কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনুচ্ছেদ রচনা (৬, ৭, ৮, ৯, ১০ শ্রেণি)

Posted on
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো “কম্পিউটার শিক্ষার গুরুত্ব” অনুচ্ছেদ রচনাটি কিভাবে লিখতে হয়? যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ।
 
কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনুচ্ছেদঃ
বিজ্ঞানের অন্যতম আবিষ্কার কম্পিউটার। এটি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শুধু গেমস খেলার জন্য, গান শোনা বা ভিডিও দেখার জন্য কম্পিউটার অপারেটিং সম্বন্ধীয় জ্ঞান অর্জন করার মধ্যে কোনো সার্থকতা নিহিত নেই। কম্পিউটার বিষয়ক শিক্ষালাভ করতে হবে শিক্ষাক্ষেত্রে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে যেন ঐ জ্ঞান কাজে লাগে এ লক্ষ্যে। এরকম কিছু শিক্ষণীয় এবং সর্বোচ্চ প্রয়োগ উপযুক্ত কম্পিউটার শিক্ষা বিষয়ক শিরোনাম হলো MS (Microsoft Word, MS Excel, Power Point Presentation, MS Access/Database, Graphics & Designing (Adobe Photoshop & Adobe Illustrator), SPSS (Statistical Package for Social Science) ইত্যাদি। MS-Word, Excel, PPT ও MS Access প্রয়োজন হয় শিক্ষাক্ষেত্রে, প্রকাশনা জগতে এবং ব্যবসায়ক্ষেত্রসহ সকল কার্যক্ষেত্রে। 
 

আরো পড়ুনঃ সকল অনুচ্ছেদ রচনার লিংক।

 
MS-Word সংশ্লিষ্ট কম্পোজ করা/টাইপ করা, লে-আউট, গেট-আপ প্রভৃতি জ্ঞান বাস্তবে বহু কাজে প্রয়োগ করা যায়। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটারের মাধ্যমে পড়াশোনাও করতে হয়। আর এজন্য বিভিন্ন সফটওয়্যার (অপারেটিং ও অ্যাপ্লিকেশন) সম্বন্ধীয় জ্ঞান থাকা অত্যাবশ্যক। কম্পিউটারের জ্ঞান না থাকলে বিভিন্ন চাকরি ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায় না। সেদিন আর বেশি দূরে নয়, যখন সবকিছুই কম্পিউটার নিয়ন্ত্রিত হয়ে উঠবে। তাই, সুযোগ পেলেই কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।
See also  উপসর্গের বৈশিষ্ট্য লেখ? উপসর্গের শ্রেণীবিন্যাস ।

Leave a Reply