ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার – AdSense Eligibility Checker 2023

Posted on

প্রিয় বন্ধুরা আমরা আজকে একটা ভিন্ন ধরনের টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমরা আজকে আপনাদের জানাবো ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো। কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার এই ওয়েবসাইটটি গুগলের এডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা! যদি অ্যাডসেন্স পাওয়ার উপযোগী না হয় সে ক্ষেত্রে করণীয় কি?

প্রথমত গুগল এডসেন্স কি সেটা সম্পর্কে আপনাকে অবগত হতে হবে অবশ্যই। গুগল এডসেন্স হচ্ছে একটি এড নেটওয়ার্ক যেটা সম্পুর্ণ গুগলের দ্বারা পরিচালিত হয়ে আসছে।আপনার যদি একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ওয়েবসাইট কিংবা একটি সফটওয়্যার থাকে সেক্ষেত্রে অবশ্যই অর্গানিক উপার্জনের ক্ষেত্রে গুগল এডসেন্স এর বিকল্প কিছুই নেই।

এখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন অথবা আপনি লেখালেখি করে টাকা উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনার আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি তৈরি কিনা সেগুলো চেক করার জন্য ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল চেকার টুলস নিয়ে বিস্তারিত তথ্য নিচে থাকছে।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার কি?

এটি হচ্ছে একটি টুলস তবে আপনাদের সঙ্গে কয়েকটা টুলসের পরিচয় করিয়ে দিব যেগুলো থেকে আপনারা ধারণা পেতে পারেন যে আপনার ওয়েবসাইটে এখনও কোন জিনিসটা বাকি আছে অথবা কোন জিনিসটা পরিপূর্ণ হয়নি।

সত্যি কথা বলতে পরিপূর্ণভাবে গুগলে থাকা কোন টুলস কাজ করে না তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রিমিয়াম ভার্সনগুলো সঠিকভাবে কাজ করতেও পারে তবে ফ্রী টুলস গুলো সঠিকভাবে কাজ করে না কেবলমাত্র ফ্রী টুলস গুলো থেকে আপনি ধারণা পেতে পারেন। ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস গুলো থেকে আপনার ধারনা পাবেন তবে এটা থেকে আপনি ১০০% রাইট ইনফর্মেশন পাবেন না হয়ত।

প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিব দারুন একটি ফ্রী টুলসের সঙ্গে! এই টুলস এর নাম হচ্ছে “https://apps.webmatrices.com/adsense-eligibility-checker” অথবা আপনি গুগলে যদি সার্চ করে থাকেন AdSense Eligibility Checker সে ক্ষেত্রে হয়তো এই দুযের সন্ধান পেয়ে থাকবেন। এই টুলস আপনাকে মোটামুটি একটা বেসিক ধারনা দিতে পারবে আপনার ওয়েবসাইট সম্পর্কে।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস গুলোর মধ্যে এটি অন্যতম। দীর্ঘদিন যাবত এই টুলস ব্যবহার করে আমরা এসেছি এবং এই টুলস এর মাধ্যমে আমরা মোটামুটি ধারণা পেয়েছে তা অনেকটাই সঠিক বলে গণ্য করা যেতে পারে। তবে এই দুই আমাকে সব সময় সঠিক তথ্য দিতে পারেনি কিছু কিছু সময় ভুল তথ্য প্রদান করতে সক্ষম হয়েছেন।

আর্টিকেলের একদম সর্বশেষ পর্যায় আমি এই গ্রুপের লিংক সঠিকভাবে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ক্লিক করে নিচে দেওয়া ইনফরমেশন গুলো সঠিকভাবে পূরণ করবেন। ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস এর কাজ কিভাবে করতে হয় সে বিষয়টি নিচে উল্লেখ করা হয়েছে।

টুলস দিয়ে কিভাবে চেক করব?

  • ডোমেইন বয়স
  • ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ
  • কান্ট্রি
  • প্রেজ ইনফর্মেশন
  • ডোমেইন এক্সটেনশন
  • ট্রাফিক রেজাল্ট
  • মান্থলি ট্রাফিক
  • স্কয়ার কত

প্রথমত নিচে থাকা কাঙ্খিত লিংকে ক্লিক করার পরে উপরে থাকা পিকচারের মত একটি ইন্টারফেস দেখবেন, AdSense Eligibility Checker লেখা বক্সের মধ্যে আপনার যে ওয়েবসাইটের তথ্য গুলো চেক করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের লিংক প্রদান করিবেন। অতঃপর সার্চ আইকনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের তথ্যগুলো অনুসন্ধান করার জন্য পারমিশন দেবেন।

