো স্থান নেই।
আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।
মতামত গ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও যৌক্তিকতা গণতন্ত্রের অনন্য বৈশিষ্ট্য। দেশের আপামর জনসাধারণের কল্যাণসাধনই গণতন্ত্রের মূল উদ্দেশ্য। গণতন্ত্র এখন পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পরিগণিত। একটি দেশে গণতন্ত্র আসে অনেক সংগ্রামের পর গণতন্ত্রের সুফল জাতীয় পর্যায়ে পৌঁছাতে হলে সমাজ সন্ত্রাসমুক্ত রাখতে হবে। গণতন্ত্রের মূল চেতনাটি দেশের প্রতিটি নাগরিকের অন্তরে ধারণ করতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর। তারা সহিষ্ণু রাজনীতির সংস্কৃতি টিকিয়ে রাখলে কায়েম হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা । জনগণ ভোগ করবে স্বাধীনতা ও মুক্তগণতন্ত্রের সুফল।