অর্থনীতি ১ম অধ্যায় অর্থনীতি ২য় অধ্যায় অর্থনীতি ৩য় অধ্যায় অর্থনীতি ৪র্থ অধ্যায় অর্থনীতি ৫ম অধ্যায় অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় অর্থনীতি ৭ম অধ্যায় অর্থনীতি ৮ম অধ্যায় অর্থনীতি ৯ম অধ্যায় অর্থনীতি ১০ম অধ্যায়
নবম দশম অর্থনীতি

নবম-দশম অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

Posted on

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বিডিস্টোরিলাইভ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা নবম-দশম পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা বিডিস্টোরিলাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিচে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

অর্থনীতি ৭ম অধ্যায় ১নং প্রশ্ন: রত্না একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রতিষ্ঠান জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। অন্যদিকে, তার বান্ধবীও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং এর বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে।

ক. বিনিময় প্রথা কী?
খ. সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের কাজ বর্ণনা করো।
গ. রত্নার প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশ্লেষণ করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ২নং প্রশ্ন: হারুনের স্ত্রীর একটি শাড়ি খুবই প্রয়োজন। কিন্তু তার কাছে একটি ছাগল ছাড়া কিছুই নেই। হারুন তার ছাগল নিয়ে তাঁতির কাছে গেলে তাঁতি একটি শাড়ির বদলে ছাগল নিতে চায়। কিন্তু হারুন একটি শাড়ির বদলে ছাগলটি দিতে রাজি হয়নি। ফলে এই ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দেয়। পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি দ্রব্য আবিষ্কৃত হওয়ায় এ অসুবিধা দূর হয়।

See also  নবম-দশম অর্থনীতি ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

ক. বিহিত অর্থ কাকে বলে?
খ. নিকাশ ঘর বলতে কী বোঝায়?
গ. হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ ব্যাখ্যা করো।
ঘ. সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটির ভূমিকা বিশ্লেষণ করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ৩নং প্রশ্ন: শাহেদ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। সে ব্যাংকে তার একটি আমানতও রয়েছে। ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

ক. কাগজি নোট কাকে বলে?
খ. অর্থের কাজগুলো কী কী?
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কয় প্রকার আমানত গ্রহণ করে? তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষের উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ৪নং প্রশ্ন: যেকোনো দেশের সমগ্র ব্যাংক ব্যবস্থা পরিচালনার জন্য একটি নির্দিষ্ট ব্যাংক থাকে। যা দেশের মুদ্রা প্রচলনের একচেটিয়া ক্ষমতার অধিকারী। এ ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ঋণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে এবং সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে।

ক. রূপান্তরযোগ্য মুদ্রা কাকে বলে?
খ. অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটিকে কেন অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উক্ত ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ৫নং প্রশ্ন:

          ক          খ
১.জনগণকে জামানত বিহীন ও অল্প সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করে। ১. জনগণের অর্থ জমা রাখে ও ঋণ প্রদান করে।
২. দারিদ্র্য বিমোচন ও আর্থ- সামাজিক উন্নয়নে অপ্রতিদ্বন্দ্বী। ২. দেশের উন্নয়ন প্রক্রিয়ায় একটি বড় অংশীদার।

ক. অর্থ কাকে বলে?
খ. কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর বলতে কী বোঝায়?
গ. সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে ‘ক’ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ‘খ’ প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ- উক্তিটি বিশ্লেষণ করো।

See also  ২য় অধ্যায় ভূগোল ও পরিবেশ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অর্থনীতি ৭ম অধ্যায় ৬নং প্রশ্ন: সুলতানার একটি ছোট মুরগির খামার আছে। সে এলাকায় ডিম বিক্রি করে বেশ কিছু টাকা জমা করে। জমাকৃত টাকার মধ্যে বিভিন্ন মানের কাগজি নোট এবং ধাতব মুদ্রা রয়েছে। বাড়ির নিকটে অবস্থিত বাজারের ব্যাংকে একটি সঞ্চয়ী আমানত হিসেব খুলে জমাকৃত টাকা ব্যাংকে রাখতে চাইলে বেশ কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ জমা নিতে অস্বীকার করেন এবং তার কারণ সুলতানাকে বুঝিয়ে বলেন।

