নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি কথা বাংলা ধারাবাহিকের আজকের পর্ব ১৯ আগস্ট কি ঘটতে চলেছে। কথা সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো।
অগ্নি আর ম্যান্ডির আন্টি বদলের সময়। অগ্নি ম্যান্ডিকে আন্টি পড়িয়ে দেয়। সেটা দেখে কথা মনে মনে কষ্ট পায়। এরপর ম্যান্ডি অগ্নি কে আন্টি পরতে গেলে। অগ্নির অনামিকা আঙ্গুলে ব্যান্ডেজ করা থাকে। সেটা দেখে ম্যান্ডি বলে তোমার হাতে তো ব্যান্ডেজ করা। এবার আমি আন্টি টা কোথায় পড়াবো।
অগ্নি বলে, তুই আমার কনিষ্ঠা আঙ্গুলে আন্টিটা পড়িয়ে দে। তারপর ম্যান্ডি কনিষ্ঠা আঙ্গুলেই আংটিটা পড়িয়ে দেয়। এরপর গুহ বাড়ির সবাই নাচ গান নিয়ে মেতে ওঠে। তারপর কথা অগ্নির সাথে রোমান্টিক কল্পনা করতে থাকে। এরপর হঠাৎ করে কথার কল্পনা ভেঙ্গে যায়। তারপর নাচ গানের অনুষ্ঠান শেষ হয়ে গেলে। কথা ঘরে এসে। অগ্নিকে খুঁজতে থাকে। সেই মুহূর্তে অগ্নি সারা গায়ে ব্যান্ডেজ করে কথার সামনে আসে। কথা অগ্নি কে চিনতে না পেরে ভুত ভূত করে চিৎকার দিতে থাকে।
অগ্নি বলে আরে আমি। কথা বলে আপনি এরকম সেজেছেন কেন। অগ্নি বলে কাল গায়ে হলুদ। তাই আমার গায়ে যেন কেউ হলুদ না মাখাতে পারে। তাই জন্য পুরো গায়ে ব্যান্ডেজ করে রেখেছি। কথা বলে আপনি চান না যে আপনার গায়ে হলুদ হোক। ঠিক আছে হবে না। হবে না গায়ে হলুদ।
ঠিক তখনই সেখানে ম্যান্ডি এসে বলে ওঠে। তোমার কি হয়েছে, পুরো গায়ে ব্যান্ডেজ কেন? পিছন থেকে কথা বলে আরে চুলকানি হয়েছে। আর ডাক্তারবাবু তাই সারা গায়ে ওনাকে ব্যান্ডেজ দিতে রাখতে বলেছে। এই কথা শুনে ম্যান্ডি বলে কালকে আমাদের গায়ে হলুদ।
অগ্নি বলে তোর গায়ে হলুদ হবে। আর আমার গায়ে হলুদ হবে না। এরপর কথা ম্যান্ডিকে নিয়ে বাইরে এসে বলে। অগ্নি বাবুর সারা গায়ে চাকা চাকা লাল লাল হয়েছে। ওর থেকে যদি তোর হয়ে যায়। এই বলে ম্যান্ডিকে ভয় দেখায়। ম্যান্ডি ভয় পেয়ে গিয়ে বলে। আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর কথা অগ্নিকে শুভরাত্রি বলে সেখান থেকে চলে যায়।
হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ছিলো কথা ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। আশা করি আজকের কথা বাংলা ধারাবাহিকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন বাংলা সিরিয়ালের রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!