এবার, ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুনস আপনার ওয়েবসাইটের ডোমেইন বয়স, ডোমেইন এক্সটেনশন, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, ট্রাফিক রেজাল্ট, কান্ট্রি, মান্থলি ট্রাফিক, প্রেজ ইনফর্মেশন এবং সর্বশেষ সবমিলিয়ে আপনার এ স্কয়ার কত সেটি দেখানো হবে।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার (AdSense Eligibility Checker) টুলস আপনাকে যে ইনফর্মেশন দেখিয়েছেন সেগুলো ১০০% সঠিক ইনফরমেশন নয় যে বিষয়টি আমরা আগেই উল্লেখ করেছি তবে আপনার আইডিয়া পাওয়ার জন্য এই ইনফর্মেশন গুলো যথেষ্ট। গুগলে থাকা কোন টুলস শতভাগ সঠিক ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে পারবে না।

ডোমেইন বয়স কত হতে হবে?

এই টুলস যে ইনফর্মেশন দিয়েছেন সে অনুযায়ী আপনার ডোমেইন এর বয়স মিনিমাম ৬ মাস হতে হবে। এছাড়াও গুগোল পুরনো ডোমেইন গুলোতে এডসেন্স এড করার ক্ষেত্রে খুবই প্রায়োরিটি দিয়ে থাকেন। আপনার ডোমেইনটি গুগলের কাছে যত বিশ্বস্ত তা অর্জন করতে পারবে ততো তাড়াতাড়ি আপনি গুগল অ্যাডসেন্স অনুমোদন পেতে পারবেন।

অনেক সময় আমরা ডোমেইন কিনে কয়েক দিনের মধ্যে কনটেন্ট সংখ্যা বাড়িয়ে দ্রুত এপ্লাই করে দিই এটা আমাদের জন্য একটা রং সাইট। গুগলের কাছে পুরনো ডোমেইনগুলো খুব বেশি পেয়ে থাকে। তাই আপনি চেষ্টা করবেন আপনার ডোমেইনটি মিনিমাম ৩-৬ মাসের পুরনো হওয়ার পরে কেবলমাত্র এপ্লাই করার জন্য।

ডোমেইন এক্সটেনশন কতটা জরুরি?

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস যে ইনফরমেশন দিয়েছে সে ক্ষেত্রে টপ লেভেল ডোমেইন গুগলের কাছে খুব বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। যে ডোমেইনগুলো টপ লেভেলের না সেগুলো গুগলের কাছে তেমন বেশি গুরুত্ব পায় না বলে দাবি করেন তবে এটা অনেকটা সত্ত।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার : আপনার ডোমেইন এক্সটেনশন যদি .com হয়ে থাকে, অথবা (.org, .net, .info, .com.bd, .com.net) এইগুলো টপ লেভেল ডোমেইন। আবার (.xyz, .me, .online) এই ডোমেইনগুলো কে টপ লেভেল ডোমেইন হিসেবে গণ্য করা হচ্ছে না। তবে আমরা দেখেছি (.xyz) ডোমেইন এক্সটেনশন গুলোকে গুগোল সমান প্রায়োরিটি দিচ্ছে। এজন্য আমাদের কাছে ব্যক্তিগতভাবে ডমিন এক্সটেনশন তেমন ম্যাটার মনে হচ্ছেনা।

ওয়েবসাইট কোন ভাষার হতে হবে?

যেহেতু গুগল প্রত্যেকটা দেশের জন্য এভেলেবেল, সেক্ষেত্রে গুগল প্রত্যেকটা ভাষাকে এবং প্রত্যেক ল্যাঙ্গুয়েজকে তারা সমানভাবে প্রায়োরিটি দিচ্ছে। তবে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কে তারা একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে।

বর্তমানে এই আর্টিকেলটি আপনি যে ওয়েবসাইটে পড়ছেন এটিও কিন্তু একটা বাংলা ওয়েবসাইট এটাতেও গুগল এডসেন্স অ্যাপ্রুভ দিয়েছেন, অর্থাৎ গুগলের কাছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার ভাষায় কনটেন্ট লিখে গুগোল অ্যাডসেন্সে গ্রুপে তে পারেন।

ট্রাফিক কত থাকতে হবে?