ক. চলতি হিসাব কাকে বলে?
খ. স্থগিত লেনদেনের বাহন বলতে কী বোঝায়?
গ. ব্যাংকে হিসাব খুলতে গিয়ে সুলতানাকে কী নিয়ম অনুসরণ করতে হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. সুলতানার জমাকৃত সব টাকা ব্যাংক কর্তৃপক্ষ কেন জমা নেয়নি তা বিশ্লেষণ করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ৭নং প্রশ্ন: সোহরাব সাহেব একটি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি করেন। সে প্রতিমাসে আয়ের কিছু অংশ একটি ব্যাংকে রেখে দেয়। মাঝে মাঝে তিনি প্রয়োজন মতো টাকা তুলে খরচ করেন। এভাবে তার বেশ কিছু টাকা সঞ্জয় হয়।

ক. কোন ধরনের আমানতের ওপর সুদ দেওয়া হয় না?
খ. বাণিজ্যিক ব্যাংককে কেন স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়?
গ. উদ্দীপকে কোন ব্যাংকের কাজের ইঙ্গিত দেয়া হয়েছে, সেটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ব্যাংকের যে কাজের ইঙ্গিত রয়েছে সেটিই কি উক্ত ব্যাংকের একমাত্র কাজ? উত্তরের পক্ষে যুক্তি দাও।

অর্থনীতি ৭ম অধ্যায় ৮নং প্রশ্ন: মজুমদার গ্রুপের মালিক রিশিত কম্পিউটারস লি. এর কাছ থেকে জানুয়ারি মাসে কিছু কম্পিউটার ক্রয় করে। কম্পিউটার ক্রয়কালে মজুমদার গ্রুপের মালিক বিক্রেতাকে ডিসেম্বর মাসে মূল্য পরিশোধের প্রতিশ্রুতিপত্র প্রদান করে। কিন্তু জুন মাসেই রিশিত কম্পিউটার উক্ত প্রতিশ্রুতিপত্র ব্যাংকে ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে। ফলে দুটো প্রতিষ্ঠানেরই ব্যবসায়-বাণিজ্যের গতিশীলতা বজায় থাকে।

ক. রূপান্তর অযোগ্য মুদ্রা কাকে বলে?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ এবং আমানত সৃষ্টি করে?
গ. উদ্দীপকে কোন বিশেষ ব্যাংকিং পদ্ধতিতে বিক্রেতা নগদ অর্থ সংগ্রহ করল? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, উদ্দীপকের শেষোক্ত লাইনের উক্তিটি তাৎপর্যপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

See also  SSC ২য় অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল প্রশ্ন

অর্থনীতি ৭ম অধ্যায় ৯নং প্রশ্ন: জনাব কবির বেসরকারি অফিসে স্বল্প বেতনে চাকরি করেন। তার বন্ধু রাজিবের পরামর্শে তিনি ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে ৫০০ টাকা জমা রাখেন। যার বিপরীতে তিনি ১০ বছর পর এক লক্ষ টাকা পাবেন। বন্ধুর পরামর্শে তিনি সঞ্চয়ী হয়েছেন। তিনি ভাবছেন সবাইকে যদি এ পরামর্শ দেয়া যেত তাহলে ব্যক্তি, সমাজ ও দেশ সবাই উপকৃত হতো।

ক. সঞ্চয়ী আমানত কাকে বলে?
খ. চলতি হিসাব বলতে কী বোঝায়?
গ. জনাব কবির কোন ধরনের হিসাব খুলেছেন ব্যাখ্যা করো।
ঘ. রাজিব তার বন্ধু কবিরকে কোন ধরনের অভ্যাস সৃষ্টির পরামর্শ দিয়েছিলেন? সবাইকে এরূপ পরামর্শ দিলে কী লাভ হবে মূল্যায়ন করো।

অর্থনীতি ৭ম অধ্যায় ১০নং প্রশ্ন: প্রত্যেকটি দেশে সে দেশের ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি করে সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান থাকে। যে প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা তথা মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে।

ক. অর্থের কাজ কয়টি?
খ. তারল্যের মান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানের ২টি কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।

প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা নবম-দশম অর্থনীতি ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

Leave a Reply