আজকের সিমেন্টের দাম কত ২০২৪ সিমেন্টের দাম কত ২০২৪ প্রতি বস্তা সিমেন্টের দাম কত ২০২৪

আজকের সিমেন্টের দাম কত ২০২৪ | সিমেন্টের দাম কত ২০২৪ | প্রতি বস্তা সিমেন্টের দাম কত ২০২৪

Posted on

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি। বাংলাদেশেথ জনপ্রিয় কিছু সিমেন্ট ব্রান্ডের সিমেন্ট এর আজকের দাম।

Today Cement Price Bangladesh:

মনে রাখবেন, আজকে আমরা যেই দামটা জানবো এটা ফ্যাক্টরির দাম। আপনার এলাকায় পৌঁছানোর গাড়ি ভাড়া এবং লেবার বিল সহ প্রতি বস্তায় ২০/৪০ টাকা খরচ যুক্ত হবে। আবার যদি আপনি স্থানীয় ব্যবসায়ীর কাছে নিন তাহলে তার লাভ কমপক্ষে ২০/৫০ টাকা যুক্ত হবে।

তাই এই খরচ বাঁচাতে। আপনার এলাকার বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে আপনি যদি গাড়ি করে সিমেন্ট নামিয়ে নেন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে। তাহলে কমপক্ষে প্রতি বস্তা সিমেন্টে আপনি ৪০ থেকে ৫০ টাকা সাশ্রয় করতে পাবেন। মনে রাখবেন, বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সিমেন্ট নিলে। একবারে কমপক্ষে ১০০ থেকে ১৫০ বস্তা সিমেন্ট নিতে হবে।

সিমেন্ট বিক্রয় প্রতিনিধি খুঁজে বের করার উপায়:

এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে। আপনার এলাকার আপনার পছন্দের নির্দিষ্ট ব্র্যান্ডের বিক্রয় প্রতিনিধি কিভাবে খুঁজে পাবেন। মনে রাখবেন, প্রতিটি সিমেন্ট কোম্পানির নির্দিষ্ট ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ করে বললেই। তারা আপনাকে আপনার এলাকার নির্দিষ্ট বিক্রয় প্রতিনিধির নাম্বার দিবে। তখন তার সাথে যোগাযোগ করলেই আপনি বিস্তারিত কথা বলে অল্প টাকায় সিমেন্ট নিতে পারবেন। তো আর দেরি না করে নিচে দেখে নিন সকল ব্র্যান্ডের সিটের আজকের বাজার দাম।

See also  বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪

সকল সিমেন্ট এর আজকের বাজার মূল্যঃ

  1. আমান সিমেন্ট এর দাম: ৫০০ টাকা বস্তা
  2. ইস্টার্ন সিমেন্ট এর দাম: ৫০০ টাকা বস্তা
  3. সেভেন হর্স এর দাম: ৪৯০ টাকা বস্তা
  4. শাহ্ সিমেন্ট এর দাম: ৫১০ টাকা বস্তা
  5. হোলসিম সিমেন্ট এর দাম: ৫৩০ টাকা বস্তা
  6. স্ক্যান সিমেন্ট এর দাম: ৫২০ টাকা বস্তা
  7. সুপ্রিম সিমেন্ট এর দাম: ৫০০ টাকা বস্তা
  8. ফ্রেস সিমেন্ট এর দাম: ৫০০ টাকা বস্তা
  9. বসুন্ধরা সিমেন্ট এর দাম: ৫০০ টাকা বস্তা
  10. আকিজ সিমেন্ট এর দাম: ৫০৮ টাকা বস্তা
  11. ক্রাউন সিমেন্ট এর দাম: ৫১৫ টাকা বস্তা
  12. সেভেন রিং সিমেন্ট এর দাম: ৫১৫ টাকা বস্তা
  13. রুবি সিমেন্ট এর দাম: ৫১০ টাকা বস্তা
  14. মেট্রো সিমেন্ট এর দাম: ৫২০ টাকা বস্তা
  15. বেঙ্গল সিমেন্ট এর দাম: ৪৭৫ টাকা বস্তা

তো বন্ধুরা আশা করি পোস্টটি পড়ে আপনারা আজকের সিমেন্ট এর বর্তমান দাম জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীর সাথে পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ!!

Leave a Reply