আমরা বিভিন্ন গ্রুপে বিগেনারদের প্রশ্নে দেখতে পাই যে গুগল এডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার ক্ষেত্রে কতগুলো অর্গানিক ট্রাফিক ট্রাফিকের প্রয়োজন হয়ে থাকে? তাদের প্রশ্নের উত্তর হচ্ছে! আপনার ওয়েবসাইটে প্রত্যেকদিন, অথবা মান্থলি মিনিমাম কিছু অর্গানিক ট্রাফিক থাকা জরুরি। অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলসের ইনফর্মেশন অনুযায়ী এখানে দেখানো হয়ে থাকে মান্থলি আপনার ওয়েবসাইটে কত ট্রাফিক রয়েছে। অথবা সর্বমোট আপনার ওয়েবসাইটে কত ট্রাফিক ঢুকেছে। এবং এটা গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে কিনা।

►► আরো দেখো: Amazon থেকে কিভাবে আয় করা যায় 2023
►► আরো দেখো: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি 2023
►► আরো দেখো: কিভাবে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিবো? 2023

কোন দেশে এডসেন্স এভেলেবেল?

আমি পূর্বেই যেহেতু ভাষার কথা বলেছি তাই নতুন করে বলছি না যে গুগলের কাছে কোন দেশ ছোট নয় বরং সব দেশেই সমানভাবে প্রায়োরিটি দিচ্ছে গুগল। তাই প্রত্যেকটা দেশকে গুগল তাদের সার্ভিস নেয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছে। যে কোন দেশে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন। Google AdSense কোন দেশের জন্য লিমিটেশন নেই।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস গুলো আপনাকে কেবলমাত্র জানাবেন যে আপনার ওয়েবসাইট কোন কান্ট্রি থেকে পরিচালনা করা হচ্ছে। অথবা কোন কান্ট্রি থেকে কোন ল্যাঙ্গুয়েজে এটি পরিচালিত হচ্ছে। যেহেতু এই টুলসগুলো আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারবে না, তাই কিছু কিছু ক্ষেত্রে এখানে ভুল ইনফরমেশন দেখানো হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক ইনফরমেশন গুলো দেখানো হয়।

ওয়েবসাইট পেইজ কতটা জরুরি?

আমরা আমাদের অ্যাডসেন্সে গ্রুপ করার ট্রিক্স আর্টিকেল গুলোতে এর সম্বন্ধে ইতিমধ্যে আলোচনা করেছি যে একটা ওয়েবসাইটের জন্য পেইজ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।আপনার ওয়েবসাইটে যদি কোন পেইজ তৈরি করা না থাকে অথবা পেজ তৈরি করা রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের কোন ইনফরমেশন নেই তাহলে সেই ওয়েবসাইটে গুগল কখনোই এডসেন্স অ্যাপ্রুভ দিবেন না।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার এখানে নির্দিষ্ট একটা এসকয়ার ধরে আপনাকে টুলস এর রেজাল্ট গুলো দেখায় যে আপনার ওয়েবসাইটে কি কি টুলস রয়েছে এবং এই টুলসগুলো যথেষ্ট কিনা অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে। সর্বোপরি আপনার ওয়েবসাইটে যে পেইজ গুলো প্রয়োজনঃ (About Us, Contact Us, Privacy Policy, Terms and Condition And Disclaimer) পেইজ গুলো একদমই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ কথাগুলো

আমরা আপনাদের জানিয়েছি যে এই টুলসগুলো কেবলমাত্র আপনাকে আইডিয়া দিতে পারবে তবে হয়তো সব তথ্যগুলো সঠিক দিতে পারবে না সে বিষয়টি মাথায় রেখে ধারণা পাওয়ার জন্য আপনি আপনার ওয়েবসাইটটি এই গ্রুপের মাধ্যমে চেক করতে পারেন। টুলস লিংক “https://apps.webmatrices.com/adsense-eligibility-checker” এই লিঙ্কে ক্লিক করে উপরে দেওয়া তথ্য অনুযায়ী আপনি সবগুলো চেক করতে পারেন।

ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রভাল চেকার টুলস গুলোর মধ্যে এই টুলসটি সর্বোপরি মোটামুটি কিছু ইনফরমেশন সঠিক দিতে সাহায্য করবে। এছাড়াও গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন! গুগল এডসেন্স দ্রুত পাওয়ার জন্য কি কি করতে হবে সে বিষয়বস্তু সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে আরও একটি আর্টিকেল হয়েছে চাইলে আপনি পড়ে আসতে পারেন।

এছাড়াও দীর্ঘ সময় ধরে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপনার যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অনুগ্রহ করে একটি কমেন্ট করুন, অথবা আর্টিকেলটি শেয়ার করতে পারেন।