অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 27 জুন ফুল এপিসোড

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 27 জুন ফুল এপিসোড

Posted on

নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 27 জুন কি ঘটতে চলেছে।

ইরাকে হাতে-নাতে ধরতে চায় দীপা। আর তার জন্য সাহায্য নিতে ডাক্তার সান্যাল এর কাছে গেল দীপা। সেখানে গিয়ে ইরার বিরুদ্ধে যা কিছু শুনলো। সবটা শুনে দীপা বুঝতে পারলো। এরা সকলের সাথে একটা নোংরা খেলা খেলছে। এসব বুঝতে পেরে দীপা ডাক্তার সান্যালের সাহায্য চাইলো। যে কিনা আপনি আছেন একজন যে আমাদের সাহায্য করতে পারেন। তারপরে ইরার মুখোশটা আমরা সকলের সামনে খুলে দিবো। ইরার আসল উদ্দেশ্যটা কি সেটাও জানতে পারবো। আর ডাক্তার সান্যালো তৈরি হয়ে যায়, দীপাকে সাহায্য করার জন্য।

তারপরেই ডাক্তার সান্যাল সেনগুপ্ত বাড়িতে আসে। এসে সকলের সামনে এটাই বোঝায়। দীপাকে দিয়ে কিছুই হবে। দীপা পারবেনা সূর্যের স্মৃতি ফেরাতে। যদি পারবে একমাত্র ইরাই পারবে। ইরা যদি একবার সূর্যকে সেই আগের অবস্থায় নিয়ে যায়। যেখানে তারা ছিলো। তাহলে হয়তো সেখানে থাকতে থাকতে সূর্যের সমস্ত কিছু মনে পড়ে যাবে।

কিন্তু দীপা সকলের সামনে অভিনয় করে আর বিষয়টা মানতে চায় না। পরক্ষণেই ডাক্তার সান্যাল যখন বিষয়টা ভালোভাবে বলে যায়। তখন দীপাও মেনে নেয়। দীপা মন খারাপের অভিনয় করে ঘরে চলে যায়।

হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। এমনই বাংলা ধারাবাহিকের নতুন নতুন রিভিউ দেখতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ!!

Leave a Reply